নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সতে্যর িবজয়

সতে্যর িবজয়

right pen

fdgfdg

right pen › বিস্তারিত পোস্টঃ

ষড়যন্ত্র

০৪ ঠা এপ্রিল, ২০১৩ বিকাল ৪:১৫

“প্রনবের সাথে দেখা করাতে নিয়ে রাস্তায় গ্রেনেড বিস্ফোরনে খালেদা জিয়াকে হত্যা করা হবে” এমন একটি ভয়াবহ গোয়েন্দা রিপোর্ট পেয়ে বিএনপি চেয়ারপারসন ভারতের রাষ্ট্...রপতির সাথে সাক্ষাৎ বাতিল করলেন।সুত্র জানায়, মূল পরিকল্পনাটি ভারতীয় গোয়েন্দা সংস্থার। জামাত-বিএনপির টানা তিন দিনের হরতালের মধ্যে হাই রিস্ক নিয়েই প্রনব বাবু ঢাকায় আসেন। এ সফরের মূল টার্গেট ছিলো- “বাংলাদেশের আগামী দিনের ক্ষমতার পথ পরিস্কার করা। আর তা খালেদা জিয়াকে হত্যার মাধ্যমে!” পরিকল্পনা অনুযায়ী হরতালকারীদের দমনের নামে ”বেনজির ভুট্টোর ষ্টাইলে” কাওরান বাজার এলাকায় খালেদা জিয়ার গাড়ির ওপরে হামলা করা হবে। ব্যাপক গোলাগুলি মধ্যে টার্গেট করে গ্রেনেড ও গুলি করে জিয়াকে হত্যা করা হবে। আর তাবৎ দোষ দেয়া হবে জামাত-শিবিরের ওপর। সোনারগাও হোটেলে বসে দীর্ঘদিন ধরে ভারতীয় গোয়েন্দা সংস্থা এ পরিকল্পনার রেকি ও রিহার্সেল করে। রাষ্ট্রপতি জিয়া হত্যাকান্ডের মতই আগে থেকে শেখ হাসিনাকে জড়িত করা হয়। ডিজিএফআইর কাউন্টার ইন্টিলিজেন্সের কিছু কর্মকর্তা এ সংক্রান্ত একটি মেসেজ গত শনিবার দ্রুততার সাথে খুব গোপনে বিএনপির কাছে হস্তান্তর করে।এর পরেই খালেদা জিয়া ও তার নীতিনির্ধারগণ তরিৎ সিদ্ধান্ত নেন- নিরাপত্তজনিত কারনে প্রনবের সাথে সাক্ষাৎ বাতিল করার। বিএনপি রাজনীতির ক্ষেত্রে অত্যন্ত চ্যালেঞ্জিং এ সিদ্ধান্তটি নিতে হয় খালেদা জিয়ার প্রাণ রক্ষার বিনিময়ে। মাস তিনেক আগে সপ্তাহব্যাপী ভারত সফর করে এসেছেন বেগম জিয়া। এতে বিএনপির সাথে ভারতের সম্পর্ক উন্নয়নের চেষ্ট হয়েছে, এমনকি রাষ্ট্রপতি প্রনব মুখার্জীর সঙ্গে গুরুত্বপূর্ন আলোচনা হয় খালেদার। এত অল্প সময়ের ব্যবধানে প্রনব মুখার্জীর বর্তমান সফরটি বিরোধী দল কতৃক পুরোপুরি বয়কট করাকে বিএনপির একটি শিষ্টাচার বহির্ভুত কাজ হিসাবে কোথাও কোথাও সমালোচিত হচ্ছে। তবে সরকারের পক্ষ থেকে আশ্বস্ত করা হয়েছিলো, প্রয়োজন বোধে পর্যাপ্ত নিরাপত্তার বন্দোবস্ত করা হবে। কিন্তু এলার্টের মাত্রাটি বিবেচনা করে সে আশ্বাসে আস্থা রাখতে পারেনি বিএনপি। মোটকথা, সবকিছু বিবেচনা করেই খালেদা জিয়ার জীবনের ওপরে কোনো ঝুঁকি নিতে রাজী হননি বিএনপির নীতি নির্ধারকরা। এভাবেই বাংলাদেশ সেনাবাহিনীর কিছু দেশপ্রেমিক অফিসারের প্রচেষ্টায় ভন্ডুল হয়ে যায় RAW এর বাংলাদেশ ধংসকারী পরিকল্পনাটি।See more

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.