নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যা-ই লিখি, কাঠবিড়ালীর মত এখানে জমিয়ে রাখি। https://rimsabrina.blogspot.com/
এক একদিন,
পশ্চিমের জানালায় কখন ডুবে যায় দিনের আভাস;
তারপর,
পাখিদের ডানা গুটানো রুক্ষ ঘাসের উষ্ণ নীড়ে,
ধূসর পালক রেখে শেষ কাকটার উড়ে যাওয়া;
তারপর,
আঁধারের কোল ঘেষে নিকষ বাদুড়ের অন্ধ কোলাহলে
কবেকার কেটে যাওয়া সুর শব্দ হারায় হেমন্তের অদ্ভূত অমাবস্যায়;
অতঃপর,
পড়ে থাকে শুধু রাত আর রাতের মাদকতায় নিঃশব্দতার প্রতিশ্রুতি।।
২১ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৫৫
রিম সাবরিনা জাহান সরকার বলেছেন: ধন্যবাদ.. ।।
২| ২১ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:০৭
চাঁদগাজী বলেছেন:
জীবনান্দ দাসের কবিতার বই পড়ছেন আজকাল?
২১ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৫৭
রিম সাবরিনা জাহান সরকার বলেছেন: সশ্রদ্ধ সালাম জানবেন স্যার। জীবনান্দ তো কবেই পড়া। আজকে আবারো পড়বো। কবিতাটা তার মত করেই লেখা অবচেতন মনে। ঠিক ধরেছেন। ভাল থাকবেন।
৩| ২১ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:১০
ইসিয়াক বলেছেন: মায়ায় মোড়ানো সুন্দর কবিতা।
২১ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৫৯
রিম সাবরিনা জাহান সরকার বলেছেন: কথাগুলো মন ছুঁয়ে গেল।
৪| ২১ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:১২
ল বলেছেন: মনমুগ্ধকর
২১ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:০১
রিম সাবরিনা জাহান সরকার বলেছেন: সলজ্জ ধন্যবাদ।
৫| ২১ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:২৫
কথার ফুলঝুরি! বলেছেন: কথা সত্যি ' কবিতা সুন্দর
২১ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:০১
রিম সাবরিনা জাহান সরকার বলেছেন: অনেক কৃতজ্ঞতা।
৬| ২১ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:২৬
কিংবদন্তির জার্নাল বলেছেন: আমি মনোযোগ সহকারে কবিতাখানি পড়লাম। আকাশের দিকে তাকালাম। কেমন জানি একটা শীতলতা অনুভব করলাম। ভালো লিখেছেন।
২১ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৩৩
রিম সাবরিনা জাহান সরকার বলেছেন: একমুঠো শীতলতা এনে দিতে পেরেছি বলে ভাল লাগছে।
৭| ২১ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৩৪
নজসু বলেছেন:
ভালো লাগলো।
২১ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৩৯
রিম সাবরিনা জাহান সরকার বলেছেন: ধন্যবাদ আর ভালো থাকবেন।
৮| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ৯:৫৬
মাকার মাহিতা বলেছেন: __________________
"হৃদয় কোণে জমাট কষ্টগুলোর সমন্বয় ঘটেছে আপনার কবিতায় (এটা আমার ব্যক্তিগত অভিমত)"
"কবেকার কেটে যাওয়া সুর শব্দ হারায় হেমন্তের অদ্ভূত আমাবস্যায়"__ মনে ধরেছে বেশ!
"সবমিলে চমৎকার লিখেছেন"
___________________
ভালোথাকুন!
১১ ই ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৩:৫০
রিম সাবরিনা জাহান সরকার বলেছেন: অভিমত ঠিকঠাক। অনেক ধন্যবাদ খুঁজে নিয়ে পড়েছেন, তাই।
©somewhere in net ltd.
১| ২১ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:০২
রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা।