নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যা-ই লিখি, কাঠবিড়ালীর মত এখানে জমিয়ে রাখি। https://rimsabrina.blogspot.com/
নেই ঢাল, নেই তলোয়ার,
আমি নিধিরাম সর্দার
খালি হাতে ঘরে বসেই
করি যুদ্ধ যে দুর্বার।
ইট কাঠের এই কেল্লাতে
আজ আমিই তীতুমীর
ঘ্যাচাং কোপে কল্লা নেবো
হোস যত বল বীর
আঙ্গিনাতে তুই বাতাস ধূসর
বাঁকা ইশারায় ডাকিস নিঠুর
ঘর ডিঙ্গিয়ে পড়বো ফাঁসি?
ক্ষুদিরাম আমি ঘর থেকেই অট্ট হাসি
আজব এক যোদ্ধা মোরা
নাম যে ঘরবন্দী
চার দেয়ালের ঢাল হাতে
আজ আয় খেলি বাঘবন্দী।
(সবাই ঘরে থাকুন। ঘর থেকে লড়ে করোনা যুদ্ধে আমাদেরকে জিতিয়ে দিন)
২৫ শে মার্চ, ২০২০ রাত ৩:১১
রিম সাবরিনা জাহান সরকার বলেছেন: একই দোয়া করছি। সুস্থ থাকবেন।
২| ২৩ শে মার্চ, ২০২০ সকাল ৯:১০
রাজীব নুর বলেছেন: সুন্দর।
২৫ শে মার্চ, ২০২০ রাত ৩:১২
রিম সাবরিনা জাহান সরকার বলেছেন: ধন্যবাদ, রাজীব ভাই।
৩| ২৩ শে মার্চ, ২০২০ সকাল ৯:৪৩
নেওয়াজ আলি বলেছেন: অসাধারণ লেখা
২৫ শে মার্চ, ২০২০ রাত ৩:১৩
রিম সাবরিনা জাহান সরকার বলেছেন: খুব মন খারাপ থেকে বের হবার চেষ্টা থেকে লেখা।
৪| ২৫ শে মার্চ, ২০২০ রাত ১০:১৭
মলাসইলমুইনা বলেছেন: বাঘবন্দী না
তর্জনে সগর্জনে মুক্ত বাঘের মতো ব্লগে বিচরণ করুন অসংখ্য লেখায় রেখায় যদি হাতে সময় থাকে।
এই দৈব দুর্বিপাকে ভালো থাকুন সবাই । গুটেনট্যাগ ।
২৬ শে মার্চ, ২০২০ রাত ৩:৫১
রিম সাবরিনা জাহান সরকার বলেছেন: আর বাঘ হওয়া! চিন্তারা এলোমেলো ঘুরে বেড়াচ্ছে ইতি উতি। চাইলেও বাগে এনে কাগজের খাঁচায় আটকানো যাচ্ছে না।
ভাল থাকবেন।
৫| ০৪ ঠা এপ্রিল, ২০২০ রাত ১০:৪৮
খায়রুল আহসান বলেছেন: ভাল লিখেছেন। +
অবুঝ মানুষগুলো তো ঘর ডিঙিয়েই ফাঁসি পড়তে চলেছে, দলে দলে!!!!
১০ ই এপ্রিল, ২০২০ রাত ৩:২২
রিম সাবরিনা জাহান সরকার বলেছেন: জি আসলেই। ভালো থাকবেন ।
৬| ১৫ ই এপ্রিল, ২০২০ দুপুর ১:৩৫
ডার্ক ম্যান বলেছেন: https://www.youtube.com/watch?v=stP2Oitdtf0 এটাতে তো আপনি আছেন ???
১৬ ই এপ্রিল, ২০২০ রাত ১২:৪২
রিম সাবরিনা জাহান সরকার বলেছেন: কোথাও ফলাও করি নি। তবু্ও কিভাবে ধরে ফেললেন? লজ্জায় ফেলে দিলেন তো।
©somewhere in net ltd.
১| ২৩ শে মার্চ, ২০২০ সকাল ৮:৫২
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:
নেই ঢাল, তলোয়ার
নিধিরাম সরদার
ঘরে বসে খালি হাতে
যুদ্ধ দুর্বার
সতর্কতা বা ঘরে বসে থাকার বিকল্প নাই। কিন্তু দিন এনে দিন খাওয়া মানুষগুলোর কথা ভাবলে ভবিষ্যত খুব সংকটময়ই মনে হয়।
আল্লাহ আমাদের রক্ষা করুন, এই কামনা আপাতত।