নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মারাদোনা তো মারাদোনাই আর মেসী তো মেসীই ।
আজ জয় অপেক্ষা করছে আর্জেন্টাইনদের জন্য সারা বিশ্বের তাদের শুভাকাঙ্খীদের জন্য ।
না ভাই তারা আমাকে পয়সা দেয় না, না দেয় মানষিক সহমর্মিতা । না দেয় পরিচিত-আপন কাউকে বা বস্তুকে সুবিধা না করে আমার মাতৃভূমিকে বিশেষ শুভদৃষ্টিপাত ।
কিন্তু তবু তাদের দলকে ভালবাসি । ঈমানে বলছি, মাতৃভূমির দল যদি খেলত বিশ্বকাপে তাদেরই সাপোর্ট দিতাম ।
আমার পাসপোর্টে একটা বিষয় ঠিকই আছে, আমার জন্মস্থান এর শহর এর নাম । ঢাকা
হুম, আমি পুরান ঢাকার নই তবে নতুন ঢাকার খাস ঢাকাইয়া । এখন পরবাসী ।
জাতে বাঙ্গালী ।
তবে শান্তি যে আমি ভারতীয় নই । বাংলাদেশের বাঙ্গালী ।
আজ বিজয় উথ্থাপিত হবেম, জার্মানীর দিকে ধেয়ে আসবে ওরা ১১ জন !
যাও ৯০ মিনিট.., আছে তোমাদের ৯০ মিনিট কেউ ছিনিয়ে নিতে পারবে না আজ, কারন কোন কারণ দেখছি না ।
আমি গোলের বন্যা চাচ্ছি না, মেসি-ডি মারিয়া-হিগুয়েইন-অ্যাগুয়েরো-গ্যাগ আরও যত সতীর্থরা ।
খেল তোমাদের মত ছন্দমত ।
আমরা গোলের মেশিন দেখতে চাই না, না হেক্সা না ডেসিমেল
আমি চাই ছন্দ, সুন্দর ফুটবল, ল্যাটিনশৈলী ।
খেলা শুভ হোক ।
জয়তু মারাদোনা
জয়তু মেসী
*যারা এ্বই বিশ্বকাপ বিরোধী তাদের বলছি, এটা বিনোদন বৈ কিছু নয়, যদিও খরুচে । কিন্তু এই যুগে খরচ ব্যাতীত আমোদ পাওয়া সম্ভব নয় । এত জৌলুস দিয়ে স্টেডিয়াম না বানালেও চলত তবে যাই হোক আনন্দ অনুভূতি দিচ্ছে । এটাকে অবৈধ প্রয়াস না করাই উচিত । বাংলাদেশ ফুটবল এ কিছুই করতে পারে না বলতে গেলে তাই বলে কি খেলা বন্ধ করে দিবে নাকি ? আজব । নিজের বেলায় ১৬ আনা আর ভিনদেশী সাপোর্ট করলেই গাগুলিয়ে উঠে! ...
বাংলা ভাই হুজুর বলে কথা
১০ ই জুলাই, ২০১৪ রাত ১:০৯
রিফাত হোসেন বলেছেন: সঠিক
২| ১০ ই জুলাই, ২০১৪ রাত ১২:৫৭
নতুন পাঠক বলেছেন: ডি মারিয়া তো খেলবেনা আজকে । গুড লাক আর্জেন্টিনা ।
১০ ই জুলাই, ২০১৪ রাত ১:০৭
রিফাত হোসেন বলেছেন: হুম,, আশা করি দ্রুত সুস্থ হয়ে উঠবে
৩| ১০ ই জুলাই, ২০১৪ রাত ১:১১
কেএসরথি বলেছেন: আজকের ম্যাচে আর্জেন্টিনার ধরা খাওয়ার সম্ভাবনা অনেক বেশী। পরিসংখ্যানও হল্যান্ডের পক্ষে। ডি মারিয়া নাই, হিগুয়েইন শেষের ম্যাচে কিছুটা জাত দেখাইলো, আগেয়েরো নাই - এই দল নিয়ে হল্যান্ডের টোটাল ফুটবলের সামনে কি করে দাড়াবে?
আমি শুধু মেসির কথা চিন্তা করেই কিছুটা ব্যাথিত। এই রকম একটা খেলোয়াড়, কিন্তু কখনও বিশ্বকাপ জিততে পারলো না, শুধু মাত্র সবসময় বাজে টিমমেটদের কারনে।
আজকে ২৪ বছর পর আর্জেন্টিনা সেমিফাইনাল খেলবে। এইবার মেসি না থাকলে হয়ত ২য় রাউন্ডে বিদায় হতে হতো। মেসি আর কতদূর টানবে?
১০ ই জুলাই, ২০১৪ রাত ১:২৮
রিফাত হোসেন বলেছেন: মেসি আর কতদূর টানবে? আপনার প্রশ্নের উত্তর
... বিশ্বকাপ এর কাপ জয় পর্যন্ত এবং পরবর্তী ২০১৮ এর ফিফা কাপও !
এটা ব্রা জিল টিম না
আর আগুয়োরো ফেরত এসেছে ।
আর খেলটা অনেকটা কোচ এর উপর নির্ভরও করে । আমি দল থেকে সাবেলা তথা মেসীর দলের কোচকে দায়ী করব ।
ডাচরা টোটাল খেলে কোচের ধাচ অনুযায়ী ।
মেসিকে আটকাতে ৪টা খেলোয়াড় লাগে, মার্ক করা থাকে ।
ডি মারিয়া না থাকলে গ্যাগো আছে হিগুয়েইন, আগুয়োরো, বেঞ্চ ও কত মানুষ বসে আছে ।
মারাদোনা, মেসীও বেঞ্চেই একদিন বসেছিল । কে জানে, কে বের হবে ?
হল্যান্ডের দৌড়াদৌড়ি পাগলের মত বহুত হইছে, এইবার অফ হইবে ।
সাবেলা তথা কোচের উপর অনেক কিছু নির্ভর করে । ফরমেট পরিবর্তন, জ্যামিতিক আক্রমন ইত্যাদি ।
আলজেরিয়া জার্মানকে আটকাল কিভাবে ?
আলজেরিয়ার মেসি নাই কিন্তু তারা জার্মান ধাচে খেলেছিল তাই ।
আর্জেন্টিনা চাইলে কি সে ধাচে খেলতে পারে না ? অবশ্যই পারে । কিন্তু সাবেলা খেলায় তার মত করে ।
এটাই খেলার পাথর্ক্য এর কারণ ।
মেসি মেসই ,, মারাদোনা মারাদোনাই,,,, রোবেন টোবেন না কাক না বক কই উড়ে যাবে আজ ।
৪| ১০ ই জুলাই, ২০১৪ রাত ১:২৮
নতুন পাঠক বলেছেন: কেএসরথি @ আগেয়েরো তো আজকে খেলার কথা ।
৫| ১০ ই জুলাই, ২০১৪ রাত ১:৩১
রাজিব বলেছেন: আগেয়েরো আছে আজকে এক্সট্রা প্লেয়ার হিসেবে রিজার্ভ বেঞ্চে। হয়ত সেকেন্ড হাফে নামবে।
৬| ১০ ই জুলাই, ২০১৪ রাত ১:৪৭
আমি ব্লগার হইছি! বলেছেন: রেফারী আবার হল্যান্ড কে না জিতিয়ে দেয় !
©somewhere in net ltd.
১| ১০ ই জুলাই, ২০১৪ রাত ১২:৪৪
রাজিব বলেছেন: ১৯৭৮ ও ফিরে আসুক অন্তত আজকের ম্যাচের জন্য।