নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আসছে সামু দাবা লীগ!- আগের পোস্ট
নতুন করে কিছু বলার প্রয়োজন মনে করছি না। আগের পোস্ট ভ্রমণ করলেই বিস্তারিত পাবেন। খেলোয়াড় এর আকাল পরেছে! সবাই খুব ব্যস্ত। তার মাঝেও কিছু ব্লগার সময় করতে পেরেছে, তাতেই খুশি। ত্রিভুজ,যুথী,সাদী সাহেবরা হয়ত অনুপস্থিত জীবনের প্রয়োজনে তবে, অনুপ্রেরণা হয়ে সর্বদা থাকবে আমাদের মাঝে। আর যারা ব্যস্ততার কারণে সময় দিতে পারছেন না কিন্তু শুভেচ্ছা জ্ঞাপন করেছেন, তাদেরকেও মন থেকে ধন্যবাদ। ব্যস্ততা বিষয়টা আমি বুঝি, যখন আমি কাজ করি, তখন মোবাইলের শব্দও কানে আসে না, অনেকের মনে হয় অন্য জগতের বাসিন্দা! আর যারা পারেন না, তারা চেষ্টা করেন, দেখুন, বুঝুন, পারবেন অবশ্যই, তাদের প্রতি রইল শুভ কামনা।
জিততেই হবে কথা নাই, শুধু বিনোদন বৈ কিচ্ছু নয়। আমি ভাল পারি না, আমি অনেকের কাছে প্রচুর হেরে যাই। যার কাছ থেকে শিখেছি তাকে হারাতে পারলেও, এর বাহিরে আমি খুব কমই জয়রথে উঠেছি। দাবা আপনার চিন্তা শক্তিকে দৃঢ় করবে। অন্তত অপ্রয়োজনীয় ঝগড়া-ঝামেলা, কাজ থেকে অল্প হলেও দূরে থাকতে পারবেন, মন পরিবর্তন হবে। হারলে মন খারাপ করতে হবে না, হারলে কিছু যায় আসবে না। খুব বেশি হলে রেটিং কমবে, যার মূল্য তেমন নেই, আপাতত। হয়ত উচ্চ শিখরে উঠলে এর মূল্যমান যাচাই করার দরকার পরবে। আর না হারলে, না হোচঁট খেলে জীবনে বা দাবায় কিছুই শেখা যায় না। অনেকে আবার বারবার ভুল করে, শুধরাতে সময় লাগে, যেমন আমি। অনেকে দ্রুত আয়ত্ব করে, অনেকে ধীরে। ইচ্ছা শক্তি একটি বড় জিনিস। যা ছোয়া যায় না, অনুভব করা যায়, ফলভোগ করা যায়।
এ পর্যন্ত যারা আগ্রহ প্রকাশ করেছেন: (ব্লগ পরিচয় ও chess.com id)
বঙ্গভূমির রঙ্গমেলায় - banglavoice
ইফতি সৌরভ - iftishourov
সামু দাবা গ্রুপ অনেক পুরনো চেস.কম এ আছে
২৫ তারিখ ১টা পর্ব হবার কথা ছিল, আগের পোস্ট অনুযায়ী। কিন্তু খেলোয়াড় সংখ্যাকে বিবেচনা করে পরিবর্তন করা হয়েছে।
খেলার দিন ধার্য করা হয়েছে::ঢাকা সময়::২৬-০৪-২০১৭ বুধবার ১৯০০-২৩০০ ঘটিকা (বিকাল৭টা থেকে রাত ১১টা) বুধবার
chess.com রেজিস্ট্রেশন করবেন, গ্রুপের লিংক দেওয়া আছে। আগে থেকে আই ডি থাকলে তো ভাল। ব্লগে আপনার চেস.কম আইডি মন্তব্যের মাধ্যমে জানাতে হবে। একই রাখার চেষ্টা করবেন,তাতে আইডেন্টিফাই করতে সুবিধা হবে।
খেলার দিন অথবা আগের দিন গেইম ফর্ম ছাড়া হবে,ঢুকে যাবেন https://www.chess.com/live#t=825861 অথবা লাইভে। তাছাড়া পোষ্ট এবং চেস.কম সামু দাবা গ্রুপেও পোষ্ট করা হবে। একমাত্র সামু গ্রুপের সদস্যরাই খেলতে পারবেন।
সময়:: ১৫ বা ২০ মিনিট হবে। দুই পক্ষ মিলে সর্বোচ্চ ৩০ বা ৪০ মিনিট
পরিক্রমা/round:: হবে ২টি বা ৩টি।
যেহেতু chess.com এ live ভিত্তিক খেলা তাই সেখানকার swiss round পদ্ধতিতেই খেলা হবে। সেখান প্রত্যেক পরিক্রমায়/round, প্রত্যেক খেলোয়াড় ১ বার করে খেলার সুযোগ পাবেন। যত্ক্ষণ পরিক্রমা আছে ততক্ষণ, যারা হেরে যাবেন তারাও খেলে যাবেন। একারনেই Robin round & knock out পদ্ধতি থেকে জনপ্রিয়। সবাই খেলার সুযোগ পায়। Swiss events are non-elimination বলে প্রচলিত, যদিও বেজোড় বাদ পরে যায়। আর ১ বার যার সাথে খেলা হয় তার সাথে ২য় বার খেলার সুযোগ থাকে না । হার-জিত এ যতগুলি পয়েন্ট যোগ হয় তা দিয়েই শীর্ষ খেলোয়াড় বাছাই হয়। কিন্তু chess.com বিশুদ্ধ swiss পদ্ধতি অনুসরণ করে না। কেন করে না, আমি জানি না, হয়ত খেলোয়াড় সংখ্যা নিয়ে কোন ব্যাপার আছে। যৌথ বিজয়ী হবার সম্ভাবনাও আছে। আরও জানতে চেস.কম ভ্রমণ করুন। যেভাবেই হোক, সেটা আমরা চেস.কম প্রোগ্রাম অনুযায়ী করলেই হবে, যেহেতু আমরা বিনোদন এর জন্য করছি। chess.com লাইভ রেটিং অনুযায়ী প্রতিপক্ষ, সাদা কাল রং পাওয়া যাবে, রং পরিবর্তন হবে, এক থাকবে না রাউন্ড প্রতি তবে ব্যতিক্রম হলেও হতে পারে।
যথা সময়ে অনলাইনে chess.com এ থাকার চেষ্টা করবেন। সময়টা বলছি ২৬-০৪-২০১৭ বুধবার ১৯০০-২৩০০ ঘটিকা (বিকাল৭টা থেকে রাত ১১টা)
দাবা খেলা হারাম না হালাল, এই নিয়ে কেউ আশা করি তর্ক জুড়ে দিবেন না। প্রতিরক্ষার জন্য অস্ত্র প্রয়োজন এখন আপনি অস্ত্র দিয়ে কি করতে চান, আপনার বিবেচনা। তেমনি এটি খেলা যা বিনোদনের জন্য।
অন্য কোন ভুল করে থাকলে, সংশোধন করা হবে। আমি সেকেলে মানুষ, chess.com এ কয়েক বছরের আগের নিয়ম পরিবর্তন হতে পারে, সুইস নিয়মও পরিবর্তন হতে পারে।
২৫ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৪:৩৭
রিফাত হোসেন বলেছেন: chess.com রেজিস্ট্রেশন করবেন, গ্রুপের লিংক দেওয়া আছে। আগে থেকে আই ডি থাকলে তো ভাল। ব্লগে আপনার চেস.কম আইডি মন্তব্যের মাধ্যমে জানাতে হবে। একই রাখার চেষ্টা করবেন,তাতে আইডেন্টিফাই করতে সুবিধা হবে।
খেলার দিন অথবা আগের দিন গেইম ফর্ম ছাড়া হবে,ঢুকে যাবেন https://www.chess.com/live#t=825861 অথবা লাইভে। তাছাড়া পোষ্ট এবং চেস.কম সামু দাবা গ্রুপেও পোষ্ট করা হবে। একমাত্র সামু গ্রুপের সদস্যরাই খেলতে পারবেন।
©somewhere in net ltd.
১| ২৫ শে এপ্রিল, ২০১৭ সকাল ৮:৩০
নাইম রাজ বলেছেন: আমি খেলতে চাই।