নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাধঁ জোড়ার আওয়াজ > With Great Power, Comes Great Responsibility

রিফাত হোসেন

অন্ধকার প্রভাত...............এই তো ঘুরে ফিরে দিন যায়

রিফাত হোসেন › বিস্তারিত পোস্টঃ

পিৎসা বারংবার! - বেকন পিৎসা

২২ শে এপ্রিল, ২০১৭ রাত ১১:৪৮



দিতাম ইংরেজি নামই কিন্তু কিছু ব্লগার আছে সামুতে, যাদের বাংলা ভাষার প্রতি এত আগ্রহ এর উন্নয়নে যে, ইংরেজি শব্দের পরিবর্তে শুদ্ধ বাংলা চর্চা করছে। তাদের থেকে অনুপ্রাণিত হয়ে বাংলা শিরোনাম। যদিও অদ্ভুত ঠেকাচ্ছে... =p~
ধন্যবাদ ডক্টর আলী সাহেব ও সাইমুম সাহেবকে। সাইমুম সাহেবকে প্রায়ই ভুলে যেতে বসেছিলাম, শব্দ-ভাষা নিয়ে চিন্তা করতেই,সামুর পছন্দের তালিকার পোষ্টগুলি হাতড়াতে থাকি। সামুর এই দিকে অবস্থা খুব খারাপ, গোছানো যায় না ঠিক ভাবে। :(

এই ধরনের ঘরোয়া পিৎসা আগেও করেছিলাম। তবে প্রত্যেকবার পরিবর্তন করার চেষ্টা করি। এক চাচা মিয়ার ফিক্সড খদ্দেরও ছিলাম। তারঁ ব্যবসা এতটাই আসমানে তুলেছিলাম, রাত দিন খাবারের ফরমায়েশ দিতে দিতে, আমাকে বিনামূল্যে খাতির করত। সে আরেক ইতিহাস। ;)
পিৎসার সঠিক বাংলা গুগল এ 'পিজা' আর অভিধানে 'পিৎসা' পেলাম।
যাই হোক ব্যাকরণ থেকে বের হয়ে খাবারের দিকে যাই।

ময়ান কিনে রেখেছিলাম।
পার্চমেন্ট কাগজ দিয়ে কাজের জায়গাকে আপন করে নিলাম। এতে সুবিধা হয় অনেক। যেমন: পরিষ্কার থাকে, মনযোগ থাকে স্বাদনদ্রব্য যোগ করতে।



তার উপর পিৎসা পনির ছিটিয়ে দিলাম।



টমেটো আখনি আগে থেকে দেওয়া ছিল। বেকন(পাখির) কিনে এনেছি।



এই পিৎসার নাম দিতে পারি ''বেকন পিৎসা''। পেয়াজঁ ছাড়া মজা লাগবে না, যদিও গোলাকৃতি কাটা হয় নি।



ঝালের জন্য সংরক্ষিত মরিচ ছিল, তা ব্যবহার করেছি।



সাজানোর জন্য চাইনিজ আখনি আর Mayonnaise দিলাম।



সাজানো শেষ, বাকি কাজ আমার Convection Microwave Oven করে দিবে।



Convection Microwave Oven কে পোষ মানাতে হবে, কারন এর সব কাজ আমি জানি না।


আরেকটা কথা বাংলা অভিধানে রাঁধুনি শব্দটা পাই নাই কেন? অন্য ওয়েবসাইটে পেয়েছি তবে স্বীকৃত নয়। এমনকি হতে পারে বর্তমান বাংলাদেশের বাংলা অভিধানে এই শব্দটি নাই অথবা থাকলেই সব ওয়েবসাইটে একে হালনাগাদ করা হয় নি। তবে বাংলা একডেমরী ওয়েবসাইট থেকে একটা সফটওয়্যার নামালাম সেখানে আবার ''রাঁধুনি'' শব্দটা ''রাঁধুনী''! ঠিকানা-http://banglaacademy.org.bd/ আর যে বানিয়েছে, হয়তো সফটওয়্যার প্রকৌশলী। কারন সে যে কোম্পানীর সাথে হয়ত যুক্ত, তারা আবার শেয়ার বাজার বিষয়ে পয়সার বিনিময়ে সফটওয়্যার ভিত্তিক সেবা দিয়ে থাকে। যাই হোক, বাংলা একাডেমরীর সফটওয়্যার এর বাংলা কপি করা যায় না তবে লেখা যায় হয়ত তা ''জাতীয় বা বিজয় কি বোর্ড'' এর কিন্তু ফন্ট ইউনিকোড এর অবশ্যই নয় এবং খুবই নিম্ন মানের সফটওয়্যার (অনেক শব্দ নাই)। দোষটা হয়ত সম্পূর্ণ প্রকৌশলীর না, এটা হালনাগাদ ভার্সন বের করা হয় নি।
সম্পূর্ণ অভিধানটাকেই ফন্টভিত্তিক অনলাইনে রাখতে পারল না। আফসোস...

সহযোগীতা চাইলে প্রতিদিন আমি ১৫ মিনিট সময় দিতে পারতাম, এমন করে যদি অনেকে এগিয়ে আসে তাহলে একটি অনলাইনে পরিমার্জিত রূপের উপাত্ত-ভান্ডার হয়ে যেত। একটি দল গঠন করতে হবে, যারা সার্বক্ষনিক হালনাগাদে জড়িত থাকবে (বাংলা একাডেমীর অর্থায়নে)। তাদের সাথের সাথী হবে মূল স্বেচ্ছাসেবক দল, যাকে নির্দেশনা বা ব্যবস্থা দিবে প্রথম স্তরের দল।

আসলে কিছু লেখতে গেলে, কিছু প্রকাশ করতে গেলে বিভিন্ন প্রাসঙ্গিক বা অপ্রাসঙ্গিক ব্যাপার উঠে আসে। যেগুলোকে আমি তাড়িয়ে দিতে পারি না, সাথে রাখি।


মূল বিষয়ে ফিরে আসলাম,
আমি খেলাম, পেট ভরে নাই। :)
আমি নিজে কিছু করে খেতে গেলে তৃপ্তি পাই না, যতটুকু মানুষের থেকে পাই। অনেকে বলে থাকে, পাচক নিজে রান্না করা কিছুতে অত স্বাদ পায় না। হয়ত রান্নার সুবাস বা চেখে দেখতে হয় বলে। :)

পুরান ব্লগার যারা আছেন, তারা সাইমুম সাহেবে ব্লগ ঘুরে আসতে পারেন।
http://www.somewhereinblog.net/blog/saimumblog

http://images.clipartpanda.com/pizza-clipart-LTKn4yrTa.gif - কৃতজ্ঞ-শিরোনাম ছবি

মন্তব্য ৯ টি রেটিং +৩/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ২৩ শে এপ্রিল, ২০১৭ রাত ১:২৫

সচেতনহ্যাপী বলেছেন: আমি আজ পুইশাক দিয়ে তেলাপিয়া রান্না করেছি।। গিন্নী শুনে হেসে কুটিকুটি X(( ।।
আসলে ব্লগ আমাকে দেয় সময় কাটানোর আর /মনোভাব প্রকাশের সুযোগ।। এখানে নিজেকে হালকা করতে।। তাই হয়তো সব সিরিয়াস কথায় অংশ নেয়া হয় না।। আমার স্বীকারোক্তি।।

২৩ শে এপ্রিল, ২০১৭ রাত ১:৪০

রিফাত হোসেন বলেছেন: আসলে ব্লগ আমাকে দেয় সময় কাটানোর আর /মনোভাব প্রকাশের সুযোগ।। +++ বক্তব্যে

২| ২৩ শে এপ্রিল, ২০১৭ রাত ২:৩৪

সোহানী বলেছেন: আমি আগে মাঝে মাঝে বানাতাম কিন্তু যে ঝক্কি তাই এখন রেডি পিজ্জা কিনে আনি... ধুর ঝামেলায় যাই না। শুধু খেয়াল রাখি কারা সেল দিচ্ছে এই উইকে............. কারন ২৪ ডলারের বিগ পিজ্জা কিনি ১২ ডলারে সেলে।

২৩ শে এপ্রিল, ২০১৭ রাত ৩:০৮

রিফাত হোসেন বলেছেন: .. :)

৩| ২৩ শে এপ্রিল, ২০১৭ সকাল ১০:০৬

মোস্তফা সোহেল বলেছেন: পিৎসা বানানো এত ঝামেলা , কিনিয়াই খাইব ভাইয়া।

২৩ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৫:৪৭

রিফাত হোসেন বলেছেন: কথা সত্য হলেও আমি নিজের তৈরীকে প্রাধান্য দিয়েছি।
আমিও ঐ পিৎসাওয়ালা চাচামিয়ার লক্ষী ছিলাম, চাচা মিয়া তো তার ব্যক্তিগত মোবাইল নম্বর পর্যন্ত দিয়ে দিয়েছিল। :)

৪| ২৪ শে এপ্রিল, ২০১৭ রাত ২:০৯

ভুয়া মফিজ বলেছেন: কিছু মনে নিয়েন না, বেকন পাখির মাংসের না, শুয়োরের মাংসের হয়।

২৪ শে এপ্রিল, ২০১৭ ভোর ৫:৩৬

রিফাত হোসেন বলেছেন: কিছু মনে করি নাই। :) তবে জানার কিন্তু শেষ নাই। আমার বেকনটি শুকরের নয় বলেই কিন্তু ''(পাখি)'' বলেছি। :)
বাংলা অভিধান এ বেকন এর অর্থ হচ্ছে -
bacon /noun/বেকন; লবণে জারিত শুষ্ক শূকরমাংস; লবণে জারিত শুষ্ক শুকরমাংস। কথা সত্য কিন্তু সাহেব যদি লবণে জারিত শুষ্ক পাখির মাংস হলে, আপনি কি বলবেন?

আপনি কি বলবেন জানি না, তবে আমি বাংলা ব্যতীত অন্য যে সব ভাষা যতটুকু বুঝি, তাতে বেকনই বলা হয়। কিন্তু যদি এটি শুকর এর না হয়ে থাকে তখন অন্য প্রাণীর নাম প্রথমে উল্লেখ থাকে

https://www.fleurymichon.fr/produit/bacon-de-dinde-fume
https://www.wiesenhof-online.de/produkte/frische-gefluegelwurstspezialitaeten/puten-bacon/

আশি করি আপনার ভুল ভেঙে যাবে। :)

৫| ১৯ শে আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৭:০৫

নতুন বলেছেন: পুরিপূন` বাংলায় পিৎসা খাইতে ভালোই লাগিলো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.