নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাধঁ জোড়ার আওয়াজ > With Great Power, Comes Great Responsibility

রিফাত হোসেন

অন্ধকার প্রভাত...............এই তো ঘুরে ফিরে দিন যায়

রিফাত হোসেন › বিস্তারিত পোস্টঃ

Google AdSense থেকে দেশ ভ্রমনের হাত খরচ উঠাতে চাই

১৫ ই এপ্রিল, ২০১৩ ভোর ৫:০৯

এইজন্য কি ধরনের কি করা যেতে পারে ?



অনেক আগে সখ থেকে একটু বেশী মানে কোর্স করে ফ্রন্ট পেইজ, এইচটিএমল,ফ্ল্যাশ, ড্রিমওয়েভার শিখেছিলাম চর্চার অভাবে কিছুই মনে নাই .. :(



এখন অভিজ্ঞতা নিয়ে একটা পেইজ দ্বারা করাতে চাই । প্রথমে বাংলাতে ডেভলপ করা ইচ্ছা থাকলেও পৃথিবীর সব থেকে চাহিদার উপর প্রাধান্য দিয়ে আপাতত ইংরেজীতে সূচনা করার ইচ্ছা ।



AdSense ছাড়াও আরও অনেক কোন প্রতিষ্ঠান আছে কি ?



আমি একটা ম্যাসিভ ট্রিগার করতে চাচ্ছি । :)

ইন্টারনেট এর যখন স্পিড আছে, একে কাজে লাগিয়ে মাল্টি মিডিয়া আপলোড করে আগাতে চাচ্ছি টার্গেট এর দিকে ।



এন্ড্রয়িড, টেলিফোন, ভিওআইপি কল, লিনাক্স ও এস মানে টেকনোলজী নিয়েই লেখার ইচ্ছা আছে । আমি নবিষ, তবে এই দিক দিয়েই হালকা বাস্তব হাতে খড়ি হচ্ছে । বলা যেতে পারে এক্সপেরিমেন্ট করতে পারছি । ;)



তো কতটুকু ভিসিট বা তথ্য সন্নিবেশিত বা কি ধরনের কনটেন্ট গুগলএ্যাডসেন্স এপ্রুভ করার মত হবে ?

কারন যদি দেখি খুব ভাল রেসপন্স তাহলে আলাদা ডোমেইন কিনে নেমে যেতে পারি । :)

আমি সত্যিকার অর্থে বুঝতে পারছি না ।



অন্তত বছরের ভ্রমনের খরচটা উঠলে মন্দ হয় না । :)





বি.দ্র: অযথা বিজ্ঞাপন ভিত্তিক লিংক দিবেন না:) মন্তব্য মুছে ফেলা হবে ।

মন্তব্য ১০ টি রেটিং +০/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ১৫ ই এপ্রিল, ২০১৩ ভোর ৬:৩৮

এম হুসাইন বলেছেন: AdSense ছাড়াও কিছু প্রতিষ্ঠান আছে, যেগুলা এই সুবিধা দিয়ে থাকে, তবে আমি ওদের ব্যাপারে খুব বেশি জানি না।

আর AdSense এড করলে ভালোই হবে, আর খরচ কতো উঠাতে পারবেন তা নির্ভর করে আপনার সেবার উপর- মানে আপনি বিভিন্ন রকম সার্ভিস চালু করতে পারেন আপনার সাইতে- যার একটি হল "সার্চ" ও "ওয়েব" সুবিধা দেয়া। যা থেকে আপনার সর্বচ্চ আয় আশা করতে পারেন। আর মাল্টিমিডিয়া চালু করলে তো ভালই।

AdSense এর এর সকল এড এর প্রাইস কিন্তু সমান নয়। তাই নির্ভর করছে আপনি কি ধরনের এড চালু করছেন তার উপর।

cost-per-click (CPC) অথবা cost-per-thousand-impression (CPM) ads এই দুই ভাবে আপনি পেমেন্ট পাবেন।

আর জানতে হলে গুগল করতে থাকেন।

বেষ্ট অব লাক!

১৫ ই এপ্রিল, ২০১৩ সকাল ৭:২৮

রিফাত হোসেন বলেছেন: হালকা ইনফো দেবার জন্য ধন্যবাদ । আসলে এই ব্যাপারটা কখনো মনযোগ দিয়ে খেয়াল করি নাই ।
আমার কাছে ইন্টারনেট এ আয় করা মনে হত অযথা বিরক্তিকর আর্টিকেল লিখে যাওয়া, ভুয়া কথা বা কাল্পনিক কিছু যোগ করা যা অন্যেরও বিরক্তির কারন হতে পারে ।

পপড চিন্তা করলাম, সত চিন্তা করে কিভাবে করা যায় । :)
অথার্ত আমি তেমন কাউকে বাধ্য করব না আমাকে আয়ের ক্ষেত্রে সহযোগীতা করতে যার সদয় হবে সে করবে ।
তবে আমার উদ্দেশ্য হবে নিজে ব্যবহারিক জ্ঞান থেকে করা ।

আগে বুঝলে এতদিনে এক ছোটখাট সামু না হোক কিছু একটা পজিশনে আনতে পারতাম ।
তবে ধন্যবাদ । :)

২| ১৫ ই এপ্রিল, ২০১৩ ভোর ৬:৪৭

ডিজিটাল বোকা বলেছেন: ad theke earn korte chacchen kintu ad ke porihar korle cholbe na !!!

domain niye kaj suru koren
ate aponar adsense ar jonno valo hobe.

r unique content niye post korte try koren
best of luck

income shese amake kichu share koren .....

১৫ ই এপ্রিল, ২০১৩ সকাল ৭:২৮

রিফাত হোসেন বলেছেন: এ্যাড পরিহার এর কথা এইজন্যই বলেছি যে , কেউ কেউ এস হুট হাট লিংক দিবে, যেটা সবাই করে । আর মূলকথা আমার টপিক নিয়ে কোন কিছুই মন্তব্য করবে না ! বা করলেও অযথা ।

তাই জানিয়ে রাখলাম ।

আমি ফেয়ার পলিসিতে বিশ্বাস করি । কারউ জোর করে কিছু আদায় করা পছন্দ না । :(


ইনশাল্লাহ..
আমার চিন্তা ছেড়া কাথায় স্বপ্ন দেখা আর কি =p~ :) সাথে থাকেন ।

৩| ১৭ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৩৬

নষ্ট ছেলে বলেছেন: Adsense ছাড়া আরো অনেক আছে। কিন্তু বাকিগুলো এডসেন্সের ধারে কাছেও নাই। তবে এক্সট্রা ইনকামের জন্য infolinks লাগাতে পারেন।

এডসেন্সের নিয়মকানুন আবার বেশ কড়া। পাইরেটেড জিনিসপাতি ও কপিপেস্ট কনটেন্ট থাকলে একাউন্ট ব্যান করে দেয়। অনেক সময় গুগল সার্চ ইঞ্জিন থেকেও সাইট ব্যান করে দেয় :P
কনটেন্ট ও কীওয়ার্ড এর উপর ভিত্তি করে এডসেন্স আপনাকে এড দিবে। আমেরিকা, কানডা, ইংল্যাড, অস্ট্রেলিয়া এই দেশগুলো থেকে ভিজিটর বেশি আসলে এডসেন্স বেশি পে করে।
loan, insurance, credit, hosting.... এইগুলো হাইপেইং কীওয়ার্ড।

১৭ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৫:৩৭

রিফাত হোসেন বলেছেন: এডসেন্সের পাবলিকরা কি বাংলা বুঝবে কিনা ;)

৪| ১৭ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৫:৪১

নষ্ট ছেলে বলেছেন: এডসেন্সে বাংলা সাপোর্ট নাই B-))

১৭ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:৪৭

রিফাত হোসেন বলেছেন: টেক টিউনস করে কিভাবে ?

৫| ১৭ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:৩৯

নষ্ট ছেলে বলেছেন: টেক টিউনস-এ এডসেন্সে তো দেখলাম না! তবে কিছু কিছু বাংলা সাইটে এডসেন্স ইউজ করতে দেখেছি। এডসেন্স একাউন্ট এপ্রোভ করার সময় বাংলা প্রাইমারি ল্যাংগুয়েজ হিসাবে ইউজ করতে পারবেন না। অন্য কোন ভাবে এপ্রোভ করে যদি বাংলা সাইটে ইউজ করেন তখন সেই সাইটে কিছু না কিছু ইংরেজী কীওয়ার্ড থাকতে হবে তা না হলে ভাল হাইপেইং এড পাবেন না।
আমার জানা মতে তাদের সাপোর্টেড ল্যাংগুয়েজ ছাড়া অন্য ল্যাংগুয়েজে এডসেন্স ইউজ করলে তাদের পলিসি ভায়োলেট করা হয়। সেক্ষেত্রে কেউ যদি রিপোর্ট করে কিংবা কোন ভাবে তাদের চোখে পড়ে তাহলে একাউন্ট ব্যান করে দেয়।

৬| ০১ লা মে, ২০১৪ সন্ধ্যা ৬:৫৪

বলাকাবিহঙ্গ বলেছেন: রিফাত হোসেন & নষ্ট ছেলে Brothers are very good, i have learn some new things from your discus, salam & respect to both of you. Thenk you very much.

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.