নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাধঁ জোড়ার আওয়াজ > With Great Power, Comes Great Responsibility

রিফাত হোসেন

অন্ধকার প্রভাত...............এই তো ঘুরে ফিরে দিন যায়

রিফাত হোসেন › বিস্তারিত পোস্টঃ

একটি পিসি বানাচ্ছি, পরামর্শ দরকার

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৯:৫২



একটি পুরনো ডেস্কটপ পিসিকে আধুনিক রূপ দিতে চাইছি। তবে যার জন্য আগের ডেস্কটপ বাদ দিতে চাচ্ছি তা হল মাদারবোর্ড এর কারনে। পিসিটার বয়স অনেক ৫ বছর থেকে ৮-১০ বছরও হতে পারে।
সম্প্রতি পিএসইউ পরিবর্তন করলাম একটা সস্তা এমসি টেক ৫৫০ ওয়াট নতুন ক্রয় করি ৭১০ টাকাতে। আগেরটা নষ্ট ছিল। আর মাদারবোর্ড এর সিএমওসি ব্যাটারি নতুন কিনে স্যাটআপ করলাম।

তবে নতুন পি এস ইউ কিনার পরও পিসি বুট করতে পারছে না ঠিকমত। পিসি স্টার্ট হয়েও বন্ধ হয়ে যায়। বাদার বোর্ড পাওয়ার সাপ্লাই পায় তা লাইট এ ইন্ডিকেট করলেও পিসি স্টার্ট হয় না। হলেও রিস্টার্ট করতে করতে বন্ধ হয়ে যায়।
যাই হোক। আমি সিপিইউ কুলারকে পরিষ্কার করলাম কারন দু একবার ওভারহিট লেখা উঠেছিল। আর এত পুরানো কেসিংকে পরিষ্কার করার ইচ্ছা নাই। যা অসম্ভব ধুলোয় ভরা।

এখন বর্তমান পিসি কে পরিবর্তন করে একটু আপডেট দিব। যাতে আগামী ৫-১০ বছর ব্যাকআপ(আপডেট দিতে পারবে) দেওয়া যায়। যদিও দুনিয়া খুবই দ্রুত। ব্যাকআপ বলতে দামী কিছু কিনব না। এই যা এইচডি এম আই,
ফুল এইচডি রেজুলেশন সাপোর্ট, ডিডিআর থ্রি র‍্যাম সাপোর্ট প্লাস ৮ জিবি আপ র‍্যাম সাপোর্ট ইত্যাদি।
কারন বর্তমান পিসিটার র‍্যাম ডিডিআর শুধু এতেই বুঝে নিন কি অবস্থা।
সুতরাং এই উসিলায় পি এস ইউ খারাপ হোক আর মাদারবোর্ড খারাপ হোক। নতুন একটা আপডেটেড কিছু চাই।

উল্লেখ্য আমি ইন্টেল আর এনভিডিয়া ফ্যান বলতে পারেন বা ভরসা পাই তাও বলতে পারেন।
১.মাদারবোর্ড (এইচডিএমআই+ইউএসবি৩,ডিডিআর৩,ফুল এইচ ডি রেজু., টেরা হার্ডডিক্স সাপোর্টেড) দাম যত সস্তায় ভাল মানের পাওয়া যায়। (বাজেট অনুযায়ী তবে বাস স্পিড যাতে যাচ্ছেতাই না হয়)
২.সিপিইউ মাদারবোর্ড সাপোর্টেড হতে হবে (লো বাজেট অনুযায়ী) তবে কুলিং সিংক ছাড়া।
ৎৎ যদি যদি সিপিইউ মাদারবোর্ড একসাথে পাই যদি বাজের্ট সাপোর্টেড হয় তাহলে আলাদা কিনব না ৎৎ
৩.র‍্যাম ডিডি৩ ১৬০০ সাপোর্টেড কিনব তবে ১টি ২ জিবি বা ৪ জিবি স্লটের কিনব বুঝতে পার‍ছি না।
যেহেতু সাধারনত এমবোর্ডএ ২টা স্লট থাকে তাই একবারে ১টা কিনে আপডেট রাখার সুবিধা রাখছি।
৪.কেসিং কোনটা কিনব সিদ্ধান্ত নিতে পারছি না। সস্তা একটা কেসিংদেখেছি ১০০০ টাকায় তবে এটিএক্স অবশ্যই। তবে যাই কিনি বড় একটা কেসিং কিনব। আগে মিনি এটিএক্স কিনে বিপদে পরেছিলাম।
আমার জন্য বাতাস প্রবাহ জরুরী। তবে বিল্টইন পি এস ইউ ছাড়া কিনব।
৫.গ্রাফিক্স কার্ড এটা শেষে দিলাম কারন এই পিসিটার ইতিহাসে গেইম মনে হয় ছিল না। তবে জুড়ে দিব এইবার। তাই সবচেয়ে সহজলভ্য সস্তা এনভিডিয়া ১জিবি যে কোন একটা। যাতে অন্তত ২০০৫-০৬ সালের গেমস গুলি খেলা যায়।
৬.ডেস্কটপ ক্যামেরা। সস্তার মধ্যে ভাল যা হবে, যেহেতু মোবাইল ইন্টারনেট ব্যবহার করা হবে তাই ভাল মানের কিনলেও ভিডিও কল সুবিধাটা এত ভাল হবে না।
৭. ইউ পি এস কিনব কি কিনবা না বুঝতে পারছি না, এই মফস্বলে ইলেকট্রিক এর সমস্যা গরমে একটু হয় তবে এত নয় তবে ভোল্টেজ সমস্যা হয় কিছু। যেমন ফ্যান এর স্পিড কমে আসে আবার পরে স্পিড বেড়ে যায়। বাজেট ব্যাপারটাও আছে। সস্তার তিন অবস্থাও আমি চাই না। বা এ ভি আর কিনব... তাও ঠিক করতে পারছি না। এটা আবার ভোল্টেজ রেগুলেট করতে সহায়ক।

যাই কিনি না কেন ভাল থেকে সস্তাটা কিনব। এক্কেবারে সস্তাতে যেতে রাজী নই।

আর কেসিং ফ্যান, পিএসইউ,সিপিউ কুলারফ্যান,হার্ডডিস্ক,ডিভিডিরম গুলো পুরাতন থেকে জুড়ে দিব।
তবে প্রধান টার্গেট থাকবে মাদারবোর্ড ভাল আপটুডেট রাখা।

এই ডেস্কটপ পিসিটাতে এম্যাচার ব্যবহার হবে। গেইম লো প্রোফাইল এর খুবই হালকা ব্যবহার হবে। বলতে গেলে এডভান্সড কোন কাজ করবার হবে না যেমন ভিডিও এডিটিং এই জাতীয় কিছুই হবে না।
বাজেট> ১০ হাজার এর উপর ইচ্ছা নাই তবে ধারনার বাইরে ১৫ হাজার হতে পারে। বুঝতে পারছিনা । ভাল মাদারবোর্ড এর সাথে ভাল সিপিইউ জড়িত আর সাতে ইউপিএস বা গ্রাফিক্স কার্ড এর উপরি তো আছেই।
অনলাইনে দাম বুঝার উপায় বুঝতে পারছি না।
আসুস,গিগার পাশাপাশি আরেকটা ব্রান্ড দেখলাম তাইওয়ানের স্টারটেক্স বা কিনামের যেন খেয়াল নাই।

আপনাদের মতামত শেয়ার করুন। কারন বাজার কি রকম দাম পরবে বুঝতে পারছি না। এগুলো ঢাকা থেকে কিনব না তাই। একটি জেলা সদর থেকে।

---
অফটপিক: অনেক জমানো কথা আছে তবুও শুধু এই বিষয়টি নিয়েই আসলাম। কারন একটি ঝোক ঢুকলে বের করা কঠিন।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১১:১৬

চাঁদগাজী বলেছেন:


হার্ডওয়ারের উপর ধারণা নেই, সাহায্য করতে পারলাম না; তৈরি হওয়ার পর আপডেট দেবেন।

০১ লা মার্চ, ২০১৭ বিকাল ৩:৪৪

রিফাত হোসেন বলেছেন: তৈরী করা হয়েছে। ধন্যবাদ মন্তব্যের জন্য। ব্লগীয় সময় দেওয়া হচ্ছে না তাই বিস্তারিত ব্যপ্ত করার সুযোগ পাচ্ছি না।

২| ০১ লা মার্চ, ২০১৭ বিকাল ৩:১৬

বিজন রয় বলেছেন: কেমন আছেন?

অভিনন্দন।

০১ লা মার্চ, ২০১৭ বিকাল ৩:৪৫

রিফাত হোসেন বলেছেন: ধন্যবাদ। কোন মতে একটা স্ট্রাকচার স্ট্যাবল করেছি। ইনশাল্লাহ বিস্তারিত জানাতে পারব।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.