নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হইচই, হট্টগোল এড়িয়ে চুপচাপ, নিরিবিলিতে লুকিয়ে থাকতে ভাল লাগে।

রিম সাবরিনা জাহান সরকার

যা-ই লিখি, কাঠবিড়ালীর মত এখানে জমিয়ে রাখি। https://rimsabrina.blogspot.com/

রিম সাবরিনা জাহান সরকার › বিস্তারিত পোস্টঃ

Discrete Memoir

১৯ শে এপ্রিল, ২০২০ রাত ৩:৩৯



How I miss sitting at the Uyghur restaurant all by myself,
Devouring the spicy noodles
Or sipping on Turkish tea
With lots of sugar,
Listening songs so foreign yet so familiar
Looking idly through the glass,
Watching kids laughing
Men, women minding their business,
And the tempting smell of food i didnt order
To bring me back to reality and regret,
And to people sitting around,
Black, white, beige, brown
How we felt so home
Being only tables apart
Those broken overheard words, slipped smiles or strange silence
How they means so much now
Now they have all gone
Through the thin air
And only memories left to share.

-18.04.20

মন্তব্য ১৮ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ১৯ শে এপ্রিল, ২০২০ রাত ৩:৪৫

রাজীব নুর বলেছেন: ভালো।

২০ শে এপ্রিল, ২০২০ রাত ২:০৫

রিম সাবরিনা জাহান সরকার বলেছেন: ধন্যবাদ রাজীব ভাই।

২| ১৯ শে এপ্রিল, ২০২০ ভোর ৪:১৭

চাঁদগাজী বলেছেন:


ইউরোপে থাকলে মাথা গরম থাকে?

২০ শে এপ্রিল, ২০২০ রাত ২:০৬

রিম সাবরিনা জাহান সরকার বলেছেন: কিছুটা স্যার। ভাল আছেন?

৩| ১৯ শে এপ্রিল, ২০২০ ভোর ৪:৩৮

বিভ্রান্ত পাঠক বলেছেন: Only memories left to share ❤

২০ শে এপ্রিল, ২০২০ রাত ২:০৫

রিম সাবরিনা জাহান সরকার বলেছেন: সেই।

৪| ১৯ শে এপ্রিল, ২০২০ সকাল ১০:৩০

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: মাইকেল মধুসুদন দত্ত সাহেবও ইংরেজ হতে চেয়েছিলেন কিন্তু হতে পারেননি শেষে বাংলায় লিখেই খ্যাতি পেয়েছেন।

১৯ শে এপ্রিল, ২০২০ সন্ধ্যা ৬:১১

রিম সাবরিনা জাহান সরকার বলেছেন: সহমত। কিন্তু দিনে দুহাতে খেটে খাই আর রাতে হাত পা ছড়িয়ে দুলাইন লিখি বা গলা ছেড়ে গাই, এমন ভয়ংকর সাধারণ আর গড়পড়তা লোকেদের হাইকোর্ট, সাহিত্যের মূলা কিংবা মধুসূদন দেখিয়ে কি লাভ বলুন। ওটা বরং ঝোলা ঘাড়ে ঘুরে বেড়ানো বিলাসী লেখক কবিদের জন্যে তোলা থাকুক।

৫| ১৯ শে এপ্রিল, ২০২০ দুপুর ১২:৩৩

নেওয়াজ আলি বলেছেন: Charming

২০ শে এপ্রিল, ২০২০ রাত ২:০৬

রিম সাবরিনা জাহান সরকার বলেছেন: ধন্যবাদ।

৬| ২১ শে এপ্রিল, ২০২০ রাত ৯:৪৫

খায়রুল আহসান বলেছেন: সময়ের প্রামাণ্যিক কবিতা। শিরোনামটাও উপযুক্ত হয়েছে।
যে খাবারের অর্ডার দেইনি, সে খাবারটার ঘ্রাণ এবং লুক টা আকর্ষণীয়ই হয়ে থাকে, আমার বেলাতেও এমনটি অনেক সময় হয়ে থাকে।
৪ নং প্রতিমন্তব্যটা চমৎকার হয়েছে।

২২ শে এপ্রিল, ২০২০ রাত ১:৪২

রিম সাবরিনা জাহান সরকার বলেছেন: তুখোড় মন্তব্যের জন্যে আন্তরিক ধন্যবাদ, স্যার!

৭| ২২ শে এপ্রিল, ২০২০ রাত ১০:৩৬

আল-ইকরাম বলেছেন: আমি কোন সমঝদার ব্যক্তি নই। আপনার লেখাটি পড়ে আমার ভাল লেগেছে। শুভ কামনা রইল।

২৩ শে এপ্রিল, ২০২০ ভোর ৪:০৭

রিম সাবরিনা জাহান সরকার বলেছেন: নিজেও সমঝদার নই। মনের খোরাক যোগাতে লিখে ফেলি মনে যা আসে। শুভ কামনা আপনার জন্যেও।

৮| ২৯ শে এপ্রিল, ২০২০ রাত ৩:৩৬

আর্কিওপটেরিক্স বলেছেন: আপনার কবিতা পড়ে কেন যেন হারুকি মুরাকামির এই কথাটি মনে পড়লোঃ
Memories warm you up from the inside. But they also tear you apart.

কবিতার মতো, আমিও মনে করি, সবকিছু চলে যেতে পারে কিন্তু স্মৃতিরা রয়ে যায়। হয়তোবা মনের চিলেকোঠার গহীন অন্ধকারে কিংবা বসার ঘরে।

কবিতায় ভালোলাগাটুকু রেখে গেলাম :)

২৯ শে এপ্রিল, ২০২০ রাত ১০:২৩

রিম সাবরিনা জাহান সরকার বলেছেন: অনেক ধন্যবাদ এমন সুন্দর করে কথাগুলো বলার জন্যে। অনেক ভাল থাকবেন।

৯| ২৫ শে মে, ২০২০ ভোর ৬:২৪

ইসিয়াক বলেছেন: ঈদের শুভেচ্ছা রইলো আপু।
নিরন্তর শুভকামনা।

২৯ শে মে, ২০২০ বিকাল ৩:১৭

রিম সাবরিনা জাহান সরকার বলেছেন: নিরন্তর শুভকামনা!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.