নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাধঁ জোড়ার আওয়াজ > With Great Power, Comes Great Responsibility

রিফাত হোসেন

অন্ধকার প্রভাত...............এই তো ঘুরে ফিরে দিন যায়

রিফাত হোসেন › বিস্তারিত পোস্টঃ

ক্ষুর প্রবাহ

০২ রা এপ্রিল, ২০১৩ ভোর ৫:১৮

শ্বৈত্য প্রবাহ, মৃদু প্রবাহ, উষ্ণ প্রবাহ, তেন তেন কত কিছুই শুনেছি । তবে আজকে যেটা নিয়ে ক্যাচালের সূত্রপাত সেটা হল পুরুষের প্রাণপ্রিয় ক্ষৌরকর্ম ! খেউরী করা খুবই কঠিন একটা ব্যাপার অনেকের জন্য, আবার অনেকের জন্য পানির মত সহজ, কিন্তু তাদের জন্যই যাদের নামে মাত্র ছাগলা দাড়ি আছে । =p~ (দাড়িঁ বঞ্চিতরা মাইন্ড খাবেন না, ফান্টুস আর কি)

কিন্তু মুখমন্ডল শোভিত সুন্দর দাড়িঁ গঠন প্রত্যেক পুরুষের কাম্য ।

--------------------------



THE STRAIGHT RAZOR







যারা নিয়মিত বা সময় ভিত্তিক নাপিতের কাছে আদর খেতে যান , তারা বুঝবেন জিনিসটার সুবিধা কি :)

এটা সবচেয়ে পারফেক্ট সার্ভিস দেয় । এইটার ইতিহাস নিয়ে পোষ্ট যখন লিখছিনা । তবুও জানার জন্য বলছী যে, (the oldest razor like-object was discovered in 18,000 B.C) ব্রোঞ্জ যুগের পূর্বেই এর চল ছিল । ধরে নিতে পারি জিনিস খানা এরকম না হলেও মানুষের চুল বড় হলে এর অপ্রয়োজনীয়তা বোধ করে কাটার অভিপ্রায়ে এক সময় এটি মানুষের গোচরে আসে । :)

এখন এইটা আমি বিডি নাপিত আর তুর্কি নাপিত যে নাপিতই বলি , সারা পৃথিবীর নাপিত গোষ্ঠি খুব লাইক করে ! তাহলে এটা হইল এ+ ক্লাস টাইপের কামাইন্না জিনিস । :) কিন্তু একা ব্যবহার করা কঠিন লাগে, আর এত টাইম নাই , তাই একে নিয়ে চিন্তা করা বাদ দিলাম । শুধু নাপিতের কাছে গেলে অটো চয়েস পজিশনে এসে যায় ।

------------------------------



THE SAFETY RAZOR





এইটা ছোট্ট বেলা থেকে দেখে আসছি । আব্বা ব্যবহার করে । খুবই কাজের মনে হয় । Straight razor এর পর এই মাল খানাই এ ক্লাস পজিশনে আসে কামাকামির পার্টে । :) এটা দিয়ে সহজে দুই দিকেই ব্যবহার করা যায় । পরিবেশ বান্ধব হেনতেন ইত্যাদি । কিন্তু তুলনায় সহজ হলেও একে ব্যবহার এই যুবা বয়স পর্যন্ত কোনদিন ট্রায় করি নাই । আব্বার ছোটকালে একবার গাল কাটা দেখার পর, এইটা ধরার সাহস পায় নাই ।

-------------------------



CARTRIDGE RAZORS





বন্দুকের কার্তুজের মত জটিল লুক একটা । :) আমি জিলেটের ভক্ত । নামেই ভক্ত আর কি ... হাহাহাহ :) জিলিটের পিছনে বহু নষ্ট করেছি । আর নয় । :) এইবার চিন্তা করি যেটা সঠিক সেইটাই ব্যবহার করব । ১ বা ২-৫ পর্যন্ত যতই ব্লেড লাগাক না কেন ১-৩ বার হেভি সার্ভিস দিবে কিন্তু ৩ দিনের মাথায় ঝিমাইন্না মোরগের লাহান কাজ করে । :( পরিবর্তনযোগ্য ব্লেড দিয়ে মাসে মাসে বহু টাকা গচ্ছা দিচ্ছি । তবে পরের রাতেই খোচা খোচা দাড়ি বের হলে কেমন যে একটা বিরক্ত লাগে । X(

---------------------------------------

ELECTRIC SHAVING RAZORS





এইটা নামেই আছে । ক্লিন পরিষ্কার এর ধারে কাছে এইটা যাবে না বলে দিলাম । :) তবে স্টাইল হালকা ছাচে ফেলা ইত্যাদি স্টাইল উষ্টাইলে কামে দিবে আরে কি । :)





উপসংহার: কার্তুজ রেজার দিয়ে দ্রুত করা গেলেও আরও ভাল রেজাল্ট হিসেবে Safety razor ব্যবহার সঠিক মনে হয়, অনেকের কাছে । কিন্তু এইটাতে আমি ভয় পাই । :( আমার কাছে আকাইম্মা জিলেটের ৩ দিন লাইফ টাইমের ফালতুগুলিই সহজ মনে হয়, চাক চাক কাটাকুটির জন্য । :)



আমি অবশ্যই মেয়েদের মত সাজুগুজো করে প্রসাধাণী মাখার মত শেইভ করে না, ৫ মিনিট এর ১ মিনিটও আমি দেরী করি না এই ঝামেলা শেষ করতে ।



আমার কাছে রান্না, ঘর পরিষ্কার, আর দাড়ি কামানো দুনিয়ার তাবত কাজ থেকে বিরক্তিকর লাগে । :( কিন্তু ৩টাই এক সময় না এক সময় করতে হয় । তবে রান্না টপকে যাই, পরিষ্কারটা মাসে ১ বার ষ্টাইব সাউগার মেশিন দিয়ে বাউন্ডারী মারি তবে প্রায় প্রতিদিনই এই ক্ষুর কর্ম আমাকে জ্বালিয়ে মারে । :(



চিন্তা করছি, সাহস করে একদিন এইটা লইয়া ঝাপাইয়া পরব । :)



আপনাদের কি সমস্যা বা সুবিধা একটা জানান, আমিও জানি । :) দেখি পছন্দ হয় কিনা ।

মন্তব্য ৭ টি রেটিং +১/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ০২ রা এপ্রিল, ২০১৩ ভোর ৫:২৪

সুলাইমান হাসান বলেছেন: the oldest razor like-object was discovered in 18,000 B.C

B:-) B:-) B-)

০২ রা এপ্রিল, ২০১৩ ভোর ৫:৩৬

রিফাত হোসেন বলেছেন: ইহাই সত্য ! :) হাহাহাহহা

০২ রা এপ্রিল, ২০১৩ ভোর ৫:৩৭

রিফাত হোসেন বলেছেন: আপনার দাড়িঁ পছন্দ হইতাছে, মন চাইতাছে একটা প্রেক্টিস করি । হাহাহাহহা

২| ০২ রা এপ্রিল, ২০১৩ ভোর ৫:২৯

এম হুসাইন বলেছেন: আপ্নিও দেখি আমার মতো জিলেটের ভক্ত :)
প্রথম টা কোন দিনই ধরি নি, ভয়ে, আর যদিও বেশির ভাগ নাপিতের আদরেই সেভ করি।

পোস্ট ভাল্লাগছে।



কেমন আছেন আপনি?

০২ রা এপ্রিল, ২০১৩ ভোর ৫:৩৬

রিফাত হোসেন বলেছেন: ধন্যবাদ, শুকরান ।

আশা করি আপনিও আছেন খুশিতে :) আল্লাহ আপনার প্রতি শুভ বর্ষিত করুক ।


জিলেটের ভক্ত, এমনিতেই, গাইত গাইতে গায়েন, ব্যবহার করতে করতে ভাতের ফ্যান আর কি । :)

৩| ০২ রা এপ্রিল, ২০১৩ সকাল ৮:৫০

তামাটেসেলিম বলেছেন: vai , ek bar BIC single blade er rajor ta use koren , BIC er fan hoye jaben insallah . n.b : ami nije bic er ekjon user , oder marketer noi :P

০২ রা এপ্রিল, ২০১৩ সকাল ৯:০২

রিফাত হোসেন বলেছেন: single ব্লেড দেখে তো গা গুলিয়ে গে ল :(
কিন্তু যখন বলছেন কিনে ট্রায় দিব, :)
আমি জানতাম, , , , , ,ব্যবহার করে,

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.