![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অভাগা বাংলাদেশ!!!
হতভাগা বাংলাদেশী!!!
পেলনা যোগ্য স্বরাষ্ট্রমন্ত্রী।
বাবার কোলে একটি শিশু সন্ত্রাসীর গুলিতে মারা গেল স্বরাষ্ট্রমন্ত্রী বললেন আল্লা‘র মাল আল্লায় নিয়ে গেছে।
আরেক স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন যিনি প্রতিনিয়ত আশার বানী শুনাতেন তিনি এখন জেলে অপরাধী হিসেবে।
সাগর-রুনি নিজ বাসায় হত্যা হলো স্বরাষ্ট্রমন্ত্রী বললেন আমরা কারো বেডরুম পাহারা দেবার দায়িত্ব নেই নি।
রানা প্লাজার পিলার ধরে হরতালকারীদের ঝাকাঝাকিতে রানা প্লাজা ধ্বসে গেছে স্বরাষ্ট্রমন্ত্রী প্রমানও দিতে চাইলেন।
আর গত ২৬ তারিখ সন্ধ্যার দিকেই আরেক স্বরাষ্ট্রমন্ত্রী ঘোষনা করলেন পাইপের ভিতর জিহাদ নেই। তাহলে কি পরে কেউ জিহাদের লাশ পাইপের ভিতর রেখেছিলো, আপনরা কাছে প্রশ্ন স্বরাষ্ট্রমন্ত্রী??
আপনি কিসের ভিত্তিতে এমন ঘোষনা করলেন???
স্বরাষ্ট্রমন্ত্রী টেলিভিশনের ক্যামেরা দেখলেই অভিনেতা হয়ে যেতে মন চায় তাই না। আপনি নাটক প্রযোজনা শুরু করুন। আপনাকে এক নাটকেই নাটকের হিরো, হিরোর বাবা, হিরোর চাচা, হিরোর দাদা, হিরোর বড় বাবা, হিরোর বড় দাদা সবগুলো চরিত্র বানিয়ে কেবল আপনাকেই দেখাতে পারবে এমন ডিরেক্টর আছে। লেগে যান এই কাজে। আজ ষোলকোটি মানুষ আপনার স্বরাষ্ট্রমন্ত্রী নামে থুথু ফেলছে কেউ আবার থুথু ফেলতেও চাচ্ছেনা।
হায় বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী!
হায় অভাগা বাংলাদেশ !
বাংলাদেশ সেনাবাহিনী অনেক দক্ষ জিহাদ উদ্ধার ব্যাপারে তাদের কোন উদ্যোগ দেখলাম না।
কোথায় ২০ দলীয় ঐক্য জোট। তাদের কোন সমবেদনাও দেখলাম না।
ষোলকোটি মানুষ শিশু আবাল বৃদ্ধ সবাই টিভি পর্দার সামনে বসে আছে জীবত অথবা মৃত জিহাদ উদ্ধার দেখার জন্য।
সরকারী কর্মকর্তা কর্মচারীদের ৬৫% বেতন বৃদ্ধি হবে আর ভোগান্তিতে পড়বে ষোল কোটি মানুষ।
এই অথর্ব সরকারী কর্মকর্তা কর্মচারীদের বেতন যা আছে তার থেকে ৩৫% কেটে নিয়ে ইনফার্সটেকার ডেভলোপমেন্টের সরঞ্জামাদী কিনার আহবান জানাচ্ছি। অফিসে যায় খায় ঘুমায় আর সরকারী ফোন ব্যবহার করে শালীর বাসায় কি কি রান্না হয়েছে সে গল্প করে। সরকারী কর্মকর্তা-কর্মচারীদের বেতন বৃদ্ধি না করে বেতন কর্তনের ব্যবস্থা নিন। দেশের টাকা অলস মস্তিস্ক সম্পন্ন মানুষদের পিছনে খরচ করবেন না।
©somewhere in net ltd.
১|
২৮ শে ডিসেম্বর, ২০১৪ বিকাল ৪:৪০
নুর ইসলাম রফিক বলেছেন: সরকারী কর্মকর্তা কর্মচারীদের ৬৫% বেতন বৃদ্ধি হবে আর ভোগান্তিতে পড়বে ষোল কোটি মানুষ।
এই অথর্ব সরকারী কর্মকর্তা কর্মচারীদের বেতন যা আছে তার থেকে ৩৫% কেটে নিয়ে ইনফার্সটেকার ডেভলোপমেন্টের সরঞ্জামাদী কিনার আহবান জানাচ্ছি। অফিসে যায় খায় ঘুমায় আর সরকারী ফোন ব্যবহার করে শালীর বাসায় কি কি রান্না হয়েছে সে গল্প করে। সরকারী কর্মকর্তা-কর্মচারীদের বেতন বৃদ্ধি না করে বেতন কর্তনের ব্যবস্থা নিন। দেশের টাকা অলস মস্তিস্ক সম্পন্ন মানুষদের পিছনে খরচ করবেন না।
দারুন বলেছেন।