নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যা-ই লিখি, কাঠবিড়ালীর মত এখানে জমিয়ে রাখি। https://rimsabrina.blogspot.com/
আজ ছয় মাস হলো চা খাই না
বাসায় মেহমান আসলে নেহাত্ ভদ্রতা করে বলি,
এক কাপ চা দেই?
সলজ্জ না শুনলে মনে মনে খুশিই হই
এখনো চা বানানো শিখে কুলাতে পারি নি
ইচ্ছা করে না
ভালো লাগে না ।
বারান্দায় মানিপ্ল্যান্ট গাছগুলির যত্ন দরকার
কারনে অকারনে আসি যাই ওদিকটায়
পানি আর দেয়া হয় না ওদেরকে
মানুষই নেই, গাছ দিয়ে কি হবে?
দখিনের জানালাটা খোলা রাখি প্রতি রাতে
যদি তুমি এসে দাঁড়াও এই আশায়
মাথার ওপর ঝাড়বাতিটা দোলে
ওইযে সেবার কিনেছিলাম দার্জিলিং থেকে
নীল রংয়ের আবছা কাচের টুংটাং
এখন আর জ্বালাই না বাতিটা
ইচ্ছা করে না
ভালো লাগে না ।
জানো, আর গাড়ি চালাই না
মন থাকে না রাস্তায়
ড্রাইভার চালায়
সেদিন লাগিয়ে দিলো একটা টয়োটার সাথে
কিছু বললাম না ছোকরাটাকে
মানুষই নেই, কি হবে নিখুঁত গাড়ি দিয়ে?
ছেলে দুটো বড় হয়েছে
বিয়ে থা দিতে হয়
তুমি থাকলে এসব নিয়ে কে মাথা ঘামাতো
ড্রইং রুমে বিবিসি দেখতাম আর পা দোলাতাম
এখন টিভির দিকে তাকিয়ে থাকি, দেখি না কিছুই
ইচ্ছা করে না
ভালো লাগে না ।
আলমারি থেকে তোমার গয়নাগুলি নামিয়ে দেখি
আলতো করে ধরে দেখি
খুঁজি তোমার নরম হাতের ছোয়া
ঘড়ির কাটা ঘুড়ে চলে
আমার চোখে ঘুম নেই
মানুষটাই নেই, কি হবে একলা ঘুমিয়ে ।
আজকাল খুব বেশি ইউনিভার্সিটি যাই না
ক্লাস নেয়া, খাতা দেখা সব টংয়ে উঠেছে
ইচ্ছা করে না
ভালো লাগে না ।
ওরা সব যার যার কাজে যায়
খালি ঘরে একা বসে থাকি
মৃতেরা ফিরে আসে না জানি
তাই দেখা দিতে বলি না তোমাকে
শুধু পর্দার ওপাশে দারিয়ে একবার খুক্ করে একটু কাশো
কিচ্ছু ভালো লাগে না একা একা
কিচ্ছু ইচ্ছে করে না একা একা ।
(একটা সত্য ঘটনা অবলম্বনে লেখা)
১৩ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:৩৪
রিম সাবরিনা জাহান সরকার বলেছেন: ধন্যবাদ প্রিয় পাঠক।
২| ১২ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ২:৫৭
কাওসার চৌধুরী বলেছেন:
পড়লাম কবিতা; ভাল লাগলো৷ +++
১৩ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:৩৭
রিম সাবরিনা জাহান সরকার বলেছেন: অনেক ধন্যবাদ!
৩| ১২ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৩:৩৪
চোখেরে কাঁটা বলেছেন: সুন্দর কবিতা। প্রিয়জন হীন দুনিয়া, জীবন সব পানসে।
১৩ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:৩৬
রিম সাবরিনা জাহান সরকার বলেছেন: অনেক ধন্যবাদ!
৪| ১২ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:৩৪
রাজীব নুর বলেছেন: খুব সুন্দর কবিতা।
১৩ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:৩৭
রিম সাবরিনা জাহান সরকার বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ!
৫| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:৪৮
জোহা প্রকাশন বলেছেন: নিঃসঙ্গতার জীবন অনেক বেশি বেদনাদায়ক।
১৪ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:০৪
রিম সাবরিনা জাহান সরকার বলেছেন: খুব বাস্তব কথা বলেছেন। আর কবিতা পড়ার জন্যে ধন্যবাদ।
৬| ০২ রা নভেম্বর, ২০১৮ রাত ২:৩৯
নক্ষত্র নীড় বলেছেন: বড্ড সংবেদনশীল। সবসময় এলে বানিয়ে হবো।
০২ রা নভেম্বর, ২০১৮ রাত ৩:৪০
রিম সাবরিনা জাহান সরকার বলেছেন: পুরানো ব্লগে ঢুঁ মারার জন্যে ধন্যবাদ।
৭| ০২ রা নভেম্বর, ২০১৮ রাত ৩:০৫
জাহিদ অনিক বলেছেন:
বড্ড স্পর্শকাতর কবিতা।
০২ রা নভেম্বর, ২০১৮ রাত ৩:৪১
রিম সাবরিনা জাহান সরকার বলেছেন: এটা আসলে একটা সত্য ঘটনা নিয়ে লেখা। ছায়া টায়াও না। পুরোটাই সত্য।
©somewhere in net ltd.
১| ১২ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ২:৩৩
জুনায়েদ বি রাহমান বলেছেন: কাছের মানুষগুলো ছাড়া জীবনটা অর্থহীন মনে হয়।
সহজসরল প্রকাশ।