নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যা-ই লিখি, কাঠবিড়ালীর মত এখানে জমিয়ে রাখি। https://rimsabrina.blogspot.com/
১
পটলের দোলমা দিয়ে ভাত খেতে খেতে আমি,
তোমার রূপোর গ্লাসে রাখা চাঁদের আলোয় দিলেম এক চুমুক;
আর অমনি হয়ে গেলাম উথাল পাথাল পূর্নিমা।।
২
বাম হাতটাকে কেতরে বেকিয়ে ডান চোখটা ট্যারা করে,
ফার্মগেটের ট্রাফিক সিগনালে আসন গেড়েছি;
বিরক্ত লুলা ফকিরের পাশে আমি এক শখের ভিখারী।।
৩
দোকানদার মহিলাকে প্রায় বুঝিয়ে এনেছে আমি নাকি ভাল জাতের মরিচ চারা,
কেন কেউ বোঝে না আমি যে হতে চাই অশ্বথ বৃক্ষ;
থাকব গৌতমের অপেক্ষায়, ভাতের সাথে নাকে পানি আসা ঝাল হবার জন্যে নয়।।
২৭ শে জুন, ২০১৮ দুপুর ১:৩৯
রিম সাবরিনা জাহান সরকার বলেছেন: ভালো বলেছেন.. । এমনই তো চেয়েছিলেম।
২| ২৭ শে জুন, ২০১৮ দুপুর ১:২৫
ফেনা বলেছেন: হুম। ভাল লাগল।
২৭ শে জুন, ২০১৮ দুপুর ১:৩৭
রিম সাবরিনা জাহান সরকার বলেছেন: এই কবিতা ভাল লাগার উদ্দেশ্যে লেখা হয় নাই। এর উদ্দেশ্য গাত্রদাহ ঘটানো। হাহা ..।।
৩| ২৭ শে জুন, ২০১৮ দুপুর ১:২৮
আঁধার রাত বলেছেন: অনেক সুন্দরী কবিতা অথবা অনুকাব্য।
আমি অভিভুত আবেগে আপ্লুত, ভাবছি অনুকাব্যটা লেমিনেটিং করে বাংলা একাডেমীর দেওয়ালে ঝুলায়ে দেব
২৭ শে জুন, ২০১৮ দুপুর ১:৩৬
রিম সাবরিনা জাহান সরকার বলেছেন: উড়াধুরা কবিতার ক্ষমতাই আলাদা। একটা মাইরালা ইফেক্ট কাজ করে। পড়লেই মনে হয় কচু গাছে ফাঁস খাই।
৪| ২৭ শে জুন, ২০১৮ দুপুর ১:৪৫
ঋতো আহমেদ বলেছেন: ২ আর ৩ ভালো হইছে। ১ এ, যেহেতু 'দিলুম' সেহেতু 'গেলুম' হওয়ার ছিল। ++
পূনশ্চ:: আপনার নাম কোনটা/কয়টা --
১) রিম
২) সাবরিনা
৩) জাহান
৪) সরকার
২৭ শে জুন, ২০১৮ বিকাল ৩:১৬
রিম সাবরিনা জাহান সরকার বলেছেন: ধন্যবাদ। সবটাই নাম, ইখতিয়ার উদ্দিন মুহাম্মদ বখতিয়ার খিলজি টাইপ।
৫| ২৭ শে জুন, ২০১৮ দুপুর ১:৪৮
পবন সরকার বলেছেন: খুব ভালো লাগল।
২৭ শে জুন, ২০১৮ বিকাল ৩:১৬
রিম সাবরিনা জাহান সরকার বলেছেন: ধন্যবাদ!
৬| ২৭ শে জুন, ২০১৮ দুপুর ১:৫২
সম্রাট ইজ বেস্ট বলেছেন: উড়াধুরা অনুকাব্য প্রথমটা বেশি ভালো লেগেছে।
২৭ শে জুন, ২০১৮ বিকাল ৩:১৭
রিম সাবরিনা জাহান সরকার বলেছেন: জেনে খুশি হলাম। ধন্যবাদ।
৭| ২৭ শে জুন, ২০১৮ দুপুর ২:০৯
আবু হাসান লাবলু বলেছেন: নাম কি আর লেখা কি
বুঝলাম নাতো কিছু
বুঝলে হয়ত প্রেমিক হতাম
ছুটতাম তোমার পিছু
৮| ২৭ শে জুন, ২০১৮ বিকাল ৩:২২
রাজীব নুর বলেছেন: উরাধুরা-- হলেও বেশ ভাল হয়েছে।
৩০ শে জুন, ২০১৮ দুপুর ২:৪৭
রিম সাবরিনা জাহান সরকার বলেছেন: জী, উড়াধুরা মানেই খারাপ না। ধন্যবাদ।
৯| ২৭ শে জুন, ২০১৮ বিকাল ৪:৪৩
সিগন্যাস বলেছেন: দুই হাতে কিবোর্ড টিপেছেন
৩০ শে জুন, ২০১৮ দুপুর ২:৪৮
রিম সাবরিনা জাহান সরকার বলেছেন: আসলে এক পেগ রুহ আফজা মেরে দিয়ে চার হাতে-পায়ে লিখেছিলাম।
১০| ২৯ শে জুন, ২০১৮ বিকাল ৪:০৩
ভ্রমরের ডানা বলেছেন:
উরাধুরা কবিতায় মজা পেয়েছি!
৩০ শে জুন, ২০১৮ দুপুর ২:৪৮
রিম সাবরিনা জাহান সরকার বলেছেন: অনেক ধন্যবাদ মজা লেগেছে জেনে।
©somewhere in net ltd.
১| ২৭ শে জুন, ২০১৮ দুপুর ১:২৩
আখেনাটেন বলেছেন: পড়ার পর এক উড়াধুরা মন্তব্য করার জন্য লিখতে বসে মনে হচ্ছে হজমে সমস্যা। লেখাটা আগে হজম করি তারপর দেখি...