নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সতে্যর িবজয়

সতে্যর িবজয়

right pen

fdgfdg

right pen › বিস্তারিত পোস্টঃ

রেফারির ভুমিকায় থেকে গোল দিবেন না : ৭১ টিভিকে অ্যাড. তাজুল

২০ শে এপ্রিল, ২০১৩ রাত ১০:০৫

========================================

‘দেশব্যাপী জামায়াত-শিবির তান্ডব চালাচ্ছে’ বলে ৭১ টিভির উপস...্থাপিকা আজকের রাত ৮টার টকশোতে মন্তব্য করলে অ্যাডভোকেট তাজুল ইসলাম বলেন, ‘রেফারির ভুমিকায় থেকে গোল দিবেন না। রেফারির আসনে বসে শুরুতেই যদি কোন রকম প্রমাণ ছাড়া সিদ্ধান্ত দিয়ে বসেন জামায়াত-শিবির তান্ডব চালাচ্ছে- তা মোটেই নিরপেক্ষ নয়। নির্বচারে গণহত্যা তথা নজিরবিহীন রাষ্ট্রীয় সন্ত্রাসের মোকাবেলায় গ্রাম-গঞ্জের লাখো লাখো নারী-পুরুষের জেগে উঠাকে তান্ডব বলাটা কতটুকু যথার্থ?



এক্ষেত্রে ৭১ এর উপস্থাপিকা বলেন, সরকার ও পুলিশের দেয়া তথ্য প্রতিষ্ঠিত সত্য হওয়ায় গণমাধ্যম তা প্রচার করতে বাধ‌্য। জবাবে অ্যাড. তাজুল প্রশ্ন রাখেন, কোনো রকম যাচাই-বাছাই ছাড়াই রাষ্ট্রীয় প্রপাগান্ডাকে মিডিয়া প্রতিষ্ঠিত সত্য প্রচার করতে বাধ্য?

তিনি বলেন, স্বচ্ছ বিচার হলো তিনি আসামী পক্ষের আইনজীবী না হয়ে কোনো রকম পারিশ্রমিক ছাড়াই প্রসিকিউটর হিসেবে কাজ করতেন। অভিযুক্ত সবাইকে বিচারের আওতায় না এনে শুধু একটি রাজনৈতিক দলকে নির্মূলের লক্ষ্যে তার নেতৃত্বকে বিচার প্রশ্নবিদ্ধ। তিনি আরো বলেন, বিচার প্রক্রিয়ার শুরু থেকেই আমরা স্বচ্ছতার অভাবের কথা বলে আসছি। মাওলানা সাঈদীর বিচারের ক্ষেত্রে প্রসিকিউশনকে সাড়ে ৯ মাস সময় দেয়া হলেও আসামী পক্ষকে দেয়া হয়েছে মাত্র ১ মাস ১০ দিন। সাক্ষীদেরকে আদালত প্রাঙ্গন থেকে সরকারের বাহিনী গুম করেছে।See more

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.