নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শ্বৈত্য প্রবাহ, মৃদু প্রবাহ, উষ্ণ প্রবাহ, তেন তেন কত কিছুই শুনেছি । তবে আজকে যেটা নিয়ে ক্যাচালের সূত্রপাত সেটা হল পুরুষের প্রাণপ্রিয় ক্ষৌরকর্ম ! খেউরী করা খুবই কঠিন একটা ব্যাপার অনেকের জন্য, আবার অনেকের জন্য পানির মত সহজ, কিন্তু তাদের জন্যই যাদের নামে মাত্র ছাগলা দাড়ি আছে । (দাড়িঁ বঞ্চিতরা মাইন্ড খাবেন না, ফান্টুস আর কি)
কিন্তু মুখমন্ডল শোভিত সুন্দর দাড়িঁ গঠন প্রত্যেক পুরুষের কাম্য ।
--------------------------
THE STRAIGHT RAZOR
যারা নিয়মিত বা সময় ভিত্তিক নাপিতের কাছে আদর খেতে যান , তারা বুঝবেন জিনিসটার সুবিধা কি
এটা সবচেয়ে পারফেক্ট সার্ভিস দেয় । এইটার ইতিহাস নিয়ে পোষ্ট যখন লিখছিনা । তবুও জানার জন্য বলছী যে, (the oldest razor like-object was discovered in 18,000 B.C) ব্রোঞ্জ যুগের পূর্বেই এর চল ছিল । ধরে নিতে পারি জিনিস খানা এরকম না হলেও মানুষের চুল বড় হলে এর অপ্রয়োজনীয়তা বোধ করে কাটার অভিপ্রায়ে এক সময় এটি মানুষের গোচরে আসে ।
এখন এইটা আমি বিডি নাপিত আর তুর্কি নাপিত যে নাপিতই বলি , সারা পৃথিবীর নাপিত গোষ্ঠি খুব লাইক করে ! তাহলে এটা হইল এ+ ক্লাস টাইপের কামাইন্না জিনিস । কিন্তু একা ব্যবহার করা কঠিন লাগে, আর এত টাইম নাই , তাই একে নিয়ে চিন্তা করা বাদ দিলাম । শুধু নাপিতের কাছে গেলে অটো চয়েস পজিশনে এসে যায় ।
------------------------------
THE SAFETY RAZOR
এইটা ছোট্ট বেলা থেকে দেখে আসছি । আব্বা ব্যবহার করে । খুবই কাজের মনে হয় । Straight razor এর পর এই মাল খানাই এ ক্লাস পজিশনে আসে কামাকামির পার্টে । এটা দিয়ে সহজে দুই দিকেই ব্যবহার করা যায় । পরিবেশ বান্ধব হেনতেন ইত্যাদি । কিন্তু তুলনায় সহজ হলেও একে ব্যবহার এই যুবা বয়স পর্যন্ত কোনদিন ট্রায় করি নাই । আব্বার ছোটকালে একবার গাল কাটা দেখার পর, এইটা ধরার সাহস পায় নাই ।
-------------------------
CARTRIDGE RAZORS
বন্দুকের কার্তুজের মত জটিল লুক একটা । আমি জিলেটের ভক্ত । নামেই ভক্ত আর কি ... হাহাহাহ জিলিটের পিছনে বহু নষ্ট করেছি । আর নয় । এইবার চিন্তা করি যেটা সঠিক সেইটাই ব্যবহার করব । ১ বা ২-৫ পর্যন্ত যতই ব্লেড লাগাক না কেন ১-৩ বার হেভি সার্ভিস দিবে কিন্তু ৩ দিনের মাথায় ঝিমাইন্না মোরগের লাহান কাজ করে । পরিবর্তনযোগ্য ব্লেড দিয়ে মাসে মাসে বহু টাকা গচ্ছা দিচ্ছি । তবে পরের রাতেই খোচা খোচা দাড়ি বের হলে কেমন যে একটা বিরক্ত লাগে ।
---------------------------------------
ELECTRIC SHAVING RAZORS
এইটা নামেই আছে । ক্লিন পরিষ্কার এর ধারে কাছে এইটা যাবে না বলে দিলাম । তবে স্টাইল হালকা ছাচে ফেলা ইত্যাদি স্টাইল উষ্টাইলে কামে দিবে আরে কি ।
উপসংহার: কার্তুজ রেজার দিয়ে দ্রুত করা গেলেও আরও ভাল রেজাল্ট হিসেবে Safety razor ব্যবহার সঠিক মনে হয়, অনেকের কাছে । কিন্তু এইটাতে আমি ভয় পাই । আমার কাছে আকাইম্মা জিলেটের ৩ দিন লাইফ টাইমের ফালতুগুলিই সহজ মনে হয়, চাক চাক কাটাকুটির জন্য ।
আমি অবশ্যই মেয়েদের মত সাজুগুজো করে প্রসাধাণী মাখার মত শেইভ করে না, ৫ মিনিট এর ১ মিনিটও আমি দেরী করি না এই ঝামেলা শেষ করতে ।
আমার কাছে রান্না, ঘর পরিষ্কার, আর দাড়ি কামানো দুনিয়ার তাবত কাজ থেকে বিরক্তিকর লাগে । কিন্তু ৩টাই এক সময় না এক সময় করতে হয় । তবে রান্না টপকে যাই, পরিষ্কারটা মাসে ১ বার ষ্টাইব সাউগার মেশিন দিয়ে বাউন্ডারী মারি তবে প্রায় প্রতিদিনই এই ক্ষুর কর্ম আমাকে জ্বালিয়ে মারে ।
চিন্তা করছি, সাহস করে একদিন এইটা লইয়া ঝাপাইয়া পরব ।
আপনাদের কি সমস্যা বা সুবিধা একটা জানান, আমিও জানি । দেখি পছন্দ হয় কিনা ।
০২ রা এপ্রিল, ২০১৩ ভোর ৫:৩৬
রিফাত হোসেন বলেছেন: ইহাই সত্য ! হাহাহাহহা
০২ রা এপ্রিল, ২০১৩ ভোর ৫:৩৭
রিফাত হোসেন বলেছেন: আপনার দাড়িঁ পছন্দ হইতাছে, মন চাইতাছে একটা প্রেক্টিস করি । হাহাহাহহা
২| ০২ রা এপ্রিল, ২০১৩ ভোর ৫:২৯
এম হুসাইন বলেছেন: আপ্নিও দেখি আমার মতো জিলেটের ভক্ত
প্রথম টা কোন দিনই ধরি নি, ভয়ে, আর যদিও বেশির ভাগ নাপিতের আদরেই সেভ করি।
পোস্ট ভাল্লাগছে।
কেমন আছেন আপনি?
০২ রা এপ্রিল, ২০১৩ ভোর ৫:৩৬
রিফাত হোসেন বলেছেন: ধন্যবাদ, শুকরান ।
আশা করি আপনিও আছেন খুশিতে আল্লাহ আপনার প্রতি শুভ বর্ষিত করুক ।
জিলেটের ভক্ত, এমনিতেই, গাইত গাইতে গায়েন, ব্যবহার করতে করতে ভাতের ফ্যান আর কি ।
৩| ০২ রা এপ্রিল, ২০১৩ সকাল ৮:৫০
তামাটেসেলিম বলেছেন: vai , ek bar BIC single blade er rajor ta use koren , BIC er fan hoye jaben insallah . n.b : ami nije bic er ekjon user , oder marketer noi
০২ রা এপ্রিল, ২০১৩ সকাল ৯:০২
রিফাত হোসেন বলেছেন: single ব্লেড দেখে তো গা গুলিয়ে গে ল
কিন্তু যখন বলছেন কিনে ট্রায় দিব,
আমি জানতাম, , , , , ,ব্যবহার করে,
©somewhere in net ltd.
১| ০২ রা এপ্রিল, ২০১৩ ভোর ৫:২৪
সুলাইমান হাসান বলেছেন: the oldest razor like-object was discovered in 18,000 B.C