নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি রিফাত খারাপ

আমি রিফাত খারাপ › বিস্তারিত পোস্টঃ

এ কেমন স্বাধীনতা ????

১৫ ই ডিসেম্বর, ২০১৪ দুপুর ২:৩৮

শামসুর রহমান বেঁচে থাকলে কবিতার লাইনগুলো যেরকম হতো:

স্বাধীনতা তুমি পতিতার ব্রা, পেন্টি
স্বাধীনতা তুমি কুকুরের প্রিয় ন্যাংটি
স্বাধীনতা তুমি পতিতার সুউচ্চ বুক
স্বাধীনতা তুমি জুতায় পতাকা দলার সুখ।

৩৬৪ দিন একটা মেয়েকে ধর্ষন করে ১দিন সুন্দর করে উন্নত সাবান শ্যাম্পু দিয়ে গোসল করিয়ে আকর্ষণীয় দামী পোশাক পরিয়ে ফ্রগ বা অন্য কোন অতি উন্নত মানের পারফিউম শরীরে ছিটালেও যেমনি তার কুমারিত্ব আর ফিরে আসবেনা, তেমনি সারা বছর বিদেশী সংস্কৃতি নিয়ে মেতে থেকে, বিদেশী কুত্তাদের পা চেঁটে বছরের ৩_৪টা দিন (১লা বৈশাখ, ২১শে ফেব্রুয়ারি, ২৬শে মার্চ, ১৬ই ডিসেম্বর) আমি বাঙালী বাঙালী চিত্কার করলেই বাঙালী হওয়া যায় না ।।। ফেসবুকের প্রোফাইলে জাতীয় পতাকা দিয়ে বিশ্বরেকর্ড করে বাঙালিত্ব দেখাচ্ছেন । কোথায় থাকে আপনার বাঙালিত্ব??? যখন স্বাধিনতার ৪০_৪৩ বছর পরও ১১ হাজার নেতা কর্মী মুক্তিযোদ্ধা খেতাব পায়, নিজের সন্তানদের ভালো চাকরি দেওয়ার জন্য তখন কেন আপনি চুপ থাকেন,যার কারণে আপনার চাকরিটা হয়না??? কোথায় থাকে আপনার বাঙালিত্ব যখন ৯৭ কোটি টাকা খরচ করে সঙ্গিত গাওয়া হয় আর সত্যিকারের মুক্তিযোদ্ধারা এই দুর্বিষহ শীতে একটা ছেড়া লুঙ্গি গায়ে পেচিয়ে শীত নিবারণের চেষ্টা করে ব্যার্থ হচ্ছে ??? কোথায় থাকে আপনার মনুষ্যত্ব_ বাঙালিত্ব যখন একটা পথশিশু দাঁতের উপর দাঁত চেপে থরথর করে কাঁপছে ।।। সারাবছর শুনলেন Baby Doll, আর এখন কয়েকটা দিন @এক সাগর রক্তের বিনিময়ে গান শুনলেই আপনি বড় দেশপ্রমিক হয়ে গেলেন??? আবার দেখা যাবে ১৬ তারিখে ফুল দিতে গিয়ে সেকি কাণ্ড ।।। তাই আবার ফুল দিলেতো হয়, আগে সবচেয়ে ভালো ফুলটা গার্ল ফ্রেন্ডস এর জন্য রেখে দেই। এমন বাঙালি পরিচয় দিতে কি আপনার লজ্জা বোধ করে না?????

মন্তব্য ৯ টি রেটিং +৩/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ১৫ ই ডিসেম্বর, ২০১৪ দুপুর ২:৪৯

যোগী বলেছেন:
এই সব ছবি কই পান?
সারা দিন কত সময় ধরে এই সব খুঁজে বেড়ান?
নাকি বলবেন ফেসবুকে এমনিতেই চোখে পড়ে গেছে, আপনি ইচ্ছা করে দেখতে চাননি?

পতিতারা দেশের পতাকা নিয়ে ছবি উঠাইলেইবা আপনার সমস্যা কি?

২| ১৫ ই ডিসেম্বর, ২০১৪ বিকাল ৩:০১

ফয়সাল হুদা বলেছেন:
ক্ষোভগুলোর সাথে অনেকাংশে একমত -

'স্বাধীনতা তুমি' কবিতার প্যারোডি টা মূছে ফেলার অনুরোধ রইলো..

কি লিখছেন ভেবে দেখেছেন?ধরে নিচ্ছি খুব ক্ষোভ থেকে লিখছেন বলে খেয়াল করতে পারেননি।
অনুরোধটা বিবেচনা করবেন....

৩| ১৫ ই ডিসেম্বর, ২০১৪ বিকাল ৩:১১

সোহানী বলেছেন: সহসত @ফয়সাল হুদা ।

কবিতার সাথে আপনার লিখাটা মানানসই নয়। তবে আপনার ক্ষোভটা যথাযথ।

৪| ১৫ ই ডিসেম্বর, ২০১৪ বিকাল ৩:১৪

েনাঙর বলেছেন: যোগী মহোদয় ছবিগুলোেকে মিথ্যা প্রতিপন্ন করুন। এইটা আমার সোনার বাংলাদেশ। কাউকে জুতার তলায় পতাকা মাড়ানোর জন্য অধিকার দেওয়া হয়নি। লক্ষ শহীদের রক্ত আকা আমাদের এই পতাকা।

৫| ১৫ ই ডিসেম্বর, ২০১৪ বিকাল ৩:৩১

ইমতিয়াজ ১৩ বলেছেন: সহমত @ফয়সাল হুদা ।

কবিতার সাথে আপনার লিখাটা মানানসই নয়। তবে আপনার ক্ষোভটা যথাযথ।

৬| ১৫ ই ডিসেম্বর, ২০১৪ বিকাল ৩:৪৫

চলতি নিয়ম বলেছেন: লেখকের আসল সমস্যা টা হইলো

(১লা বৈশাখ, ২১শে ফেব্রুয়ারি, ২৬শে মার্চ, ১৬ই ডিসেম্বর) নিয়ে

৭| ১৫ ই ডিসেম্বর, ২০১৪ বিকাল ৪:১০

গল্পসল্প বলেছেন: মনে আগুন ধরিয়ে দিরেন সাথে মনের কথা গুলো উচ্চ স্বরে বলে দিলেন । আপনার লেখা আমার প্রোফাইলে পেষ্ট করলাম। অসাধারন সেলুট

৮| ১৫ ই ডিসেম্বর, ২০১৪ বিকাল ৫:০৫

অেসন বলেছেন: আপনার লেখার উদ্দেশ্য কি? স্বাধীনতাকে ছোট করে দেখানোটাই আপনার উদ্দেশ্য।
কিছু কিছু নেতিবাচক ঘটনাকে তুলে ধরে স্বাধীনতাকে কলংকিত করা যায় না।
মুক্তিযোদ্ধারা কিছু পাওয়ার আশায় যুদ্ধ করে নাই। স্বাধীনতা বাংলাদেশকে অনেকদূর
এগিয়ে এনেছে। ইতিবাচক দৃষ্টিতে দেখার চেষ্টা করুন, অনেককিছু দেখতে পাবেন।

৯| ১৫ ই ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:১৯

দ্যা আহমেদ মামুন বলেছেন: আপনি হয় ফেরেস্তা
নয় শয়তান

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.