নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একটা সময় ছিল আমার কোলে নামী ব্র্যান্ড এইচপি এর ল্যাপটপ থাকত ।
বোনাস কাজ ছিল যে, তার উপর কাজ করার পরে ডিম সিদ্ধ করা যেত !
কিন্তু আফোসোস অনেক পরে এক সময় , অনেক গবেষনার পর অখ্যাত (এইটা ক্রয়ের জন্য অনেকের কাছে দৌড় এর উপর ছিলাম, বাঙাল তো সনি,এইচপি,এসার ছাড়া তেমন ভাল বুঝতেই চায় না) এম এস আই গেমিং সিরিজ এর ল্যাপটপ জার্মান থেকে স্পেশাল অর্ডার করে নিয়ে আসি । কারন একই ব্র্যান্ড এর অন্য সিরিজ এর একটা অর্ডার এ ভুল শিপম্যান্ট ছিল বছর আগে , পরে তারা টাকা রিফান্ড করে , ১ বছর পরে আবার অন্য সিরিজ এর টা অর্ডার করি ।
দাম অনুযায়ী পারফেক্ট মাখন মার্কা জিনিস ।
সাধারন এই ব্র্যান্ড গুলি পলিশ এ টাকা বাচিয়ে ভিতরের মাল সামানায় খরচ করা হয় বলে সস্তা হয় । জার্মান থেকে গিয়ে আনলে আরও কম হত । কিন্তু ঝামেলায় আর গেলাম না ।
আমারটা একেবারে খারাপ না । যার জন্য এই শক্তিশালী ল্যাপটপ কেনা, সেই গেমসই আর খেলি না । যদিও এর থেকেও শক্তিশালী আছে ।
গেমস খেলা না খেলা নিয়ে অন্য ব্যাপার আছে । মনের উপর পাথর চাপা দিয়ে গেমস খেলা থামানো হয়েছে । সেটা আরেক ইতিহাস তার জন্য আলাদা পোষ্ট লাগবে । যেখানে সামান্য মোবাইল গেমসই খেলি না, সেখানে এই ল্যাপটপের লক্ষ টাকা দামের গেমস এর পিছনে না ছুটি, বরং এর থেকে জীবন কে গড়ে তুলার কাজে খরচ করলে বা ব্যয় করলে কাজে দিবে ।
যাই হোক মূল পোষ্টে যাই ।
তো আমার জীবন এখন ওয়েব সার্চ , ইউটিউব , মেইল চেক এর গতানুগতিক জীবনে এসে ঠেকেছে, সুতরাং এত দাম দিয়ে এটা কিনলেও চলত ।
সখের দাম লাখ টাকা । তাই কিনলাম, আফসোস মিটল আর কি ।
কিন্তু এইচ পি এর মত ডিম তো সিদ্ধ করতে পারি না । ধরলে মনে হয় ল্যাপটপ টা এক্কেবারে ঠান্ডা !
ভাব লইলে বলা যাইতে পারে ২ কেজি ল্যাপটপে ১ টেবি এর উপর মালসামানা সমেত,সুপার গ্রাফিক্স কার্ড, ব্লুরে নিয়া জম্পেসই আছি ।
যাকেই জিজ্ঞাসা করি ল্যাপটপ নিয়ে কেউই খুশি নয় সাইজ, ওজন আর বোনার ডিম সিদ্ধ সার্ভিস নিয়ে
আমি কইলাম কিবোর্ড এর ডিস্কো লাইটিং এফেক্ট দিয়ে রাতে গেমস না খেলেও ব্লগিয়ে মজাই পাই, দুধের স্বাদ ঘোলে মিটানো আর কি
১০ ই নভেম্বর, ২০১৪ রাত ১১:১৫
রিফাত হোসেন বলেছেন: জ্বী জনাব, এইচ পি এর পূর্ব কিছু ভেরিয়েশনে এই সমস্যা ছিল । আর বর্তমানে এইচপি ল্যাপী দুনিয়া থেকে এমনিতেই সরিয়ে নিয়ে আসছে নতুন ব্যবসায় যাবে বলে ।
এইচ পি এর নিজস্ব হিট সিঙ্কার সফটওয়্যার ছিল, সেটা জানার কথা নিশ্চয়ই ।
২| ০৯ ই নভেম্বর, ২০১৪ রাত ৮:৩১
সকাল হাসান বলেছেন: সময় যেতে দেন! আস্তে ধীরে ডিম সিদ্ধের উপযোগী হয়ে যাবে!
০৯ ই নভেম্বর, ২০১৪ রাত ১০:১৩
রিফাত হোসেন বলেছেন: নাহ এইটার চান্স কম। কুলার, জেল, এক্সট্রা কুলার পুরাই আমি রেডি ফাইট করার জন্য।
©somewhere in net ltd.
১| ০৯ ই নভেম্বর, ২০১৪ দুপুর ১:২৯
শফিউল আলম চৌধূরী বলেছেন: আমি এবং আমার পরিবারের সদস্যরা মিলিয়ে ল্যাপটপ ব্যবহার করছি মোট ৯ বছরে ১১টা। এর মধ্যে ৭টা এইচপির এবং বাকি গুলি এসার, আসুস এবং ডেল এর।
আমাদের সবার এইচপি পছন্দ তার যে কটা কারণ আছে তার মধ্যে অন্য তম হল এটা গরম কম হয়।
আর আপনি কিনা বলছেন এইচপিতে গরম বেশী হয়? টাশ্কিত :/