নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যা-ই লিখি, কাঠবিড়ালীর মত এখানে জমিয়ে রাখি। https://rimsabrina.blogspot.com/
গুলশানের জ্যামে গাড়ি আটকে গেছে
নির্মম শিলাবৃষ্টি সজোরে আছড়ে পড়ছে উইন্ডশিল্ডে
নিরুপায় চেয়ে দেখা ছাড়া কিছু করার নেই
মেরুন হোন্ডা অ্যাকর্ডটা গত মাসেই কেনা
মাতাল ফাল্গুনী ঝড় তাই তিক্ত ঠেকছে বিরক্ত অর্নবের কাছে।
কোত্থেকে একগাদা রুপালী ধুলো এসে ঢেকে দিলো অফিসফেরত সোনালীকে
বাসের জন্যে দাঁড়িয়ে ছিল সেগুনবাগিচার মোড়ে
প্রায় উড়ে যাওয়া ওড়না আর হ্যান্ডব্যাগ সামলাতে হিমশিম
ফাল্গুনের অভিমানী হাওয়া বখাটে ছেলের কটুক্তির মত বিঁধলো ওর গায়ে।
শহুরে মানুষের অবহেলা কুড়িয়ে এক ধরনের দুঃখ নিয়ে
ঝড়টা এসে হানা দিলো শেফালিদের পলিথিনের নীল ছাপড়ায়,
ভয় দেখাতে চাইল এচাহাক মিস্ত্রী দিয়ে বানানো রুস্তমের নতুন রিকশাকে,
উড়িয়ে নিতে গেল পপকর্ন বেচা ছোট্ট মতিকে;
ক্ষুব্ধ ঝড়কে অবাক করে,
শিল কুড়াবে বলে শেফালি বেরিয়ে আসে খোলা আকাশের নিচে
পড়ে থাকা শিল এখন পরম মমতায় সস্তা শাড়ির কোঁচরে বন্দী;
রুস্তমের রিকশা পঙ্খিরাজ হয়ে পাগলা ঝড় ফুড়ে চলে সাঁই সাঁই
বহুকাল আগে ক্ষেতের আল ঘেঁষে ঝুম বৃষ্টি মাথায় দৌড় মনে পড়ে তার;
পপকর্নের প্যাকেটগুলো নিরাপদে রেখে উল্লাসিত মতি রাস্তায় নামে
আরো গোটাপাঁচেক মতি মিয়াকে নিয়ে রাজপথ মাতে হঠাৎ শৈশবের হুল্লোড়ে
এভাবেই একটু পরে,
আকাশের গায়ে ঢলে পড়া সূর্যের এক চিলতে হাসি রেখে,
বিদায় নেয় ফাল্গুনের প্রথম প্রলয়।।
১৯ শে আগস্ট, ২০১৮ ভোর ৬:০৭
রিম সাবরিনা জাহান সরকার বলেছেন: এক আধটা খুব গরম দিনের শেষে হঠাৎ দমকা একটা ঝড় হয় না মাঝে মাঝে, সেরকম একটা ছবি তুলে ধরতে চেয়েছি। ঝড় যে শুধু বৈশাখে হয় আমাদের দেশে, তা তো না, তাই না?
২| ১৯ শে আগস্ট, ২০১৮ সকাল ৯:২৩
রাজীব নুর বলেছেন: মাঝে মাঝে মনের মধ্যে রাগ জমে যায়, কিন্তু কার উপর রাগ করবো?
কে আছে আমার!
১৯ শে আগস্ট, ২০১৮ দুপুর ২:০৬
রিম সাবরিনা জাহান সরকার বলেছেন: মাথার চুলের উপর রাগ করা যেতে পারে।
৩| ১৯ শে আগস্ট, ২০১৮ সকাল ১১:১৩
বাকপ্রবাস বলেছেন: খুব সুন্দর
১৯ শে আগস্ট, ২০১৮ দুপুর ২:০৭
রিম সাবরিনা জাহান সরকার বলেছেন: অনেক ধন্যবাদ, প্রিয় বাকপ্রবাস। আচ্ছা, নামটা বাকপ্রবাস কেন বলুন তো?
৪| ১৯ শে আগস্ট, ২০১৮ দুপুর ২:১৬
বিজন রয় বলেছেন: ভাদ্র মাসে ফাল্গুন, তাও ঝড়োময়!!!
২২ শে আগস্ট, ২০১৮ রাত ৩:২২
রিম সাবরিনা জাহান সরকার বলেছেন: দেখতেই তো পাচ্ছেন ঝড়ে সব লন্ডভন্ড। হাহা..।। পড়ার জন্যে ধন্যবাদ।
©somewhere in net ltd.
১| ১৯ শে আগস্ট, ২০১৮ ভোর ৫:৫৮
রাফা বলেছেন: একটু থমত খেয়ে যাচ্ছি!!কাল বৈশাখী হলে কোন সমস্যা ছিলোনা ।ফাল্গুনের সমিরণ কি এতটা বিক্ষুদ্দ হয় যে একেবারে প্রলয় ঘটিয়ে চলে যাবে !!