নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হইচই, হট্টগোল এড়িয়ে চুপচাপ, নিরিবিলিতে লুকিয়ে থাকতে ভাল লাগে।

রিম সাবরিনা জাহান সরকার

যা-ই লিখি, কাঠবিড়ালীর মত এখানে জমিয়ে রাখি। https://rimsabrina.blogspot.com/

রিম সাবরিনা জাহান সরকার › বিস্তারিত পোস্টঃ

ফুটপাথের সিদ্ধার্থ

১২ ই জুলাই, ২০১৮ রাত ৩:১৬


সকালের নরম আলো এসে মুখে পড়েছে,
চাদরের ফাঁক থেকে অনিচ্ছার উঁকি দিলাম;
নীল ভাঙাচোরা টয়োটা ড্রাইভিং শেখাচ্ছে,
একজন দুইজন বেরিয়েছে প্রাতঃভ্রমনে,
আমারই কেবল তাড়া নেই;
অলস শুয়ে আছি ফুটপাতের বিছানায়।

ঘর ছেড়েছি অনেকদিন
ভালো লাগে না তাই;
এখন আমার সাথে শুধু আমি
আর তাপ্পি মারা ঝোলা
যেখানে রসায়নের একটা এম.এস;
আর কালকের অর্ধেক খাওয়া বনরুটি।

রিকশার আনাগোনা দেখছি
গাড়ির হাইড্রোলিক হর্নগুলো যেন বুনো ষাড়
ব্যস্ত মানুষ যায় স্কুল অফিস আদালতে
আমিই ভালো আছি;
দেয়ালে ঠেস দিয়ে বসে
চিন্তাহীন, ভ্রান্তিহীন।

দিনের হুড়োহুড়ির পর সন্ধ্যা নামে
চায়ের দোকানদার রুস্তম, আমাকে ওস্তাদ মানে
সযত্নে দিয়ে যায় পাউরুটি-কলা বা ভাত তরকারি
ইটের বালিশ মাথায়,
শুয়ে পড়ি আকাশের দিকে মুখ করে
অভিযোগ নেই, আছে বিচিত্র সুখ।

রাত বাড়ে, মাথার কাছের দেবদারু হয় অশ্বথ বৃক্ষ
আর আমি হই এযুগের সিদ্ধার্থ;
তোমাদের আছে চারদেয়ালের স্থুল রাজত্ব,
আর আমার আছে খোলা ফুটপাথের আঙিনা
আর ফিরে যাব না,
সিদ্ধার্থরা ফেরে না।।

মন্তব্য ১০ টি রেটিং +২/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ১২ ই জুলাই, ২০১৮ ভোর ৪:০৭

চাঁদগাজী বলেছেন:


মোটামুটি।
মহিলা সিদ্ধার্থদের কি নামে ডাকতে হয়?

১৪ ই জুলাই, ২০১৮ দুপুর ২:১৪

রিম সাবরিনা জাহান সরকার বলেছেন: ভালো প্রশ্ন, স্যার। ভেবে দেখি নি আগে। ভাবতে হবে। ভালো থাকবেন। ধন্যবাদ।

২| ১২ ই জুলাই, ২০১৮ ভোর ৪:১০

চঞ্চল হরিণী বলেছেন: খুব ভালো লেগেছে পুরো কবিতাটাই।

" রাত বাড়ে, মাথার কাছের দেবদারু হয় অশ্বথ বৃক্ষ
আর আমি হই এ যুগের সিদ্ধার্থ " - যুগ যেটাই হোক, "সিদ্ধার্থ" -কে সাধনা করতে হবে। করতেই হবে।

"এখন আমার সাথে শুধু আমি"- আমি থেকে বেরিয়েই তিনি "সিদ্ধার্থ" হতে পেরেছিলেন।
ধন্যবাদ এবং শুভকামনা আপনার জন্য।

১৪ ই জুলাই, ২০১৮ দুপুর ২:১৫

রিম সাবরিনা জাহান সরকার বলেছেন: নেক ধন্যবাদ আর আপনার জন্যেও শুভকামনা।

৩| ১২ ই জুলাই, ২০১৮ ভোর ৪:১১

শামচুল হক বলেছেন: ভালো লাগল। ধন্যবাদ

১৪ ই জুলাই, ২০১৮ দুপুর ২:১৬

রিম সাবরিনা জাহান সরকার বলেছেন: সময় নিয়ে পড়ার জন্যে ধন্যবাদ!!

৪| ১২ ই জুলাই, ২০১৮ সকাল ৯:৫৯

ব্লগ মাস্টার বলেছেন: ভালো লাগল কবিতা।

১৪ ই জুলাই, ২০১৮ দুপুর ২:১৭

রিম সাবরিনা জাহান সরকার বলেছেন: ধন্যবাদ :)

৫| ১২ ই জুলাই, ২০১৮ সকাল ১০:০৯

রাজীব নুর বলেছেন: শুভ সকাল।
কেমন আছেন?
কবিতা ভালো হয়েছে।

১৪ ই জুলাই, ২০১৮ দুপুর ২:১৭

রিম সাবরিনা জাহান সরকার বলেছেন: ধন্যবাদ। অদ্ভুত ব্যস্ততায় আছি। আপনি ভালো?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.