নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি রিফাত খারাপ

আমি রিফাত খারাপ › বিস্তারিত পোস্টঃ

যুবতী রমনী

২৩ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ২:১৪

(শিক্ষনিয় ঘটনা) গ্রামের এক যুবতী রমনী একটু দূরের এক কূয়া থেকে পানি তুলছিল । পাশ দিয়ে এক দরবেশ হেঁটে যাচ্ছিল । যুবতীকে দেখে তার মনে হল , এই নারী জাতির মাঝে এমন কি শক্তি , কৌশল ও ছলনা রয়েছে , যা দ্বারা তারা , বাদশাকে ফকির , বীরকে ভীরু , আলেমকে জাহেল , পাথরকে "মোম" , বৃদ্ধকে "যুবক" বানিয়ে ইচ্ছে মত খেলাতে পারে । তখন দরবেশ এসে তার মনের কথা গুলো ঐই যুবতীকে বললো । দরবেশের কথা শুনে যুবতী তার শাড়ীর অর্ধেক খুলে ফেললো । চুলগুলো এলোমেলো করে , আমাকে বাঁচাও বাঁচাও বলে চিত্কার জুড়ে দিল । দরবেশ তখন মেয়েটিকে বললো মা আমি তোমার কাছে একটা জিনিস জানতে চাইলাম , আর তুমি কিনা আমার সাথে ছলনা করে , আমাকে এখন মানুষের হাতে মার খায়াবে । তিনি কেঁদে ফেললেন , এবং বললেন এটাই কি তোমার আসল রূপ । ঐ দিকে লোকেরা লাঠি নিয়ে ছুটে আসছে । যখন মেয়েটি লোকদের ছুটে আসতে দেখল , তখন সে কূয়া থেকে এক বালটি পানি তুলে সাথে সাথে নিজের শরীরটাকে ভিজিয়ে নিলো । এবং দরবেশের কাপরটা কিছু ভিজিয়ে দিল । এবং জোরে জোরে হাপাতে লাগলো । লোকেরা এসে জিঞ্জাসা করলে । মা তোমার কি হয়েছে ? মেয়েটি বললো আমি কূয়াতে পরে গিয়ে চিত্কার করছিলাম তখন এই দরবেশ হুজুর আমাকে কষ্ট করে কূয়া থেকে উঠিয়েছেন । তা না হলে আমি তো আজ মারাই যেতাম । তখন লেকেরা দরবেশকে বাড়ি নিয়ে অনেক আপ্যায়ন ও সম্মান করলো । যখন তিনি চলে আসবেন তখন মেয়েটি এসে বললো হুজুর আপনার প্রশ্নের উত্তর কী পেয়েছেন ? । নারী জাতীরা এই ভাবেই পুরুষদেরকে শিকার করে থাকে । তাই সব সময় নারীদের থেকে দুরে থাকবে । [তবে ইসলাম যতটুক অনুমতি দেয়] । নাগিনীর 'ছোবল' খেয়েও অনেক মানুষ বেঁচে যায় । কিন্তু ছলনাময়ী নারীর 'ছোবলে' বেঁচে থাকা বড় দায় । ইমান , আমল , জান , মাল , পিতা মাতা সব কিছু শেষ হয়ে যাবে । অতয়েব ! সাবধান ! ! সাবধান ।

মন্তব্য ৭ টি রেটিং +১/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ২৩ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ২:২৯

রাজীব নুর বলেছেন: হুম...

২| ২৩ শে ডিসেম্বর, ২০১৪ বিকাল ৩:০১

সরদার হারুন বলেছেন: এমন বস্তা পচা গল্প এক সময় রাস্তা ঘাটে পাওয়া যেতো এখন ব্লগেও দেখলাম ।

ধন্যবাদ ভাল থাকবেন ।

৩| ২৩ শে ডিসেম্বর, ২০১৪ বিকাল ৩:০৬

ডরোথী সুমী বলেছেন: নারী বাঁচাতেও পারে আবার ফাঁসাতেও পারে। সুতরাং সাবধান! মোটেও অবহেলা করা যাবেনা। ভাল থাকুন।

৪| ২৩ শে ডিসেম্বর, ২০১৪ বিকাল ৩:১২

নিলু বলেছেন: আপনি কি নষ্টা নারী / নষ্টা পুরুষ গল্পটি পড়েছেন , লিখে যান

৫| ২৩ শে ডিসেম্বর, ২০১৪ বিকাল ৩:১৩

আহলান বলেছেন: নারী - ছলনাময়ী

৬| ২৩ শে ডিসেম্বর, ২০১৪ বিকাল ৪:২৫

নতুন বলেছেন: ঠিক আছে আপনার গল্প পড়লাম...

একটা জিনিস ভুলে যান এই সব গল্প বলার সময়...

দুনিয়ার সব মা ই নারী.....

আমার বোন/মা/স্ত্রী/নানী/দাদী/ফুফু/খালা/শাশুড়ী....

এতো নারী আপনার পাশে থাকতে এই গল্পের মতন নারী কয়জন পেয়েছেন এই পযন্ত???

যুবতীকে দেখে তার মনে হল , এই নারী জাতির মাঝে এমন কি শক্তি , কৌশল ও ছলনা রয়েছে , যা দ্বারা তারা , বাদশাকে ফকির , বীরকে ভীরু , আলেমকে জাহেল , পাথরকে "মোম" , বৃদ্ধকে "যুবক" বানিয়ে ইচ্ছে মত খেলাতে পারে ।

নারী কখন বাদশাকে ফকির/বীরকে ভীরু/...... বানালো একটু উদাহরন দেবেন কি?

কিছু ছলচরিত্রের নারীর জন্য এই ভাবে সব নারীর উপরে গল্প বানানো নারী প্রতি অসন্মানেরই প্রকাশ...

৭| ২৩ শে ডিসেম্বর, ২০১৪ বিকাল ৪:২৮

লাজুক ছেলে...... বলেছেন: রুবেল বাবাজী মনে হয় বুঝতেছে কিছুটা এখব হ্যাপী রে নিয়া

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.