নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যা-ই লিখি, কাঠবিড়ালীর মত এখানে জমিয়ে রাখি। https://rimsabrina.blogspot.com/
একটু দূরে গেলেই কি রোদ্দুর রঙ পাল্টায়?
শেষ বিকেলের সোনারঙা রোদ হয় কুয়াশার আরেক রঙ,
যেন আধখানা ইটের চাপে ধূসর দূর্বা মলিন?
একটু আড়াল হলেই কি মেঘ ছন্দ হারায়?
বৃষ্টি নামে অসীম বিরহের নোনা স্বাদে
পেঁজা তুলো যেন মৃত কাকের নিকষ পালক
একটু পা চললেই কি ঠিকানা মেলে?
পথ কি তখন তেপান্তরের মাঠ?
ঠিকানার ছদ্মবেশে যেন কৃষ্ণবিবর।
একটু বাঁধন ছিঁড়লেই কি তানপুরাটায় সুর কাটে?
আর সাদা হাঁড়ের খাঁচায় হৃৎপিন্ড ঝাঁপটায়?
যেমন সোনার খাঁচা কাটে বোকা ময়না?
১৯ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:৩৭
রিম সাবরিনা জাহান সরকার বলেছেন: লেখাটা চলছে। শেষ করার চেষ্টা করছি।
২| ১৯ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:২০
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: একটু দূরে গেলেই কি রোদ্দুর রঙ পাল্টায়?
...............................................................
চোখের আড়াল হলে
মনের রং ও পাল্টায় ।
১৯ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:৩৮
রিম সাবরিনা জাহান সরকার বলেছেন: পড়েছেন জেনে শান্তি লাগলো। বহু পুরানো, ২০১৩'র লেখা।
৩| ১৯ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:৪০
রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর কবিতা।
১৯ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:৪৪
রিম সাবরিনা জাহান সরকার বলেছেন: ধন্যবাদ। ভাল আছেন আপনি?
৪| ১৯ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:০২
মাহমুদুর রহমান বলেছেন: দারুণ।
১৯ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:২২
রিম সাবরিনা জাহান সরকার বলেছেন: আপনার দারুন লাগাতেই আমার ভাল লাগা। ধন্যবাদ।
৫| ১৯ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১০:৫৮
কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক সুন্দর
২০ শে ডিসেম্বর, ২০১৮ রাত ২:৩৬
রিম সাবরিনা জাহান সরকার বলেছেন: অনেক কৃতজ্ঞতা!
৬| ২০ শে ডিসেম্বর, ২০১৮ রাত ২:৫৩
ল বলেছেন: ভালো লাগলো ।
হৃদপিন্ড ------------হবে কি?
২০ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:৫৭
রিম সাবরিনা জাহান সরকার বলেছেন: ঠিক ধরেছেন। ঠিক করে দিয়েছি। ধন্যবাদ!
©somewhere in net ltd.
১| ১৯ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:১২
করুণাধারা বলেছেন: ভালো লাগলো!
যে ধারাবাহিকটা লিখছিলেন, তার কি হল?