নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার নেক্সাসটি মোটামোটি পর্যায়ে আনব্রিক হয় ।
ওয়েবে তামাম পদ্ধতি অনুসরন করেও হচ্ছিল না । কিভাবে কিভাবে যেন হয়ে গেল
ডিফল্ট রম এর রিকভোরী ছিল না ! আরেক ক্যাচাল ছিল আর কি । আর তার উপর পন্ডিতি করে বুটলোডার খেয়ে ফেলেছি! আবার তার উপর আমার নেক্সাস এ মেমোরী কার্ড এর সুবিধা নাই ! এইটা বড় একটা বাধাঁ ।
তাই থার্ড পার্টির বুট লোডার হ্যাক করে পুশ করেও কোন ফায়দা পাই নাই । কারন তার উপর মরার ঘা হিসেবে ডিবাগিং বন্ধ রাখার কারনে আমার ফোনে আমি কম্পু থেকে ইন্টারনাল স্টোরেজ এ ঢুকতেও পারছিলাম না ।
যাই হোক সমস্যার সব সমাধান ড্রয়িড দেয় খুব সহজে তবে এতক্ষনে আইফুন হলে দুনিয়া তামাম এক হইয়া যেত
আনব্রিক এর দোষটা আমারই আমার ৩০০ এর কাছাকাছি এপস ছিল কি ছিল না এইটা বলা যায়, হ্যাকিং টাইপের এপস ছিল যা সহজে ইন্টারনেটে পাওয়া যায় । বিভিন্ন ফোরামে খুজতে হয় । তাও সিকিউরড কিনা দেখে নিতে হয় ফিডব্যাক দেখে । যাউগ্গা আমি কিছুই বেক আপ রাখি নি তা নয় কিছু রেখেছিলাম । কিছু ছিল ক্লাউডে কিছু ছিল কম্পুতে । ক্যাচাল দিল যখন কম্পু একেকটাকে ভাইরাস মনে করে সাইজ করে দেয় । যদিও ডিসএবল রেখেছিলাম কিন্তু মনের ভুলে হয়তো নিজেই খেয়ে ফেলেছি ।
বড় কথা হলা নতুন প্রোগ্রাম এ গেলেও একটা ক্যাচাল থেকে যাবে তাই ফ্রেশ ছাড়া পথ দেখছিলাম না ।
---
গুগলের Click This Link নিজস্ব ওয়েব থেকে এন্ড্রয়িড ভার্সন এর ইমেইজ ডাউনলোড করতে হবে । tr.tz ফরমেটে সম্ভবত ফাইলগুলো থাকবে তা আবার জিপ সফটও্যার দিয়ে আনজিপ করতে হবে । এখন দেখতে হবে কার মোবাইল বা ট্যাবলেট কোন ভার্সন সাপোর্ট করে অফিসিয়ালি । আমার লেটেস্ট Android 4.2.2 (JDQ39) সাপোর্ট করে । তাই একেই নামালাম ।
হার্ড ফ্ল্যাশ করতে গেলে কলিজা থাকতে হয় । হীতে বিপরীতে হলে যে করবে সে দায়ী থাকবে আমার প্রথম ১০ বারের মত করতে পারছিলাম না, আমি ধরে নিয়েছিলাম এইটা অক্কা পেয়েছে !
মাঝে মাঝে ক্যাবেল ইউএসবি, কম্পুর ইউএসবির পোর্ট এইসব কারনে সমস্যাও হয় । তাই বেস্ট পোর্ট + অরিজিন্যাল ক্যাবল ও ট্যাব বা মোবাইলের মোটামোটি চার্জ থাকা জরুরী ।
তাছাড়া থার্ড পার্টির সাইট থেকে না নিয়ে গুগল থেকে ইমেইজটা নিলে ভাল হয় ।
এরপর ঐ ইমেইজটা আনজিপ করে এর ভেতরে ফাইল থাকে ও জিপ ফোল্ডার থাকে যা সব সহ কপি করে Android SDK ফোল্ডার এর platform-tools এর ভিতর পেষ্ট করতে হবে । কাট করেও পেষ্ট করা যায়, ইচ্ছা আর কি ।
আর এন্ড্রয়িড এসডিকে http://developer.android.com/sdk/index.html ইন্সটল আগেই করে রেখেছিলাম । আর এন্ড্রয়িড এর জন্য device manager এর android adb interface এবং android composite adb interface দুইট up to date থাকতে হয় ।
কিভাবে আপটু ডেইট রেখেছিলাম মনে নাই । তবে সম্ভবত android composite adb interface টা ম্যানুয়েলী করেছিলাম ।
আর তারপর নেক্সাসটি অফ করে আবার চালু দিলাম তবে এইবার পাওয়ার বাটন ধরে আর ভলিউম ডাউন বাটন চেপে ধরে রাখলাম এরপর অন হল রিকোভারী মুডে । তার ইউএসবি প্লাগ ইন করলাম এর সাথে কম্পুর । এরপর ঐ platform-tools ফোল্ডার এ গিয়ে কম্পুর শিফট ধরে রেখে মাউসে রাইট করার ফলে পপ আপ লিস্ট আসলে তা থেকে কমান্ড প্রম্পট সিলেক্ট করলেই ডস মুডের কাল পর্দা আসবে যেখানে সামনের দিক নির্দেশনা দিব ।
fastboot erase boot
fastboot erase cache
fastboot erase recovery
fastboot erase system
fastboot erase userdata
এখন কাজ হইল সুন্দর করে দিয়ে যাওয়া, মানে এক লাইন লিখে এন্টার চাপা এইভাবে সবগুলি । সুতরাং পুরাই ফাক্কা আমার নেক্সাস হয়ে গেল ।
এইবার fastboot oem unlock এন্টার
তারপর
fastboot flash bootloader bootloader-grouper-3.34.img এইখানে ক্যাচাল আছে । কারন একেকজনের মোবাইল এ একেক এন্ড্রয়িড অফিসিয়ালী সাপোর্ট করে । এখন আমারটাতে লেটেস্টটাও সাপোর্ট করে সুতরাং এইখানে এই কোড দিব না । এই কোডটা নেট থেকে পেয়েছি । এখন এর জায়গায় দিব যা আমি আমার এন্ড্রয়িড ভার্সন এর ইমেইজ আনজিপ করার পর যে ইমেইজ নতুন পেয়েছি ফোল্ডার ভিতর সেটার এড্রেস সুতরাং
fastboot flash bootloader bootloader-tilapia-4.18.img হবে ।এন্টার
এরপর fastboot reboot-bootloader
এন্টার এরপর fastboot -w update image-nakasi-jro03d.zip এর জায়গায় নতুন একটা জিপ ফোল্ডার এর নাম । এইঠিক উপরের ফমূর্লার মতই ।
fastboot -w update image-nakasig-jdq39.zip এইটা সঠিক আমার ভার্সন এর জন্য । মানে এরপর এন্টার
এরপর ডিভাইস বা নেক্সাসটা রিবুট হবে । বুট লোডার এ যাব মানে রিকোভারী মোডে যাবার জন্য by holding down volume down and power buttons.
এতক্ষন ক্যাবল লাগানো ছিল আর এখনও থাকবে ইউএসবিতেই ।
কিন্তু আমি তখনও এই ডস এর স্ক্রীনেই ছিলাম এখনও আছি । এখন উপরের কাহিনী হবার পর
fastboot oem lock আবার লেখে এন্টার দিব যাতে এইটা লক করে দিতে পারি । সিকিউরিটি আর কি
তারপর আবার রিবোট করার জন্য কমান্ড লেখে এন্টার
fastboot reboot
That’s it, you’re done, enjoy!
সুতরাং আমি স্টক রম এর আপডেটেড ভার্সনে চলে আসলাম। মানে ৪.২.২ জেলী বিন ।
কাস্টম রম রম্য ..
.. তা এখনও শেষ হয় নাই । সব যখন মুছেই ফেলেছি মানে হার্ড রিসেট দিয়েই দিয়েছি সুতরাং এইবার একটু কাস্টম রম বা ভার্সন এর টেস্ট করা যাক । অনেক খুজে একটা নিলাম পছন্দ করে ।
এর আগে । আমি এক ক্লিকে রুট করে নিলাম । নেক্সাস গুগলের খাস মাল মিধায় এইটাতে রুট করা সহজ সব গুলির থেকে । নাম তার Nexus Root Toolkit এই http://www.wugfresh.com/ পাওয়া যাবে । অরিজিন সাইট থেকে ।
তারপর http://www.teamw.in/ থেকে TWRP 2.5 বা গুগল প্লে থেকেও ডাউলোড করে নেই । কিন্তু এটা চালু করার জন্য রুট থাকা লাগবে ।
এইটা custom recovery খুব কাজের । এইরকম আরো আছে । nandroid বা modaco kitchen এইগুলা আরো জশিলা কিন্তু ব্যবহার করি নাই । এইগুলা ক্লাউড এর মত নাকি ব্যবহার করা যায় ! মানে ফুন ইন্টারনেট এ কানেকশন এ থেকে ওয়েব থেকে ফাইল সংরক্ষন করে বেকআপ দিতে সক্ষম ! তাও আবার অনলাইনে ! সিস্টেমটা বুঝতে আমার একটু অসুবিধা হচ্ছে, একবার ট্রায় দিতে হবে
আইফুন বলতেছে মনে মনে আল্লাহ আমারে তুইল্লা নিয়া যাও ! তবে আইক্লাউড দিয়েও করা যায় এই কাজ কারবার সম্ভবত । সার্ভিসটা পেইড কিনা জানি না । তবে এন্ড্রয়িড এ ফ্রি ।
ওহ.. জেলী বিন ফেরত পেয়ে রুট করে , TWRP 2.5 ইনস্টল করে চালু করে । আমার কাস্টম রমটা যেটি ইন্টারনেট থেকে নামিয়েছে
[ROM-3G] Jr10 **3G** (JDQ39 / 4.2.2): MoDaCo Custom ROM for the Nexus 7 3G অরিজিন সাইট থেকে তা পেষ্ট করি ইন্টারনাল স্টোরেজ মানে আমার নেক্সাস, যেহেতু মেমোরী কার্ড নাই এইটার তাই ডারেক্ট হোম ডাইরেক্টরী বা স্টোরেজ এর প্রথম পৃষ্ঠাতেই রাখি আর তাই রেকমেন্ড করেছে এই কাস্টম রম ইনস্টল এর ক্ষেত্রে জেলীবিন এর লেটেস্ট আপডেট থেকে ফ্ল্যাশ করতে , । TWRP 2.5 থেকে রম ফ্ল্যাশ এরপর দেখিয়ে দেওয়া যদি সে নিজে অটো না পায় । সুতরাং আমি দেখিয়েই দেই । তারপর শিউর হয়ে পারফর্ম করা । তারপর ট্যাব ৫ -১০ মিনিট নিজের মন মত কাজ করবে বুট করবে এরপর ঠিকহয়ে যাবে ।, উল্লেখ্য যে একেক স্টক রমের একেক পদ্ধতি ইনস্টল এর । আমারটা খুব সহজ পদ্ধতি, তবে এইরকম কাছাকাছি সব গুলিই , কিছু ব্যতিক্রম রেখে নীচে তাই বলেছে সব ডিভাইসের মত করে কিন্তু আমি করে আমার মত করে আমি বেকআপ রাখি নাই ।
Download the zip file of your choice from the links below (or the online kitchen) and copy to your sdcard.
Restart your device in recovery mode
PERFORM A BACKUP FROM THE MENU
Select the option to apply an update zip, and select the zip file you copied to the internal sd card! Remember that due to the 4.2 user changes, you may need to change to the '0' directory in recovery to find the zip!
একেক স্টক রমের একেক সুবিধা দেয় ।
সব স্টক রম এক সাথে Click This Link জটিল ধামাকা । এগুলো উড়াধুড়া পছন্দ করলেই চলবে না, ধরন আর রিভিউ সহ যাচাই বাছাই করে করতে হবে ।
প্রথম কথা বাগ ছাড়া, ২য় হল ফুল সাপোর্ট আর ৩ নম্বর ব্যবহারকারী জন্য সব উন্মুক্ত কাস্টমাইজেশন , এই ৩টার জন্যই মানুষ ব্যবহার করে এরপর আরে স্মুথনেস এ বুস্ট, মানে মাখন মার্কা ! এরপর ব্যাটারী, রং চং, দ্রুত ব্রাউজিং বা কানেকশন কত্ত রকম কিস্সা কাহিনী ! যার যেটা ভাল লাগে !
গুগুলীর খাস জিনিস পাওয়াতে আমাদের কদরই অন্যরকম
সেমসাং, সনি কে একটু কষ্ট পেতে হইতে পারে বৈকী
১ ক্লিক রুট মজাই মজা ।
আইফোন* জেইলব্রেক ! খেক খেক
তবে আইফুন কোন ফেলনা জিনিস নয়, তাদেরও কোয়ালিটি আছে কিন্তু দিনে দিনে গুগলের ড্রয়িড পাওয়ার এতই ক্যাপিবিলিটি বৃদ্ধি করছে যে ৭৫ % ড্রয়িড এর ক্যাপচারে !!!
আর গুগলের নেক্সাসে ডিবাগিং অপশন টা এ্যানবল করতে ডেভলপার অপশনটা সিস্টেম এ হাইড থেকে বের করে আনতে হয় তার জন্য এবাউট ফুন থেকে সবার শেষে এড্রয়িড ভার্সন এর নামের উপর ৭-১০ বার চাপ দিলেই ডেভলপার অপশন চালু হয় । ঐটা নিয়ে এত ঘাটাঘাটি না করাই ভাল, না বুঝলে ।
আমিও বুঝি না তেমন, তবে মাঝে মাঝে পরীক্ষা করি । করতে গিয়েই ক্যাচাল বাধাইছি
আর হুম কাস্টম রম এর সুবিধা আরেকটা হল আমার ফ্ল্যাশ সাপোর্ট পাওয়া সম্পূর্ণ ফুনে । যেটা আমার স্টক রম জেলী বিন এ আপডেট এ ডিসএবল হয়ে যায় ।
আর আমার টা দিযে এসএমএসও পাই !
কারন এন্ড্রয়িড অফিসিয়ালী ডাটা ৩জি সুবিধা দিলেও ফুন জিএসএম কল বা এসএমএস এর দেয় নাই !
এই কাস্টম রম দিয়েই সেই এসএমএস সুবিধাটা পেয়েছি ।
এন্ড্রয়িড এ আবার মাল্টি রম বা এন্ড্রয়িড এর কাস্টম রম বা অপারেটিং সিস্টেম ব্যবহার করা যায় যেমন মনে করেন আমি উবুন্টু + মজিলা + এন্ড্রয়িড ৩টাই চালাইতে চাই ! তাও ১টি ডিভাইসে ! হাহাহা হেবি জশিলা জিনিস !
কিন্তু আমার দরকার নাই । তার উপর ঠুকাঠুকি লাগার চান্স আছে কি না যাচাই করার দরকার । হাহাহা
আমার উবুন্টু মাঝে মাঝে উইন্ডোজ এর সাথে ঠোকাঠুকি লেগে যায় কিনা
নেক্সাস এর ফটুক পাই না মনমত, সেমসাং এর টাই দিয়ে দিলাম ।
http://www.droidwiki.de এন্ড্রয়িড উইকিপেডিয়া বলা যেতে পারে , ছোটখাট খুব কাজের, android wikipedia
ফুন সেমী ব্রিক বা ফুল ব্রীক হওয়াতে ClockWorkMod এর মত কাস্টম রিকোভারীতে যাওয়া ছাড়া উপায় ছিল না , যেটা এন্ড্রয়িড এসডিকে + fastboot.exe এর সমন্বয়ে করা হয়েছে ।
১৯ শে এপ্রিল, ২০১৩ সকাল ৭:৩৬
রিফাত হোসেন বলেছেন: যখন ফুনের ইঞ্জিন আর স্টার্ট নেয় না মানে ব্রিক হবার কলিজাটা শুকায়া কাঠ হয়ে গিয়েছিল ।
২য় দিন যখন আর রিসেট সহ কিছুতেই কাজ করছিল না তখন তো নতুন পেড কি কিনব আগামী বছরে প্ল্যান প্রোগ্রামে ছিলাম ।
দু:খ পেয়েছিলাম ডাটা হারিয়ে, যতটা ডিভাইস ধ্বংস হয় তার থেকেও বেশী । কারন এইটা ঠিক করলেও ডাটা ফিরত পাব না । তবে খুশি হয়েছি নতুনটা চিন্তা করে আসুসের অন্য কিছু নিতাম সম্ভবত বা নেক্সাস ২ কিন্তু আনব্রিক হয়ে গেল !
আইফুন মিনি এর দাম থেকে আর কোয়ালিফিকেশন দেখে রুচি উঠল না ।
এইটা উচ্চবিত্ত ও বিলাসীদের জন্য পারফেক্ট !
কোয়ালিফিকেশন দিয়ে দাম দেক সমস্যা নাই কিন্তু এই দুইটার পাথর্ক্যই নাই ।
আরে বাবা জেইল ব্রেকই যদি করবা তাইনা আইফুন কেনই কি করতে
২| ১৯ শে এপ্রিল, ২০১৩ সকাল ৭:১৪
কস্কি বলেছেন: বসের কইলজাডা আসলেই বড়!!
আমি রিসেট মারা লইয়াই ভয়ে আছি!! , আর বস পুরাই ইটা ভাইঙ্গা ফেললেন!!
এই না হইলো বস (মোটেও ফুলাইলাম না!! )
১৯ শে এপ্রিল, ২০১৩ সকাল ৭:৩৯
রিফাত হোসেন বলেছেন: টাকা যখন গেল , শ্রম যখন হল , সময় যখন গিয়েছে ... তখন ডু অর ডাই ধরলাম আর কি ।
গেলে যাউগ্গা, আরেক্টা ড্রয়িড আসবে, আরেক্টা নেক্সাস আসবে
আর আমি বস না, নবিশ গুতাগুতীকারী
৩| ২০ শে এপ্রিল, ২০১৩ সকাল ৮:০৪
এম হুসাইন বলেছেন: আইফুন মিনি আবার কোনটা?
আর আইফুন জেলব্রেক করার কি দরকার? ফ্যাক্টরি আনলক করলেই হয়...... জেলব্রেক ভালু না......।
২০ শে এপ্রিল, ২০১৩ সকাল ৮:১০
রিফাত হোসেন বলেছেন: ipod mini ar ki ,&,&, lol
৪| ২০ শে এপ্রিল, ২০১৩ সকাল ৮:১৩
সোহাগ সকাল বলেছেন: ভাল্লাগলো।
শুভ কামনা।
©somewhere in net ltd.
১| ১৯ শে এপ্রিল, ২০১৩ সকাল ৭:১২
এম হুসাইন বলেছেন: পরিশ্রমে ও শেয়ারে ধন্যবাদ।
তবে আইফুন কোন ফেলনা জিনিস নয়, তাদেরও কোয়ালিটি আছে কিন্তু দিনে দিনে গুগলের ড্রয়িড পাওয়ার এতই ক্যাপিবিলিটি বৃদ্ধি করছে যে ৭৫ % ড্রয়িড এর ক্যাপচারে !!!