নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাধঁ জোড়ার আওয়াজ > With Great Power, Comes Great Responsibility

রিফাত হোসেন

অন্ধকার প্রভাত...............এই তো ঘুরে ফিরে দিন যায়

রিফাত হোসেন › বিস্তারিত পোস্টঃ

বোনকে আগাম জন্মদিনের শুভেচ্ছা

০৫ ই ডিসেম্বর, ২০১৬ ভোর ৫:৫২



বড় বোন, মানে আমার বড় কিন্তু বাকির সবার ছোট! বিয়ের পর থেকে স্বামী সন্তান নিয়ে তার জীবন আলাদা। কেমন যেন হয়ে যায় ধীরে ধীরে বিয়েথা করে যে যেমন করে । আমিও বিবাহিত। তবে অত ব্যতস্তা ঘনিয়ে না আসলেও কম নয়।
আচ্ছা, আসছে সামনে মাসে; আমার একমাত্র বোনের জন্মদিন। ছোটকালে জন্মদিনের কিছু না কিছু উপহার তার কাছ থেকে পেয়েছি। আদরতো অবশ্যই (তবে তার বিয়ের আগ পর্যন্ত ;) আমি হিংসুটে কিনা, বাচ্চা হবার পরতো আমি মামা হয়ে সব ভালবাসাই ভাগ্নে কেড়ে নিল) যদিও আক্ষেপ করে লাভ নেই । জীবনটা এরকমই এবং স্বাভাবিক।

এতদিন পর্যন্ত তার কোন জন্মদিনে কোন কিছুই দেওয়া হয় নি। দিলেও মনে পড়ার মত না। তবে এবার কিছু দিব।
কি দিব? ভাল প্রশ্ন! হাহাহাহা ... এমন কিছু যা সে কাজে লাগাতে পারবে, তা শো কেসেও রাখবে না আর অবহেলায় স্টোর রুমেও না কিংবা এক পড়া বা খাওয়াতে শেষ। কিছুটা ভিন্ন রকম।

চিন্তার খেরোখাতা দীর্ঘ করতে লাগলাম। বই,টিভি,ঝাড়বাতি,পোশাক,আংটি এগুলি খুবই নগণ্য না হলেও একই ধাচেঁ পড়তে বাধ্য কারণ সবই বিদ্যমান তার কাছে। ইউরেকা পার্সিয়ান বিড়াল কেমন হতে পারে ? দাম ১৫ হাজার থেকে শুরু দামটা বেশীও না আবার বেশী। কুকুর বিড়াল এ তার তেমন আগ্রহ নাই। ইচ্ছা ছিল কুকুর এর কিন্তু তিনি তা রাখবেন না ধর্মের কথা চিন্তা করে। যদিও এত ধার্মিক তিনি নন। ব্যাপারটা যদিও অদ্ভুত। আর বিড়াল পোষার ঝামেলা মনে হলেও হতে পারে; যেমন রোগ শোক, পয় পরিষ্কার ইত্যাদি। যেহেতু গৃহকর্মী এখনও নিয়োগ দেন নাই। যাই হোক
.পার্সিয়ান বিড়াল লিস্টে থাকল, বাদ দিলাম না ।

এবার আসি গ্রীল এ। আমাদের বাড়ির ছাদটা সুন্দর করে সাজানে হয়েছে দেখার মত। তাদের কথা। আমার না, যেহেতু স্বপ্নের বাড়ি হলেও আমার সৌভাগ্য হয় নি দেখার এখনও। ছাদে গ্রীল পার্টির জন্য চমতকার। ভাগ্নে ভাতিজীরাও আমার বোনের উপলক্ষ্যে পার্টিতে মেতে উঠতে পারবে। কয়লা আর মাংসা তাদের চিন্তা। তাই একটি গ্রীল মেশিন উপহার দেবার ইচ্ছা । বাজেট ৫ এর উপর উঠার ইচ্ছা নাই । তবে ভাল যদি দরকার লাগে মানে পরিষ্কার বা রক্ষনাবেক্ষণ সহজতর তখন একটু দাম দিয়ে কিনলাম সমস্যা নাই । কেউ ভাল রেকমেন্ড করতে পারেন ছাদে কি রকম গ্রীল মেশিন ক্রয় করতে পারি?
আরেকটা ভাবনা আছে কয়লা না ইলেকট্রিকটাই দিব? মনতো ইলেকট্রিকটা সায় দেয় না । ইলেকট্রিক হলে গ্রীল গ্রীল মনোভাব হবে না। কয়লার সুবাসটাও মিস হবে ।
আপনার কি বলেন ? ৮-১০ জনের জন্য গ্রীলের কোন টাইপটা সুবিধার হবে?
ইলেকট্রিক না কয়লাটা সুবিধা বান্ধব হবে? বসুন্ধরার দিকে কোন কয়লা ক্রয়ের স্টোর আছে কি ? কিংবা নতুনবাজার বাড্ডাতে?
গ্রীল মেশিনের সাথে আনুসঙ্গিক কি কি কিনতে হতে পারে? ফ্যামিলি পার্টি দিবে এতটুকুই।
.গ্রীল মেশিন এটা স্ট্রং রিকমেন্ড এ রাখলাম

.ভ্যাকুম ক্লিনার :) দামটা জানা নাই, বাংলাদেশের ব্র্যান্ডটাও ধারনা নাই বিডির। সস্তা কিনলে ধরা খাবার সম্ভাবনা আছে বৈকি। তবে ৫-১৫ হাজার এর মধ্যে হলে ক্রয় করা যাবে । জিনিসটা ভাল ময়লা টানার ক্ষমতা থাকতে হবে, সহজে নষ্ট হবে না। একটা বাজে অভিজ্ঞতা আছে সস্তা ব্র্যান্ড এর তাই এইটা নিয়ে না জেনেশুনে পা দিতে চাই না। আবার ওয়াটটাও বেশী হতে পারবে না। বড় কথা এই জিনিসটা আমার একমাত্র বোনের বাসাতে নাই । :) সুতরাং এই উপহার দিতে হৃদয় জয় না করতে পারলেও জন্মদিনটাকে বাজিমাত করতে পারব আশা করি। এটা তার কাজেও লাগবে। যদিও তার বাসায় কার্পেট নাই! টাইলস এর দিকে চেহারা দেখে আর ভিজা কাপড় দিয়ে পুছাপুছি করে পরিষ্কার করে।


আর মোবাইল টোবাইল,ফুলটুল,গয়নাগাটি আসবাব এর দরকার নাই, এগুলা পেয়েছে, পাবে ও আছে। বিশেষ কিছু নয়। কিন্তু উপরের ৩টা পয়েন্ট টা পেতে তার ভাগ্য আর চিন্তা লাগবে।
উপরের ৩টা থেকে বিড়ালটা একটা সময় মায়া দিয়ে আমাদের কাদিয়ে পৃথিবীল মায়া ত্যাগ করবে। আর ক্লিনারটা টাইলস এ তেমন গ্রেট সার্ভিস দিবে না। বেস্ট হত যদি বোনের কার্পেট রাখত। বেচারী ময়লার ভয়ে একটা কার্পেটও রাখে নাই। তবে তার যুক্তি আছে গরম প্রধান দেশে কার্পেট নিষ্প্রয়োজন।
এর মধ্যে থেকে গ্রীলটা আমার খুব মনে ধরেছে আর সামনে শীতকাল। মানে এখনই শীত এসেছে। আর প্রতি বছরই সার্ভিসটা পাওয়া যাবে । একটা ভাল গ্রীল মেশিন লাগবে।

আর আপনারা যদি লিস্ট এ কিছু যোগ করতে চান, তাহলে কেন যোগ করবেন আর কেন করবেন না মানে প্রয়োজনীয়তা ও অপ্রয়োজনীয়তা উভয়ই উল্লেখ্য করলে মন স্থীর করতে সুবিধা হবে।

আমার জন্মদিন মাত্র পার হয়ে গেল। ভাল থাকুন সবাই, আশা করি সাথে ব্লগাবেন...

মন্তব্য ৫ টি রেটিং +০/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ০৫ ই ডিসেম্বর, ২০১৬ সকাল ১০:১১

বিজন রয় বলেছেন: কেমন আছেন?

আমার পক্ষ থেকেও শুভেচ্ছা রইল।

শুভকামনা আপনাকেও।

০৬ ই ডিসেম্বর, ২০১৬ রাত ২:৩২

রিফাত হোসেন বলেছেন: ধন্যবাদ আপনাকেও, আছি ভাল ।আশা করি আপনিও কুশলেই আছেন ।

২| ০৫ ই ডিসেম্বর, ২০১৬ সকাল ১০:১৬

এই আমি রবীন বলেছেন: ১. বিড়াল পোষা ঝামেলা
২. কার্পেটও রাখে নাই, তাই ক্লিনারটা তেমন সার্ভিস দিবে না।
৩. গ্রীল মেশিনে, নিত্য ব্যাবহার্য নয়, রক্ষণাবেক্ষণ ঝামেলা।

===========
১. হীরের আংটি, (গয়না যতই থা, মেয়েরা আরেকটা নতুন পেতে পছন্দ করে।
২. খাঁচার টিয়ে বা ময়না
৩. আপনার বোনের যদি রান্নার শখ থাকে, তবে নন স্টিকি প্যান সেট।

বোনের জন্য শুভকামনা ও জন্মদিনের অগ্রীম শুভেচ্ছা।

০৬ ই ডিসেম্বর, ২০১৬ রাত ২:৩১

রিফাত হোসেন বলেছেন: পেতে তো পছন্দ করে কিন্তু ব্যবহার করবে না, সিন্দুক এ থেকে যাবে।
পোষা পাখি আছে ইতিমধ্যে।
প‌্যান সেট আছে। পুরাতন গুলিই ব্যবহার করে না সহজে আবার নতুন ।

এমন কিছু যা তার কাছে নাই আবার থাকলেও নতুন উপহারটি ভালই কাজে লাগবে।

৩| ০৫ ই ডিসেম্বর, ২০১৬ সকাল ১০:১৯

বাঘ মামা বলেছেন: বড় আপুকে জন্মদিনের শুভেচ্ছা

কয়লা ইলেক্ট্রিকের চেয়ে ভালো, কয়লার স্বাদটুকু ইলেক্ট্রিকে আসেনা,

শুব কামনা সব সময়

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.