নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
হঠাত করেই এই মাত্র মন খারাপ হয়ে গেল ।
আজ কাজ থেকে ছুটি ছিল । বাহির থেকে কেনাকাটা তেমন করতে পারি নাই । গেইম মুভি দেখে কেটে গল । এখন পড়তে বসব । আবার সকালে কাজ আছে ।
উপরের ইউটিউবের সুরটা শুনছিলাম, ভাল লাগবে শুনতে পারেন ।
হঠাত করেই মন খারাপ হয়ে গেল । কেউ বলে আমায় রিফাত তোমার ঘুমের সময় হয়েছে ঘুমিয়ে যাও , সকালে স্কুল আছে ! ওহ.. সকালে কাজ আছে .হেহেহহে
আাব্বা বলত শিউর । তাকে অনুভব করছি । আম্মাকেও... সে রান্না করে দিত হয়ত আজকের খাবার ।
ফল খেয়ে থাকতে হত না ।
যদিও আমি আজ পর্যন্ত রান্না শিখতে পারি নাই, বিরক্ত লাগে ।
কেউ আমাকে পড়ার জন্য বকা দেয় না । কেউ তাগিদ দেয় না । দেরী করে ঘুম থেকে উঠলে বা কম ঘুমালে কেউ বকা দেয় না, কেউ কিছু বলে না ।
এক সময় এগুলি বিরক্তি লাগত এখন আসলেই অনুভব করি ।
না কোন এস এম এস আসে , রিফাত মিস ইউ এ লট ! হাহাহাহা ... দিবা স্বপ্ন দেখতে ভালবাসি আমি । যা কখনোই পসিবল নয় , হারানো মানুষ আর হারানো তুষ কখনো ফিরে পাওয়া যায় না ।
হয়ত এইভাবে একদিন বুড়িয়ে যাব ।
চাই ভুলে সব উপভোগে মেতে থাকতে কিন্তু হঠাত কিভাবে যেন উড়ে আসে , যেন স্বপ্ন জগত থেকে উঠে আসা কোন অভিরুচী ।
প্রতিটা বছর চিন্তা বাড়ে... বাবার বয়স হয়ে আসছে প্রতিটা বছর বাবার সাথে ১টা বছর যোগ করে, তাকে বৃদ্ধ করে তুলছে.. সে আগের থেকে নিষ্প্রভ হচ্ছে ।
ইচ্ছা হয় লাগাম টেনে ধরার এই সময়ের কিন্তু পারব না, জানি ।
চোখটা বন্ধ করে ছোট্ট আগের রিফাতের মত ইচ্ছা করে ।
ছেলে হিসেবে অনেক দায়িত্ব হয়ত পালন করতে পারি নাই ও পারছিও না । হয়ত আমি অলস তাই ।
কিন্তু এখন চেষ্টা করি নিজের বিছানাটা একটু গোছাতে , কাপড় গুছিয়ে রাখতে । হয়ত তাদের প্রতি না পারি নিজের দিকটা চেষ্টা করি । হুম আমি সেল ফিস সেটা টের পাই ।
কিন্তু কেউ যদি আমাকে চুস করতে বলে ১জন তরুণী নাকি তোমার পিতা মাতা আমি বাবা মাকেই গ্রহন করব ।
কারন পর কখনো আপন হয় না , হোক আমি সেলফিস আর জেলিফিস বাবা মা সন্তানকে বুঝে সেভাবে ট্রিট করে , আগলে রাখে ! হয়ত বিধাতার সৃষ্টি .. হয়ত ব্যতিক্রমও আছে কিন্তু ব্যতিক্রমতো আর সবাই এক নয় ।
বাবা মা , আপন ভাই বোন থেকেও আপন । ....... সত্যি .. তাই ই
আমি জীবনে কোন লক্ষ্য পাচ্ছি না । কোন কিছুই মনকে শান্তি দেয় না, অর্থ বিত্ত, কাম , যাই হোক না কেন...
মানুষ হিসেবে বাদ দিলাম পৃথিবীতেই যে কেন পাঠানো হল আমাকে চিন্তা করি, ... আমার অস্তিত্ব না থাকলেই ভাল হত ।
পাপ পুন্যের ক্যাচালে থাকতাম না আর মানষিক না না চিন্তায় থাকতাম না ।
একলা মানুষের মানষিক চিন্তা বলে নাই ! কে বলে ?
আমি শৈশবে ফিরে যেতে চাই, বড় জীবন ভাল লাগে না । এত দায়িত্ব ভাল লাগে না । এত চিন্তা ভাল লাগে না ।
কেউ বলে না রিফাত তোমার ঔষুধ খাবার সময় হয়েছে ।
বাবা মা চাইলেও কাছে থাকবে না, তারা শেষ বয়সে সবার মাঝে থাকতে চাইবে সেটা বুঝি । শেষ বয়স বলতে গেলেও খারাপ লাগে । আমার এক দোস্তের বাবা নাই , খুব ছোট থেকেই নাই । সে যা ফিল করত তা হয়ত আমি করতে যাব ১০০% , বাবার কোন রোগ নাই । কিন্তু মন তো মানে না ।
হুম কারউ মতামত থাকবে দেখে এস তাদেরকে .. লোল । এতে কি আমার মানষিক প্রশান্তি হবে ? হয়ত অনেকের হবে, কিন্তু আমার চিন্তা দূর হবে না ।
ভাই বোন সবাই ফোন করলে বোন ছাড়া ভাইদের আইডেন্টিফাই করতে না পারলেও বাবা আমার কথা বুঝেন । তবে এখন মনে হয় সেই ক্ষমতা...
যাই হোক আল্লাহ.........
মাইটি ক্রিয়েটর এ বিশ্বাস করি । তিনি যে কেন ............... না থাক.......
আস্তিক হয়ে নাস্তিক টাইপের কথা মানায় না ।
যখন হাসি, তখন প্রচুর হাসি, যখন কাদি তখন প্রচুর কেদে যাই, যখন দু:খ পাই প্রচুর পাওয়ার চেষ্টা করি । আমি অনুভতি গুলি জমিয়ে রাখতে চাই না...
একজন মজার টিচার বলতেন , রেসোর্সেন জিন্দ ব্রেগেন্তস ....resources are limited.সম্পদ সীমিত ।
কিন্তু আমি সীমাহিত অনুভূতি চাই ।
ভাগ ভাল এ্যালকোহল এর অভ্যাস নাই, থাকলে... কি যে হত
২০তারিখ ২০১৩ জাতীয় জরিপ আছে , মনের বাসনা যেন পূর্ণ হয় । আমাকে যেন আর্মিতে যেতে না হয় । তাহলে আরেকটা মানষিক চাপ থেকে মুক্তি পড়াশুনাটা ঠিকমত করা যাবে ।
০৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:১৮
রিফাত হোসেন বলেছেন: ধন্যবাদ ।
২| ০৫ ই জানুয়ারি, ২০১৩ সকাল ৭:১১
*কুনোব্যাঙ* বলেছেন: আশিক মাসুম বলেছেন: লেখাটা হৃদয় ছোঁয়ে গেলো।
আসলেই হৃদয় ছোঁয়া লেখা।
০৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:১৮
রিফাত হোসেন বলেছেন: আপনাকেও
৩| ০৫ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:২০
একাকী বাংলাদেশি বলেছেন: দেশে ঘুরে গেলেন তাও মনের মত কাউকে খুজে নিতে পারলেননা? কি করলেন জীবনে ?
০৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:১৯
রিফাত হোসেন বলেছেন: লৌল । , সবাই ই কাউকে নিয়ে ব্যস্ত বা হারিয়ে গেলেও মনে মনে আগের মানুষকে ধরে রাখে !
ফ্রি পেলাম না কাউকে ।
আর পেলেও বলতে পারি নাই ।
©somewhere in net ltd.
১| ০৫ ই জানুয়ারি, ২০১৩ ভোর ৬:০৭
আশিক মাসুম বলেছেন: লেখাটা হৃদয় ছোঁয়ে গেলো। অনেক শুভ কামনা থাকল।