নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাধঁ জোড়ার আওয়াজ > With Great Power, Comes Great Responsibility

রিফাত হোসেন

অন্ধকার প্রভাত...............এই তো ঘুরে ফিরে দিন যায়

রিফাত হোসেন › বিস্তারিত পোস্টঃ

আসছে সামু দাবা লীগ!

২০ শে এপ্রিল, ২০১৭ রাত ৩:৫৬



কথা দিয়েছিলাম সামু দাবা টুর্নামেন্ট করব। তারই সূত্র দিয়ে পোষ্টের সূচনা।
আবারও সামু দাবা - গত বছরের ইচ্ছা, এই বছরে ইনশাল্লাহ পরিপূর্ণ হবে।

২০০৯ সালের বিক্ষিপ্ত চেষ্টা -- সামু দাবা নকআউট টুর্নামেন্ট ২০০৯

২০১১ সালের পূর্ববতী সর্বশেষ চেষ্টা- সামু দাবা নকআউট টুর্নামেন্ট ২০১১ সেটার হয়ত অনেক গুলি পর্ব ছিল।

আগের থেকে এবারকারটা ভিন্ন। আগে চাল দেওয়ার প্রচুর সুযোগ ছিল যার সুবিধা ও অসুবিধা দুইটাই ছিল। তবে এখন আমরা নতুন ফরমেটে যাব তা live হবে।

সামু দাবা গ্রুপ অনেক পুরনো চেস.কম এ আছে। Click This Link লিংক
https://www.chess.com/club/somewherein-chess-team

ঢাকা সময়:
২৫-০৪-২০১৭ মঙ্গলবার ১৯০০-২৩০০ ঘটিকা (বিকাল৭টা থেকে রাত ১১টা) মঙ্গলবার
অথবা
২৬-০৪-২০১৭ বুধবার ১৯০০-২৩০০ ঘটিকা (বিকাল৭টা থেকে রাত ১১টা) বুধবার


chess.com রেজিস্ট্রেশন করবেন, গ্রুপের লিংক দেওয়া আছে। আগে থেকে আই ডি থাকলে তো ভাল। ব্লগে আপনার চেস.কম আইডি মন্তব্যের মাধ্যমে জানাতে পারেন। একই রাখার চেষ্টা করবেন,তাতে আইডেন্টিফাই করতে সুবিধা হবে।

খেলার দিন অথবা আগের দিন গেইম ফর্ম ছাড়া হবে,ঢুকে যাবেন https://www.chess.com/live#t=825861 অথবা লাইভে। তাছাড়া পোষ্ট এবং চেস.কম সামু দাবা গ্রুপেও পোষ্ট করা হবে। একমাত্র সামু গ্রুপের সদস্যরাই খেলতে পারবেন।

নূন্যতম ৮ জন না হলে টুর্নামেন্ট আয়োজন সম্ভব না। তাই ব্লগার যারা খেলতে আগ্রহী মন্তব্যে জানান দিয়েন, আমি আরেকটা রিঃপোষ্ট দিব খেলা শুরু হবার আগে।
এটা হবে মাসিক লীগ।
এরপর ঘন ঘন সাপ্তাহিক মাসিক লীগ মতান্তরে টুর্নামেন্ট করব।
চেস.কম ফ্রি ইউজার হলে সপ্তাহে ৩টার বেশী লাইভ টুর্নামেন্ট খেলা যাবে না। তাই ১টা সংরক্ষণ করে রাখুন।

সময় নিয়ে আলোচনা করতে হবে। আমি ১৫-২০-৩০ মিনিট এ আগ্রহী, সবাই ব্যস্ত না হলে ৬০ মিনিট ভাল ছিল। আপনারা যদি আরও কম সময় চান, তা আলোচনা সাপেক্ষে।

এটা অগ্রসর হলে আমরা সাপ্তাহিক বা মাসিক কন্টিনিউ চিন্তা করব।

সুইস রাউন্ড পদ্ধতিতে খেলা হবে, যা চেস.কম ডিফল্ট করে রেখেছে। প্রত্যেকে প্রত্যকের বিরুদ্ধে খেলবে না তাহলে তা রাউন্ড রবিন হয়ে যায়।
সুইস পদ্ধতিতে ২বা ৩ রাউন্ডে খেলা হবে আপাতত।
চ্যাম্প হবে সর্বোচ্চ পয়েন্ট অধিকারী।
রং পরিবর্তন হবে, ব্যতিক্রম ছাড়া।
১৫ মিনিট করে ৩ রাউন্ড করা সম্ভব।

অন্য কিছু নিয়ে পড়ছি, তাই আর পোষ্ট বৃদ্ধি করলাম না।
ভাল থাকুন।

ত্রিভুজম,সাদিক,যুথী সাহেব/বিবি সবাইকেই মিস করছি।





মন্তব্য ৩০ টি রেটিং +৫/-০

মন্তব্য (৩০) মন্তব্য লিখুন

১| ২০ শে এপ্রিল, ২০১৭ ভোর ৬:২১

ডাঃ মোঃ ফাইজুল হক বলেছেন: দাবা খেলতে পারিনা , খেলতে পারলে অবশ্যই আপনাদের সাথে থাকতাম

২০ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৪:১৬

রিফাত হোসেন বলেছেন: :)

২| ২০ শে এপ্রিল, ২০১৭ সকাল ৭:৩৬

ডঃ এম এ আলী বলেছেন: ধন্যবাদ টুর্নামেন্টের সাফল্য কামনা করছি । দর্শক হিসাবে এসে খেলা দেখে যাব ।
শুভেচ্ছা রইল ।

২০ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৫:১৫

রিফাত হোসেন বলেছেন: খুশি হলাম :)

৩| ২০ শে এপ্রিল, ২০১৭ সকাল ৮:৪৪

মোস্তফা সোহেল বলেছেন: আমি অল্প পারি সময় পাইলে আসতাম। আপনাদের জন্য শুভ কামনা রইল।

২০ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৫:৪৬

রিফাত হোসেন বলেছেন: ধন্যবাদ :)

৪| ২০ শে এপ্রিল, ২০১৭ সকাল ৯:৪১

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:
আমি অংশগ্রহন করতে চাই।

চেস.কমে আমার আইডি আসে :)

২০ শে এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৬:৪৯

রিফাত হোসেন বলেছেন: ১ম রিক্রুট :)

৫| ২০ শে এপ্রিল, ২০১৭ সকাল ৯:৪৩

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:
রিকোয়েষ্ট পাঠাইছি। আমার আইডি banglavoice

২৫ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৪:৪৬

রিফাত হোসেন বলেছেন: পেয়েছি, ধন্যবাদ

৬| ২০ শে এপ্রিল, ২০১৭ সকাল ১০:০৪

মামুন ইসলাম বলেছেন: চমৎকার আয়োজন :-B

২০ শে এপ্রিল, ২০১৭ রাত ৮:১৭

রিফাত হোসেন বলেছেন: সাথে আছেন তো?

৭| ২০ শে এপ্রিল, ২০১৭ দুপুর ২:২৮

ইফতি সৌরভ বলেছেন: AWESOME! My id : iftishourov & I m interested

২০ শে এপ্রিল, ২০১৭ রাত ৮:৫৬

রিফাত হোসেন বলেছেন: ভাল লাগল। :)

৮| ২০ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৫:২১

ডঃ এম এ আলী বলেছেন: ধন্যবাদ

২১ শে এপ্রিল, ২০১৭ দুপুর ২:৩৮

রিফাত হোসেন বলেছেন: :)

৯| ২০ শে এপ্রিল, ২০১৭ রাত ৯:৪১

ধ্রুবক আলো বলেছেন: অনেক দিন দাবা খেলিনা!

২১ শে এপ্রিল, ২০১৭ ভোর ৪:২৫

রিফাত হোসেন বলেছেন: আসুন... হয়ে যাক

১০| ২১ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৩:৩১

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আমি খেলতে পারি না :(

২৩ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৫:৫৫

রিফাত হোসেন বলেছেন: তাহলে কিন্তু আড়ি! ;)

১১| ২১ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৩:৪৭

রাকিব_মাহমুদ বলেছেন: চমৎকার আয়োজন। শুভকামনা।

২৫ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৫:২৮

রিফাত হোসেন বলেছেন: thank you :)

১২| ২২ শে এপ্রিল, ২০১৭ রাত ৩:১৯

সচেতনহ্যাপী বলেছেন: প্রিয় খেলা হলেও অংশগ্রহনে বিরত (হেরে যাবার ভয়ে)।।

২৫ শে এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৬:৩৭

রিফাত হোসেন বলেছেন: না হারলে শেখা যাবে না।

১৩| ২৩ শে এপ্রিল, ২০১৭ ভোর ৫:০৯

হাতুরে গোয়েন্দা বলেছেন: অনেক দিন পর!!

২৫ শে এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৭:১৫

রিফাত হোসেন বলেছেন: হুম.. :)

১৪| ২৩ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৫:৫৬

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: না ইয়ে মানে দাবা খেলতে পারিনা আর্কি :D

২৩ শে এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৬:০৩

রিফাত হোসেন বলেছেন: https://www.chess.com/learn-how-to-play-chess বাংলা ইংরেজি যেটা ভাল লাগে।

কিছুটা জানার পর এগুতে চাইলে ... দাবা প্রারম্ভিক রণ কৌশল বা chess opening strategy
http://www.somewhereinblog.net/blog/rifat/29412961

আরেকটু আগাতে চাইলে .. Chess tactics বা দাবার সাধারণ যৌদ্ধ কলা কৌশল
http://www.somewhereinblog.net/blog/rifat/29414326

যদি আগে থেকে কিছু দেখে ও জেনে থাকেন তাহলে এটাও পড়তে পারেন। ...দাবায় প্রচলিত ভুলগুলো- Click This Link

আরও কিছু লেখা সামুর সার্ভার পরিবর্তন করার সময় বা উন্নত করার সময় হারিয়ে যায় বা বিকৃত হয়, তাই সব লেখা আমার কাছে নাই।

ইচ্ছা থাকলে এগুতে পারেন । :) শুভেচ্ছা

১৫| ২৩ শে এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৬:০৫

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আন্তরিক ধন্যবাদ। আমি চেষ্টা করব।

(অদ্য আসলে বেশি ঝামেলা আছি। উপন্যাস ৩ টা হাতে সাথে ৩ হাজার কবিতা টাইপ করার পণ করছি। কী করব জানি না)

১৬| ২৬ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৫:১৩

রিফাত হোসেন বলেছেন: মাশাল্লাহ :)
ঠিকাছে যদি সময় পান। ভাল থাকুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.