নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাধঁ জোড়ার আওয়াজ > With Great Power, Comes Great Responsibility

রিফাত হোসেন

অন্ধকার প্রভাত...............এই তো ঘুরে ফিরে দিন যায়

রিফাত হোসেন › বিস্তারিত পোস্টঃ

২০১৬-২০১৭ প্রজেক্ট মাতৃভূমি ঘোড়াঘুড়ি (পোষ্ট নিয়মিত আপডেট হইবে) ব্লগারদের থেকে তথ্য যোগ করা হবে

১১ ই নভেম্বর, ২০১৪ রাত ১২:২৫

আমি বাংলাদেশে জন্ম গ্রহন করলেও তেমন কোন জায়গাতে যাওয়া হয় না । তরুন বয়সে মানুষ বিভিন্ন স্থান ঘুরার সুযোগ পায়, আমিও পেয়েছিলাম কিন্তু নিজভূমিতে নয় । পরবাসে ২য় অবস্থানকালীন ভূমিতে তবে সেখানেও ভ্রমনকে তুচ্ছ করে জীবন এর প্রয়োজনকে প্রাধান্য দিয়েছে । যতটুকু ছুটি পেয়েছি সেই অবসর সময়টুকুকে ঢাকায় পিতামাতা আত্মীয় স্বজনকে নিয়েই পার হয়ে গিয়েছে ।

পরিকল্পনা ছিল প্রত্যেকবারই কিন্তু পরিচিত বন্ধুদের কেউই নিজ খরচে যেতে রাজী নয় । কারন অসময়ে আহ্বান টা ছিল । সিজনের সময় তারা ঠিকই ভ্রমন করে নেয় । এখন তাদের সুবিধা অনুযায়ী হলে তো হবে না, আমি অন্য জগতে থাকি আর তারা আরেক জগতে । এখন মিল হয় না ।

তাই সামনে যখনই আসি, হয় নিজে যাব না হয় স্ত্রী সঙ্গে থাকবে বা ১ বন্ধু সাথে নিব যদি বিয়ে না করা হয় ।





ব্যক্তিগতভাবে ভ্রমন করা হলে চিহ্নিত করা হবে



১.বঙ্গবন্ধু সাফারী পার্ক

অবস্থান: ঢাকা থেকে ৪০ কিলোমিটার উত্তরে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের বাঘের বাজার থেকে ৩ কিলোমিটার পশ্চিমে গাজীপুর জেলার শ্রীপুর উপজেলায় মাওনা ইউনিনে সাফারি পার্কটি অবস্থিত ।

কিভাবে যাব:গাজীপুরের চৌরাস্তা থেকে বাঘের বাজার গেলেই চোখের পড়বে সাফারি পার্কের বিশাল সাইনবোর্ড। বাঘের বাজার থেকে সাফারি পার্কের দরজা পর্যন্ত যেতে রিকশা ও অটোরিকশা পাওয়া যায়। ভাড়া নিবে ৫০ থেকে ৭০ টাকা।

গাজিপুর চৌরাস্তা থেকে বাঘের বাজার পর্যন্ত যাওয়ার জন্য রয়েছে হিউম্যান হলার। ছুটির দিন ও সাধারণ দিন হিসেবে ভাড়া মান নির্ভর করে। ৮০ থেকে ১০০ টাকা।

এছাড়া ঢাকা থেকে ময়মনসিংহ যাতায়াত করা বাসে করেও বাঘের বাজার সরাসরি নামা যায়।

অনলাইন তথ্য: ফেবু - http://tinyurl.com/n5jreke বা খবরের কাগজ Click This Link ব্লগ পোষ্ট-



ইউটিউব:





২.বিরিশিরি

অবস্থান:

কিভাবে যাব: ঢাকা থেকে যেতে চাইলে আপনাকে মহাখালী বাস স্ট্যান্ড থেকে বিরিশিরি কিংবা দুর্গাপুরের বাসে উঠতে হবে। বিরিশিরি বাসস্ট্যান্ডই বাসের শেষ গন্তব্য। ঢাকা থেকে সময় প্রায় চার ঘন্টা লাগে।

অনলাইন তথ্য: ব্লগপোষ্ট - Click This Link Click This Link

ট্রাভেল গাইড:http://tinyurl.com/oxzowg8(৩৮০০ টাকা জনপ্রতি টাকায় বিরিশিরি, দুর্গাপুর, নেত্রকোনায় ২ দিন ১ রাতের প্যাকেজে ভ্রমন), http://tinyurl.com/njfadjn



ধীরে ধীরে আপডেট হবে



ভ্রমন গাইড বাংলাদেশ : http://bdtravelnews.com/





আপনাদের বিস্তারিত জ্ঞান থাকলে বিশেষ বিশেষ ভ্রমন স্পট শেয়ার করুন । এটা ব্যক্তিগত মেগাপোষ্ট হবে হয়ত..

মন্তব্য ৩ টি রেটিং +১/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ১১ ই নভেম্বর, ২০১৪ বিকাল ৩:২০

আমিনুর রহমান বলেছেন:




ভালো আইডিয়া :)

২| ১১ ই নভেম্বর, ২০১৪ বিকাল ৩:২৩

খাটাস বলেছেন: বাহ সুন্দর । :)

৩| ১১ ই নভেম্বর, ২০১৪ বিকাল ৪:১৪

যেড ফ্রম এ বলেছেন: কত বছর দেশে যাইনা। দুই যুগ হবে, বেশি হবে!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.