![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি আল্লামা আহমদ শফি (দা:বা এর এক সুন্দর ওয়াজ সুনছিলাম।
তিনি এক শানে রেসালত সম্মেলনে ওয়াজ করতেছেন,
“হযরত ওমর (রা শাসন আমলে একটি এলাকা বিজয় করার জন্য এক...দল যোদ্ধা পাঠালেন। তারা বেশ কয়েক দিন যুদ্ধ করলেন, কিন্তু কোন ভাবেই বিজয়ী হতে পারছেন না। ঐ যোদ্ধের সেনাপতি হযরত ওমরকে বার্তা পাঠালেন আরো কিছু যুদ্ধা পাঠানোর জন্য। কিন্তু হযরত ওমর ঐ সেনা পতির বার্তা প্রত্যাখান করলেন এবং বললেন তারা এমন একটা সুন্নত পরিত্যাগ করতেছে যার কারনে যুদ্ধে জয়ী হতে পারছেন না। হযরত ওমর ঐ সুন্নত পালনের নির্দেশ দেন। সেনা পতি এই খবর পাওয়ার পর সবাইকে ডেকে পরামর্শ করল তাদের কি সুন্নত বাদ যাচ্ছে। তখন এক জন বলল আমরা মেছওয়াক করতেছিনা। তখন সবাই মোছওয়াক করা আরম্ব করল। তখন কাফেরদের পক্ষ বলাবলি করতেছে তারাতাড়ি স্যালেন্ডার করি, এরা যে ভাবে দাত দারাচ্ছে আমাদের কে জ্যান্ত খেয়ে ফেলবে।এর পর বিনা যুদ্ধে মুসলমান বাহিনী ঐ অঞ্চল বিজয় করে ঘরে ফিরে য়ায়”।
হুজুরের কাছে আমার প্রশ্ন "তরবারি রাখার মত গুরুত্ব পুর্ণ সুন্নত মনে হয় আমরা বর্জন করতেছি” এটাও একটা কারন হতে পারে।
হুজুরের কাছে আমার আবেদন, আপনি বর্তমান বিশ্বে শীর্ষ কয়েক জন আধ্যাক্তিক ব্যাক্তির মধ্যে অন্যতম, আমরা কি বর্জন করতেছি? আপনি আধ্যাক্তিকতার মাধ্যে জেনে আমাদের কে আরেক বার যুদ্ধে যাওয়ার অনুমতি দেন…
আমার বিশ্বাস আমাদের যুদ্ধ করা লাগবেনা, আমরা আসতেছি এই কথা শুনে শেখ হাসিনা ঐ কাফের বাহিনীর মত আর্তসমর্পন করবে ইনশআল্লাহ…
©somewhere in net ltd.