নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যা-ই লিখি, কাঠবিড়ালীর মত এখানে জমিয়ে রাখি। https://rimsabrina.blogspot.com/
মার্ক স্মিড আমার পাড়ার লোক। মিউনিখে যে বাড়িটায় থাকি তার দোতালায় থাকে মার্ক। বয়স সাতাশ থেকে সাঁইত্রিশ যেকোনো কিছু হতে পারে। চুলগুলো একপাশে কদম ছাঁট। আরেক পাশ ইচ্ছেমত বড় হয়ে কাঁধ ছুঁয়েছে। হাতে-পায়ে উল্কির উঁকি ঝুঁকিও আছে। বা কানে দুল। শীত-গ্রীষ্ম নির্বিশেষে নীল-গোলাপি মাফলার গলায় প্যাঁচানো। সব মিলিয়ে বেশ একটা হিপ্পি হিপ্পি ভাব। তবে দেখা হলে মাথা নুইয়ে ফিক করে একটা ছেলেমানুষি হাসি দেয়। অদ্ভূতুড়ে বেশভুষা তখন আর কড়া হয়ে চোখে লাগে না। পড়শী হিসেবে মার্ককে আমরা পছন্দই করি।
তো, মার্ক একটা রিকশা কিনেছে। সবুজ রঙের ঝাঁ চকচকে রিকশা। তার গ্যারেজ ভাড়া নিয়ে আমাদের সেকেন্ডহ্যান্ড কালো ফক্সওয়াগনটা রাখতাম। রিকশার হঠাৎ আগমনে আরেকটা গ্যারেজ ম্যানেজ করে গাড়ি সরিয়ে নিতে হয়েছে। বিনা নোটিশে তিন চাকার এই পংখিরাজ কিনে বিপদে ফেলায় মার্ক দুই মাসের ভাড়া নিল না তো নিলই না।
কিন্তু বরাত খারাপ। ক্রিং ক্রিং রিকশা দাপিয়ে শহর ঘুরে বেড়ানো আপাতত হচ্ছে না মার্কে্র। করোনা ভাইরাসের বিষম গ্যাঁড়াকলে পড়ে মিউনিখ শহর জুড়ে ঘোর লকডাউন চলছে। গমগমে শহরে ভুতুড়ে শুনশান। গাড়িঘোড়া সব হাতে গোনা যায়। শখের নতুন রিকশা নিয়ে রাস্তায় নামলে বেরসিক জার্মান পুলিশের হাতে বেধড়ক মার খাবার আশংকা আছে। তবে সাইকেল নিয়ে বেরোলে এখনও কিছু বলছে না। বেচারা মার্ক তাই হতাশ চেহারায় সাইকেলের তালা খুলে কই যেন বেড়িয়ে প্রায় সকালেই। তাজা হাওয়ায় এক-দুইপাক ঘুরে এসে আবার ঘরে সেঁধিয়ে যায় বাধ্য ছেলের মত।
জানালার পাশে কফি হাতে এক চিলতে রোদ পোহাতে পোহাতে মার্ক স্মিডের বেরিয়ে যাওয়া দেখছিলাম। চমৎকার রোদটা দেখে লোভ হচ্ছে। লম্বা একটা বিষন্ন শীত পেড়িয়ে এপ্রিলের কাঁধে চড়ে বসন্ত আসি আসি করছে। কিন্তু লাভ কি তাতে। করোনার মারন থাবায় বসন্তও থমকে গিয়েছে এবার। কফি মগ হাতে শাল জড়িয়ে উঠোনে নেমে এলাম।
যত্ন করে বানানো ছোট্ট ষ্পিলপ্লাৎজ শূন্য পড়ে আছে। এখানে প্রায় সব বাড়িগুলোর সামনে কাঠের গুড়ি দিয়ে ঘেরা এক ফালি বালুর খেলাঘর বা ষ্পিলপ্লাৎজ থাকে। শিশুরা খেলবে বলে। এখন আর বাচ্চারা তেমন বেরোয় না। নিজেই বড় শিশু সেজে নরম বালু মাড়িয়ে ষ্পিলপ্লাৎজের স্লিপারটায় চড়ে বসলাম। একেবারে উঁচু ধাপে বসেছি। দূরের আকাশ তাতে খানিকটা কাছে এগিয়ে এল বোধহয়। রোদের তীব্রতায় অদ্ভূত মুক্তির আস্বাদ। কফির উষ্ণতা ছাপিয়ে কুসুম কুসুম মায়ায় মন ভরে উঠছে। ইশ্, পৃথিবীটা কত সুন্দর।
“সাবরিনা! হাই!” সম্বিত ফিরে চমকে তাকালাম। ডরোথি ডাকছে। ডরোথিও দোতলায় থাকে। মার্ক স্মিডের পাশের ফ্ল্যাটে। সোনালি চুল অপূর্ব ভঙ্গিমায় কোমর অবধি লতিয়ে স্বর্ণলতা হয়ে নেমে এসেছে। কে বলবে এই মেয়ে পুরোদস্তুর পেশাদার ডাক্তার। মেয়েটা রূপকথার মৎস্যকুমারীর মত সুন্দরী। তবে মোটা ফ্রেমের চশমাটা তার কমনীয় চেহারার সাথে ঠিক যাচ্ছে না। বুঝতে পেরেই কিনা, ডরোথি চশমা খুলে হাতে নিয়ে হালকা হাসলো। তার সাথে আমার দূরত্ব কয়েক মিটার। দুরত্বই যে এখনকার সামাজিকতা। আমি স্লিপারের টঙ থেকে ফিরতি হাসি দিয়ে বললাম, ‘ঘরে না থেকে বাইরে কই যাও?’। অপরাধ মেনে নিয়ে আবার হেসে জবাব দিল ডরোথি, ‘টুকটাক খাবার কিনতে যাই। ঘর খালি। তোমার কিছু লাগলে বলো। কলিং বেল চেপে দোরগোড়ায় রেখে যাব।‘এই দুর্দিনে এটুকুই বা কে কাকে বলে। কিছুই লাগবে না আপাতত। তাই মাথা নেড়ে ধন্যবাদ জানিয়ে না করে দিলাম। সেও বেনী দুলিয়ে পা চালালো।
ডরোথিকে কাছ থেকে দেখছি বছর খানেকেরও বেশি হবে। একাই থাকে। কোনোকালেও তার বন্ধুবান্ধব দেখি নি। অবশ্য বছর খানেক আগে কোত্থেকে এক ছোকরা ফুলের তোড়া হাতে উদয় হয়ে উঠানের বেঞ্চিটায় পুরোটা বিকাল বসে ছিল। ডরোথির নাম ধরে বেশ ডাকাডাকি করেও ঠিক সুবিধে করতে পারে নি। সেই প্রথম, সেই শেষ।
ব্যাটে-বলে কিছু হচ্ছে না দেখে কিছুটা আফসোসই লাগে। এমন নিখুঁত রূপবতীর পাশে এলোমেলো কালো চুলের ছিপছিপে ধারালো চেহারার একটা বাদামী ছেলে কল্পনা করতে বেশ লাগে। ডরোথি নিটোল লম্বাটে গরনের। ছেলেটাকে কম সে কম ছ’ফুটি তো হতেই হবে। কিন্তু হায়, লোকে ভাবে এক আর হয় আরেক। তবে যা হয়েছে, তাও শুকরিয়া।
দরজায় টাঙ্গানো একটা চিঠি পেলাম একদিন। “... আজকে বিকালে আমার বাবা-মা আসবে। জানোই তো, আমাদের গ্রামটা মিউনিখ থেকে অনেক দূরে, জার্মানির আরেক মাথায়। ওরা প্লেনে করে আসছে। ওদিকে বলিভিয়া থেকে আমার বন্ধু রড্রিগো আসবে। রড্রিগোকে তো দেখেছো সেদিন, মনে আছে? ওর সাথে তাদের এবার দেখা করিয়ে দেবো। তোমার কাছে চাবিটা রেখে গেলাম। যেই আগে আসবে, প্লিজ কষ্ট করে তার হাতে দিয়ে দেবে। আজকে আমার লম্বা ডিউটি। কিছুতেই এড়ানো গেলো না। -ইতি, ডরোথি।“
চিঠি হাতে সেদিন রড্রিগোটা কে, ঠিক মনে পড়ছিলো না। স্মৃতি হাতড়ে লোকটা খুঁজতে ব্যস্ত হয়ে গেলাম। কয়েক মুহূর্ত পরেই মাঝবয়সী পানামা টুপিতে মাথা ঢাকা বাদামী একটা মুখ ভেসে উঠল। মাস খানেক আগে বাড়ির সামনে আসা-যাওয়ার পথে দেখা হয়েছিল। ডরোথি সলজ্জে পরিচয় করিয়ে দিয়েছিল, “আমার বন্ধু, রড্রিগো”। নিজের তাড়াহুড়ায় ‘হ্যাঁ হুঁ’, ‘আচ্ছা দারুন তো’ –এই জাতীয় কিছু একটা বলে বিদায় নিয়েছি। তো এই বন্ধু তাহলে সেই বন্ধু? বহুত আচ্ছা দেখছি। সেকালে, একালে, এমনকি করোনাকালেও টেকো লোকেরা কি অনায়েসেই না সুন্দরী মেয়েদের বাগিয়ে নিচ্ছে। কোথায় তার লাতিন মুলুকের বলিভিয়া আর কোথায় জার্মান মুলুকের বাভারিয়া। রড্রিগোর টাকের জোরে একেবারে তাক লেগে গিয়েছিল আমার।
রড্রিগো বোধহয় বলিভিয়ার পাট চুকিয়ে একেবারে পাকাপোক্তভাবে মিউনিখে ডেরা বেঁধেছে। ডরোথির বাবা-মা’র কাছে পরীক্ষা দিয়ে গোল্ডেন এ প্লাস সহ পাশ করে ডরোথির সাথেই আছে সে। তাও ভালো, নইলে এমন বিদঘুটে সময়ে মেয়েটা একা থাকতো। যাক, একটা ব্যাবস্থা হয়েছে। এই-সেই সাত-পাঁচ ভাবতে ভাবতে আরেকবার ক্রিং ক্রিং শব্দ কানে এলো। মুখ তুলে দেখি ফ্রাউ মায়ার এসে ঢুকছেন সাইকেলের ছাউনিতে।
শান্ত-সৌম্য চেহারার ফ্রাউ মায়ার পঁচাত্তর পেরিয়ে গেছেন। পুরো নাম বারবারা মায়ার। আমাকে বার কয়েক বলেছেন যেন তাকে বারবারা বলে ডাকি। লাভ হয় নি। স্লিপারের উপর থেকেই ডাক দিলাম, “ফ্রাউ মায়ার, কেমন আছেন?” অনেকটা দূরের ছাউনিতে দাঁড়িয়ে ভদ্রমহিলা হাত নাড়লেন অল্প হেসে।
দূর থেকেই জবাবদিহিতার সুরে বাজারের ঝোলাটা দেখিয়ে বললেন, “এক আধবার না বেরোলে কি চলে?”। তার ঝোলা থেকে একটা নধর শশা, চারটা কলা আর এক আঁটি পেয়াজের পাতা মাথা বের করে আছে। কি মুশকিল, টঙ্গে উঠে বসে আছি দেখে লোকে আমাকে চৌকিদার ভাবছি নাকি। অত্র এলাকার সামাজিক দূরত্ব নিশ্চিত করতে আজকে দায়িত্বে আছে ফ্রাউ সাবরিনা। দূরত্ব বজায় না রাখলে উনি গরম কফি ছুড়ে মেরে এক হাত দেখে নেবে।
কফি না ছুড়ে চওড়া একটা হাসি ছুড়লাম ফ্রাউ মায়ারের দিকে। জবাবে অবাক করে দিয়ে বিরাট এক দীর্ঘশ্বাস ফেললো ছোটখাটো মানুষটা। এই দীর্ঘশ্বাসের মানে আমি জানি। অনেকগুলো বছর জার্মানদের সাথে উঠে বসে এই ভাষা আমার খুব জানা। বহুকালের যুদ্ধ-বিগ্রহ দেখা এই জাতটার মন কিছুটা ইস্পাত কঠিন। বিপদে এরা মচকায় না, ভাঙ্গেও না। তারপরও, প্রতিদিনের বেড়ে চলা মৃত্যুর সারিটা ঠিকই মনকে ভেতরে ভেতরে ঘাবড়ে দিয়ে যায়। ফ্রাউ মায়ার আপন মনেই বললো যেন, ‘পৃথিবীটা কেমন বদলে গেল, তাই না? জানো, আমরা কেউ ভাবি নি সব এমন ওলট পালট হয়ে যাবে। পুঁচকে এক জীবানুর কাছে আমরা বন্দী হয়ে যাব।‘ কথার পিঠে বলার মত কোনো কথা খুঁজে পেলাম না। চুপ করে থাকলাম। কোত্থেকে এক খন্ড মেঘ এসে আকাশটা ঢেকে দিল হঠাৎ।
ভদ্রমহিলা ছাউনি ছেড়ে যাচ্ছেন না। কিছু একটা শুনতে চান। মেঘটা যেমন এসেছিল, তেমনি উধাও হয়ে গেল। চারিদিক আবারও ঝকঝক করছে। আমিও সোজা হয়ে বসলাম। “ফ্রাউ মায়ার, মেঘ কেটে যাবে নিশ্চয়ই। কাটতেই হবে। আমরা সবাই মিলে আবার খুব হাসবো একদিন।“ মনের জোরে ঠোঁটের কোনায় একটা হাসি টেনে আনলাম। ফ্রাউ মায়ার সেদিকে না তাকিয়ে চোখ ঝলসে দেয়া সূর্যটার পানে চেয়ে কি যেন লুকালেন। কিন্তু রোদের ঝিলিক তার চোখের কিনারার চিকচিক লুকাতে দিলো কই। শুধু অস্ফুটস্বর শুনতে পেলাম, “নিশ্চয়ই, নিশ্চয়ই। স্রষ্টা নিশ্চয়ই আছেন একজন“।
নীল আকাশে মেঘেদের ভিড়ে আমিও স্রষ্টাকে আকুল হয়ে খুঁজতে থাকলাম।
মিউনিখ, জার্মানি
০৮.০৪.২০
১২ ই এপ্রিল, ২০২০ রাত ১:২৭
রিম সাবরিনা জাহান সরকার বলেছেন: কৃতজ্ঞতা জানবেন!!
২| ১১ ই এপ্রিল, ২০২০ রাত ৮:৫৭
ক্ষুদ্র খাদেম বলেছেন: ভাবছিলাম প্রথম প্লাস হইব, আসলে দেখলাম তিন নম্বর
দারুণ লেখা
১২ ই এপ্রিল, ২০২০ রাত ১:২৮
রিম সাবরিনা জাহান সরকার বলেছেন: হাহা, মজা পেলুম। ভাল থাকবেন ভাই।
৩| ১১ ই এপ্রিল, ২০২০ রাত ৯:০০
ব্লগার_প্রান্ত বলেছেন: চৈত্রের শেষ কালবৈশাখীর জলজ বাতাসে বসে
আপনার লেখাটি পড়ে মন খারাপ হয়ে গেল
১২ ই এপ্রিল, ২০২০ রাত ১:৩০
রিম সাবরিনা জাহান সরকার বলেছেন: আর লেখাটা লিখে আমারও মন খারাপ হয়েছিল। তবে অস্থির সময়ে বিক্ষিপ্ত মনকে শান্ত করতে লেখালেখি বেশ কাজে দেয়।
৪| ১১ ই এপ্রিল, ২০২০ রাত ৯:০০
নেওয়াজ আলি বলেছেন: নিপুণ উপস্থাপন
১২ ই এপ্রিল, ২০২০ রাত ১:৩০
রিম সাবরিনা জাহান সরকার বলেছেন: ধন্যবাদ নেওয়াজ ভাই।
৫| ১১ ই এপ্রিল, ২০২০ রাত ৯:২৯
রাজীব নুর বলেছেন: খুব সুন্দর করে লিখেছেন। ভাষা সুন্দর। কোনো ভান নেই।
১২ ই এপ্রিল, ২০২০ রাত ১:৩১
রিম সাবরিনা জাহান সরকার বলেছেন: রাজীব ভাই, বরাবরের মত আপনাকে পেয়ে ভাল লাগছে।
৬| ১১ ই এপ্রিল, ২০২০ রাত ১০:০৭
আহমেদ জী এস বলেছেন: রিম সাবরিনা জাহান সরকার,
সামাজিক দূরত্ব মেনে চলা হচ্ছে কিনা তার চৌকিদার ফ্রাউ জেব্রিনা'র ( সাবরিনার জর্মন নাম ) টঙে উঠে বসে থেকে ফাঁকে ফাঁকে ভেন্টিলেটর দিয়ে জীবনের কিছু কিছু খন্ড ছবিকে হাওয়া দিয়ে যাওয়া, মেঘের মতোই একটা অনিশ্চিত ভবিষ্যতের ছায়া ফেলে গেলো যেন!
এ ছায়া কেটে যাবে নিশ্চয়ই। মিউনিখের রাস্তা আবারও রিক্সার ক্রিং ক্রিং শব্দে জেগে উঠবে, ষ্পিলপ্লাৎজগুলো পিচ্চি মানুষপাখির চেচামেচিতে ভরে উঠবে, নো-বাউন্ডারী মেনে ডরোথির মিউনিখ বলিভিয়ায় মিশে যাবে, ফ্রাউ মায়ারের চোখ চিকচিক লুকিয়ে আবার রৌদ্রের ঝলকানিতে চমকাবে!
শুধু অদেখা শত্রুর কাছে নিঃশর্ত পরাজয় মেনে কিছু মানুষের আর ফেরা হবেনা।
ভালো থাকুন, থাকুন নিরাপদে আর সুস্থ্য।
১২ ই এপ্রিল, ২০২০ রাত ১:৩৪
রিম সাবরিনা জাহান সরকার বলেছেন: সাবরিনা কিন্তু একটা খাস জার্মান নাম। এদেশে না এলে জানতামই না। আর মন্তব্য নিজেই যখন কাব্যে রূপ নেয় তখন প্রতি মন্তব্য করাটা বাতুলতা দেখায়। অসংখ্য ধন্যবাদ!
৭| ১১ ই এপ্রিল, ২০২০ রাত ১০:৩৩
মা.হাসান বলেছেন: পশ্চিমে মৃত্যুর হার পূর্ব জার্মানির চেয়ে কিছুটা বেশি শুনছি। দেশে এ পর্যন্ত করোনায় যতজন মারা গেছেন , দেশের বাইরে এর চেয়ে কয়েকগুন বেশী মারা গেছেন । কিছুদিন ধরে আপনার পেজ নীরব দেখে একটা আশঙ্কা করছিলাম টেসে গেলেন কিনা। আশ্বস্ত হলাম পোস্ট পেয়ে।
টেকো দের ভালো চাহিদা থাকলে ঘটক সাবরিনা আপা নামের এজেন্সি খুলে ফেলেন , বাংলাদেশের আপনার এজেন্ট হবার দরখাস্ত দিয়ে রাখলাম , ভালো কমিশন দেব।
চৌকিদারি করে উপরি আয়ের কোন সুযোগ আছে কি?
সুশৃংখল জার্মান জাতি অতীতে অনেক দূর্যোগ মোকাবেলা করেছে ; এটাও করবে -হয়তো আমরা সবাই শেষটা দেখে যেতে পারব না।
আপনার ভাই ভাবি কেমন আছেন?
সব জায়গায় ছড়িয়ে থাকা আপনার পুরো পরিবারের সকলের জন্য অনেক শুভকামনা।
১২ ই এপ্রিল, ২০২০ রাত ১:৫২
রিম সাবরিনা জাহান সরকার বলেছেন: টেসে যাই নি। তবে যেতে কতক্ষন।
দরখাস্ত দিয়েই দেখুন।
উপরি আয়ের সুযোগ তো নেই।
এই যুদ্ধটা কিন্তু মনের বলের। বিদেশ থেকে রপ্তানি করার ব্যাপার নেই। তাই মনের জোরে বাঙালিও জিতে জেতে পারে চার দেয়ালের মাঝে যুদ্ধ করে।
ভাই ভাবি সম্ভাব্যতার সূত্রকে খড়গ মেনে হাসপাতাল আগলে আছে। দোয়া করবেন।
৮| ১১ ই এপ্রিল, ২০২০ রাত ১১:১৬
সাড়ে চুয়াত্তর বলেছেন: জার্মানির গল্প মনে হয়। খুব ভালো হয়েছে। কিন্তু কিছু বুঝি নাই।
১২ ই এপ্রিল, ২০২০ রাত ১:৪১
রিম সাবরিনা জাহান সরকার বলেছেন: জি আশংকা সত্য। জার্মানির গল্পই বটে। বুঝতে না পারার দায় মেনে নিলাম। সামনে হায়েরোগ্লিফিক এড়িয়ে চলবো।
৯| ১২ ই এপ্রিল, ২০২০ সকাল ৭:৩২
ইসিয়াক বলেছেন: আপনার প্রতিটি লেখাই খুব সুন্দর, একেবারে সাজানো গোছানো, ছবির মতো। বলার ভঙ্গি ও অনন্য।
নতুন দিনের প্রত্যাশায়। মুক্তির আনন্দে নিশ্চয় সামিল হবে পুরো পৃথিবী একদিন। আশায় আছি।
ভালো থাকুন ,সতর্ক থাকুন আপনজন নিয়ে। শুভকামনা।
১৩ ই এপ্রিল, ২০২০ রাত ১:১৪
রিম সাবরিনা জাহান সরকার বলেছেন: আমরাও আশায় আছি, মনে বল রাখছি। খেলার আগেই হেরে গেলে যে ষোলোআনাই লোকসান। আপনিও সুস্থ থাকবেন।
১০| ১২ ই এপ্রিল, ২০২০ সকাল ১১:৩৯
রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: রাজীব ভাই, বরাবরের মত আপনাকে পেয়ে ভাল লাগছে।
আমি আছি। সব সময় পাশে থাকতে চাই।
১৩ ই এপ্রিল, ২০২০ রাত ১:১৫
রিম সাবরিনা জাহান সরকার বলেছেন: ধন্যবাদ রাজীব ভাই। ভাল থাকুন।
১১| ১৩ ই এপ্রিল, ২০২০ ভোর ৬:০২
মলাসইলমুইনা বলেছেন: রিম সাবরিনা জাহান সরকার,
আপনার ভ্রমণের সিঙ্গেল বা সিরিজ লেখাগুলোতে আপনি পাঠকদের ইচ্ছায় অনিচ্ছায় আপনার সাথে ঘুরতে নিয়ে যান সন্তোরিনি থেকে শুরু করে মসলার দ্বীপ, আল্পবাখের বাঁকে বা ঘরের পাশে কোরাল দ্বীপের্ চুনিপান্নার খোঁজে (কবুল করছি আমার মতো ঘরকুনোর জন্য মাঝে মাঝেই তাল মিলানো কঠিন সেই গতির ভ্রমণে যার জন্য চুনি পান্নাসম আপনার সব লেখাও পড়া হয়ে উঠে না ) । কিন্তু এই লেখায় আপনি ভ্রমণ নয় এখনকার এই স্থির সময় আর একটা স্থানেরই জীবন যন্ত্রণার যে গল্পটা বললেন সেটা পড়তে পড়তে আমি নিজেই যেন ঘর ছেড়ে ঘুরে এলাম (মানে ভ্রমণ করে এলাম ) মিউনিখের বাঁকে ডরোথি, রড্রিগো, ফ্রাউ মায়ারের (এই মহিলা আবার ১৯৭৪ -এ জার্মানির বিশ্বকাপ সকার জয়ী দলের বিশ্বখ্যাত গোলকিপার সেপ মায়ারের কিছু হয় নাতো) ও অবশ্যই সাবরিনার সাথে -----হাহাহা । বাঘবন্দী খেলা ছেড়ে উঠে আসা লেখা সব সময়ের মতই ঐন্দ্রজালিক। ও আচ্ছা, তুরু মিয়ার খবর কি ? বোরড হয়ে যাচ্ছে না লক ডাউনে ? সবাই আপনারা ভালো থাকুন স্রষ্টার অপার করুণাধারায় সেটাই চাওয়া ।
১৩ ই এপ্রিল, ২০২০ রাত ৮:২৮
রিম সাবরিনা জাহান সরকার বলেছেন: সালাম জানবেন। তুরু মিয়া ভাল আছে। তাকে ভাল রাখতে গিয়ে নিজেদেরও ভাল থাকতে হচ্ছে।
এমন জলের মত কথাগুলোর জন্যে আন্তরিক ধন্যবাদ। আপনারাও খুব ভাল থাকবেন আর মনে জোর রাখবেন। স্রষ্টা সবার সহায় হোক।
১২| ১৩ ই এপ্রিল, ২০২০ রাত ৮:৪৪
শের শায়রী বলেছেন: আল্পবাখের লেখাগুলো পড়ে আপনার লেখা আর মিস দেই না। আমারো বিরাট এক টাক আছে, কিন্তু কোন কালে কেউ ডরোথি হয় নি ভালো থাকুন সাবধানে থাকুন। আচ্ছা ভালো কথা ফ্রাউ আর ফ্রাউলিনের মাঝে কি কোন পার্থক্য আছে? এটা কি মিস আর মিসেস এর মত?
১৪ ই এপ্রিল, ২০২০ বিকাল ৪:৫৮
রিম সাবরিনা জাহান সরকার বলেছেন: এমন দুর্দান্ত লেখককে পাঠক হিসেবে পেয়ে বর্তে গেলাম। 'ফ্রাউলিন' সত্তুরের দশক থেকে তেমন আর একটা জনপ্রিয় না। অববাহিতাদের সম্বোধন করা হত। এক রকমের সামাজিক বিভেদ টেনে দায় বলে একজন সবাই আমরা ফ্রাউ হয়ে গিয়েছি।
ডরোথি আসুক একজন-এই কামনা করছি। হাহা।
১৩| ২২ শে এপ্রিল, ২০২০ রাত ১২:০৬
অদ্ভুত_আমি বলেছেন: মেঘ কেটে যাবে সেই প্রত্যাশায় আমরা সবাই ।
২২ শে এপ্রিল, ২০২০ রাত ১:৩৭
রিম সাবরিনা জাহান সরকার বলেছেন: জি, মনে সাহস রাখবেন। ধন্যবাদ ব্লগে আসার জন্যে।
©somewhere in net ltd.
১| ১১ ই এপ্রিল, ২০২০ রাত ৮:৫৪
কোথাও কেউ নেই বলেছেন: সুন্দর লিখেছেন