নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হইচই, হট্টগোল এড়িয়ে চুপচাপ, নিরিবিলিতে লুকিয়ে থাকতে ভাল লাগে।

রিম সাবরিনা জাহান সরকার

যা-ই লিখি, কাঠবিড়ালীর মত এখানে জমিয়ে রাখি। https://rimsabrina.blogspot.com/

রিম সাবরিনা জাহান সরকার › বিস্তারিত পোস্টঃ

কয়েকজন যোদ্ধার গল্প

১৩ ই আগস্ট, ২০১৮ রাত ২:৪৫


ফিজিক্সের রওনকের খুব ইচ্ছে ছিলো
কপালে লাল সবুজ ফেট্টি বাঁধবে
মাথায় ব্যান্ডেজ থাকায় সম্ভব হয় নি।
তারপরো তার খুশি দেখে কে
গ্রেনেড ছোড়া পাকা হাতটা মুঠো করে বারবার শূন্যে ছুড়ছে।

ইঞ্জিনিয়ারিং কলেজের শান্ত নামের ছেলেটা
যার অশান্ত স্টেনগানের বদৌলতে,
আমবাগানের যুদ্ধ থেকে বেঁচে ফিরতে পেরেছি
আজকে তাকে বড্ড প্রশান্ত দেখাচ্ছে
ক্রাচে ভর দিয়ে গুলি লাগা পা টেনে চলছে হাসি মুখে।

গুলশানের সাদা ভক্সওয়াগন হাঁকানো ইংলিশ মিডিয়াম অমিত
বুটের ডাল আর মোটা রুটি নিয়ে
একটাও অভিযোগ শুনি নি যার গত চার মাসে
বরং দেখেছি দামী সিগারেট ভুলে সস্তা বিড়ির প্রতি আকস্মিক অনুরাগ
পরশু দিনও একটা ব্রীজ উড়িয়ে এখন আনমনে এগোচ্ছে এই নির্বিকার যুবক।

ঢাকা মেডিকেলের আঁখি নামের মিষ্টি অথচ দুঃসাহসী মেয়েটা
আইটেম আর কার্ড ফাইনাল সিঁকেয় তুলে আমাদের সাথে চলে গিয়েছিলো যশোর ক্যাম্পে
তার ফার্স্ট এইড বক্স আর সে বসে থাকত
প্রতিদিনের ক্ষতবিক্ষত আমাদের ফেরার অপেক্ষায়
মলিন শাড়ি, রুক্ষ চুলে অদ্ভুত দ্যুতি ছড়িয়ে সেও হাঁটছে ভিড় ঠেলে।

আরো কয়েকজন ছিলো
বেকার আতিক, স্কুলপড়ুয়া কামাল, কেরানী পরিমল
আরো কত কে; যাদের বলি দিয়ে স্বাধীনতা এনেছি।
বেদনার বিচিত্র নীল অনুভুতিটা বুকের বাম পাশে নিয়ে
আমাদের ছোট দলটা এগোয় মুক্ত বাতাসে শ্বাস নিতে নিতে।

- ড. রিম সাবরিনা জাহান সরকার

মন্তব্য ১০ টি রেটিং +২/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ১৩ ই আগস্ট, ২০১৮ রাত ৩:০১

জাহিদ অনিক বলেছেন: '৭১ এর মুক্তিযুদ্ধটা আসলে একটা ঐতিহাসিক প্লট তো বটেই, একটা আবেগ ও অনুভূতির জায়গাও; কবিতায় উল্লেখিত ঘটনাগুলো যেন কিছুটা সেই সময়ের গেরিলা কর্মকাণ্ডের প্রতি ইঙ্গিত দেয়। কবিতার থিমটা ভালো লেগেছে। খণ্ড খণ্ড চিত্রে তুলে ধরা হয়েছে একটা স্বাধীনতার পেছনের কাহিনী।

শুভেচ্ছা

১৩ ই আগস্ট, ২০১৮ রাত ৩:১১

রিম সাবরিনা জাহান সরকার বলেছেন: ধন্যবাদ সময় নিয়ে পড়ার জন্যে, আবার মন্তব্য করার জন্যেও। ব্লগিং জগতের এই সাহিত্য আর মননের পাটাতনটা দারুন। এই দ্রুত সময়ের জীবনেও আমরা কবিতা লিখি আর পড়ি। ব্যস্ততা ভুলে একটু চিন্তায় বসি। ব্যপারটা কিন্তু দারুন। ভালো থাকবেন প্রিয় পাঠক।

২| ১৩ ই আগস্ট, ২০১৮ ভোর ৬:১৬

সূচরিতা সেন বলেছেন: ভালো লাগল আপনার লেখাটা পড়ে।

১৫ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:৫৩

রিম সাবরিনা জাহান সরকার বলেছেন: অনেক ধন্যবাদ।

৩| ১৩ ই আগস্ট, ২০১৮ সকাল ১০:২১

রাজীব নুর বলেছেন: আজকাল একটা অক্ষম মন নিয়ে চলাফেরা করি ।

১৫ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:৫৫

রিম সাবরিনা জাহান সরকার বলেছেন: যে মনটা নিয়ে চলাফেরা করতে পারেন, সেটা যতটা অক্ষম ভাবেন, ততটা অক্ষম না।

৪| ১৩ ই আগস্ট, ২০১৮ দুপুর ১২:৫৬

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ৭১ নিয়ে অসাধারন একটি কবিতা। একটি প্রথম শ্রেনীর কবিতাও বটে।

১৫ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:৫৫

রিম সাবরিনা জাহান সরকার বলেছেন: অনেক ধন্যবাদ, প্রিয় পাঠক।

৫| ১৯ শে আগস্ট, ২০১৮ রাত ৩:৫০

ভ্রমরের ডানা বলেছেন: আপনি নিজেকে কি ভাবেন?

১৯ শে আগস্ট, ২০১৮ ভোর ৪:৫৮

রিম সাবরিনা জাহান সরকার বলেছেন: খুব বোকা আর অলস ভাবি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.