নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হইচই, হট্টগোল এড়িয়ে চুপচাপ, নিরিবিলিতে লুকিয়ে থাকতে ভাল লাগে।

রিম সাবরিনা জাহান সরকার

যা-ই লিখি, কাঠবিড়ালীর মত এখানে জমিয়ে রাখি। https://rimsabrina.blogspot.com/

রিম সাবরিনা জাহান সরকার › বিস্তারিত পোস্টঃ

বিজ্ঞপ্তিঃ প্রবাসী লেখা চাই

১৮ ই অক্টোবর, ২০১৮ রাত ১:০১

আমাদের "জার্মান প্রবাসে" ম্যাগাজিন। বিদেশের মাটিতে "আমাদের" দাবি করার মত বস্তুর সংখ্যা হাতে গোনা। "জার্মান প্রবাসে" সেই নির্বান্ধব জীবনে খুব কাছের এক প্রিয় বন্ধুর মত। আমরা খুব আগ্রহ করে লেখা নিচ্ছি। যে প্রবাসেই থাকুন না কেন, হোক সেটা কানাডার অন্টারিও কিংবা নিউজিল্যান্ডের ওতাগো, মন খুলে আমাদের লেখা পাঠান। আসুন, কলম দিয়ে মুছে দেই মানচিত্রের দ্রাঘিমা।
বাংলাদশ থেকেও লেখা পাঠাতে পারেন অনায়াসে।
বিস্তারিত নিচের লিংকে, সাথে ম্যাগাজিনের সেপ্টেম্বর সংখ্যা, ২০১৮।

জার্মান প্রবাসেঃ
view this link

অগ্রীম ধন্যবাদ।
সবিনয়ে,
ডঃ রিম সাবরিনা জাহান সরকার,
মিউনিখ, জার্মানি


মন্তব্য ১৩ টি রেটিং +১/-০

মন্তব্য (১৩) মন্তব্য লিখুন

১| ১৮ ই অক্টোবর, ২০১৮ রাত ১:০৬

রাজীব নুর বলেছেন: ভালো উদ্যোগ।

১৮ ই অক্টোবর, ২০১৮ রাত ১:১১

রিম সাবরিনা জাহান সরকার বলেছেন: আপনার প্রবাসী বন্ধুদেরকে জানাবেন পারলে। ভালো থাকুন।

২| ১৮ ই অক্টোবর, ২০১৮ রাত ২:০৫

বিলিয়ার রহমান বলেছেন: সুন্দর উদ্যোগ।


শুভকামনা।

৩| ১৮ ই অক্টোবর, ২০১৮ রাত ২:৫২

উদাসী স্বপ্ন বলেছেন: যারা বাংলাদেশে থাকে তারা কি জার্মানির সাপেক্ষ প্রবাসে? কি কি বিষয়ে লেখা চান? মানে লেখার বিষয়বস্তু কি? কবিতা লেখা যাবে?

আর আপু আমি বাংলাদেশের সদরঘাটে থাকি, কাঁচা বাজারের দালালী করি। জার্মান আসতে চাই। কি ভাবে আসবো?

১৯ শে অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:৫২

রিম সাবরিনা জাহান সরকার বলেছেন: লেখা পাঠালে খুশি হয়ে নেবো আমরা। ধন্যবাদ।

৪| ১৮ ই অক্টোবর, ২০১৮ রাত ২:৫৭

বিদ্যুৎ বলেছেন:

অসাধারণ একটা কাজ করছেন আপনারা প্রবাসে শত ব্যস্ততার মধ্যেও। আমি এর সাফল্য কামনা করছি।

হয়ত দেখা হবে লেখা হবে
হবে সাফল্যের কথামালা
সারাবিশ্বময় ছড়িয়ে যাবে
বাংলা সাহিত্য সংস্কৃতি ভেলা।

৫| ১৮ ই অক্টোবর, ২০১৮ সকাল ৭:১৮

বলেছেন: কলম দিয়ে মিছে দেই মানচিত্রের দ্রাঘীনা --- বাহ চমৎকার

শুভ কামনা!!!

৬| ১৮ ই অক্টোবর, ২০১৮ সকাল ৯:৫৪

খায়রুল আহসান বলেছেন: এ উদ্যোগ সফল হোক, এ শুভ উদ্যোগের প্রতি রইলো আন্তরিক শুভকামনা।

৭| ১৮ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১২:২৩

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: আমরা বাংলাদেশে বসবাসকারীরা লেখা পাঠাতে পারবো কী? বাংলাদেশের কোন প্রিন্ট মিডিয়া বা অনলাইন মিডিয়ায় প্রকাশিত লেখা গ্রহণযোগ্য হবে কী?

১৯ শে অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:৫৩

রিম সাবরিনা জাহান সরকার বলেছেন: লেখা পাঠালে খুশি হয়ে নেবো আমরা। ধন্যবাদ।

৮| ১৯ শে অক্টোবর, ২০১৮ রাত ৮:০০

মলাসইলমুইনা বলেছেন: এখনই আবার পত্রিকা সম্পাদনা নিয়ে ব্যস্ত কেন ? মাননীয় স্পিকার, ডঃ সরকারকে জনদাবি 'হঠাৎ স্বর্ণকেশি' আগে শেষ করতে বলুনতো !!

১৯ শে অক্টোবর, ২০১৮ রাত ১১:৪১

রিম সাবরিনা জাহান সরকার বলেছেন: ভালো আছেন? নামকাওয়াস্তে সম্পাদনা। ফেউ হিসেবে আছি। দুধভাত। আসল কাজ সব ওরাই করে। এদিকে, আমার ছানাটাকে কেউ পেলে দিক আর আটটা-চারটা চাকরিটাও কেউ করে দিক, আমি তখন দেদাড়সে শুধু স্বর্ণকেশী কেন, কালোকেশী, এলোকেশী, ইত্যাদি ইত্যাদি লিখে লিখে একদম কিবোর্ডের চাবি ভেঙ্গে ছাড়বো।

৯| ২১ শে অক্টোবর, ২০১৮ রাত ৩:৩৫

অভিশপ্ত জাহাজী বলেছেন: আপনার লেখা আর উদ্যোগ চমৎকার। আপনারই তো তুলে ধরবেন দেশের পতাকা। শুভ কামনা রইল।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.