নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যা-ই লিখি, কাঠবিড়ালীর মত এখানে জমিয়ে রাখি। https://rimsabrina.blogspot.com/
১.
সাল ২০১৮। মিউনিখ বিমানবন্দর। থলথলে সুখী সুখী চেহারার এক মহিলা পুলিশ দ্রুত ধেয়ে আসছে। তার চেয়েও দ্রুত হেঁটে পালিয়ে যাবো, সে উপায় নেই। এখন কি মামলা ঠুকে দেয় সেটাই দেখার বিষয়। এয়ারপোর্টে সবার সামনে মান ইজ্জত ফেঁসে শেষে কিয়েক্টা অবস্থায় দাঁড়াবে, ঠোঁটে মেকি হাসি টেনে তাই ভাবছি।
‘বাচ্চাটা কি তোমাদের? ওভাবে কাঁধে নিয়েছো কেন?'
বলা মাত্র ছেলের বাবা তাকে কাঁধ থেকে নামিয়ে সোজা দাঁড় করিয়ে দিল। কিন্তু ভিকটিম বাবাজী মাটিতে পা পড়ামাত্র ঈশান কোনের দিকে দিল এক ভোঁ দৌড়। সেখানে এয়ারপোর্ট পুলিশের গলফ কার্টগুলো পার্ক করা। তেমন একটা গাড়ি হাকিয়ে সে পালিয়ে যাবে, এই হল ধান্দা। এতক্ষনে পুরো ব্যাপারটা আঁচ করতে পেরে পুলিশ ভদ্রমহিলা তার থলথলে শরীর বিদ্যুৎবেগে উড়িয়ে নিয়ে সম্ভাব্য গাড়ি চোর বরাবর ছুট লাগালো। মুহূর্ত আগের আসামী বাবা-মা আমরা বিনা লড়াইয়ে মামলা জিতে এবার তাড়িয়ে তাড়িয়ে চোর-পুলিশ খেলে দেখতে লাগলাম।
বেশিক্ষন মজা নেয়া গেল না। কারন, কালপ্রিট ধরা পড়ে পুলিশ আপার হাতের ফোঁকরে হাত ঝুলিয়ে পায়ে পায়ে ফিরে আসছে।
‘ছেলে তো মারাত্মক চঞ্চল। কিন্তু বকাঝকা একদম বারণ। বুঝিয়ে বলবে, কেমন? নইলে বড় হয়ে গুন্ডা টুন্ডা বনে যাবে...।’ বলেই গুন্ডা ছেলে হাতে গছিয়ে দিয়ে সে বিদায় নিল তখনকার মত। চোখের আড়ালে চলে যেতেই তার শিশুপালন বিষয়ক জ্ঞান মাথা ঝাঁকিয়ে বাম কান দিয়ে বের করে আবার ছেলে কাঁধে ফেলে চেক-ইনটা কোন দিকে খুঁজতে রওনা দিয়ে দিলাম। বাঙালি বাবা-মা বলে কথা।
জার্মান সময়ানুবর্তিতা মেনে প্লেন ছাড়ল ঘড়ির কাটায়। ঘন্টা পাঁচেকের মাঝারি লম্বা ভ্রমন। মিউনিখ টু টেনেরিফে। নভেম্বরের হাড় কাঁপানো শীতকে ভেংচি কেটে ইউরোপের এক মাথা থেকে আরেক মাথায় পালিয়ে যাচ্ছি আফ্রিকার গা ঘেষে দাঁড়ানো স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জে। টেনেরিফে তারই এক দ্বীপ। মনের ভেতর জেল ডিঙ্গানো ফেরারীর আনন্দ। ভারী জ্যাকেটগুলো খুলে ওভারহেড ব্যাংকারে পুরে আরাম করে বসলাম।
‘উফ্, এ্যাইকক্...!’ শান্তিতে আর বসা গেল কই। পাজি ছেলেটা সামনের আসনের কারো চুল টেনে দিয়েছে। বছর ষাটেকের প্রৌঢ়া ঘাড় ঘুরাতে ঘুরাতে অপ্রস্তুত আমি বার দশেক ছেলের হয়ে স্যরি বলে ফেললাম। ভদ্রমহিলা হালকা হেসে, ‘আহা, ছেলেমানুষ, ইটস ওকে‘ বলে ফিরে বসলেন। তবে আরো তিন-চারবার চুলে টান খাবার পরে সেই একই ভদ্রমহিলা আমাদের মাতা-পুত্রকে একযোগে দৃষ্টি দিয়ে ভস্ম করে দিলেন। তারপর পাশের সিটের যাত্রীর সাথে আসন বদলে নাগালের বাইরে চলে গেলেন। বেয়ারা ছেলেটা যে কোন ফাঁকে সুযোগ কাজে লাগায়! কিন্তু যা ঘটার তা তো ঘটেই গেছে। সুতরাং, ছাই ভষ্ম ফুঁ দিয়ে উড়িয়ে জানালার বাইরে নির্লিপ্ত দৃষ্টি ছুড়লাম।
২.
মেঘ কেটে নেমে যাচ্ছি। আকাশী নীলের জগত থেকে সাগর নীলে নামছি যেন। আরো নামতেই আটলান্টিকের বুক গোটা আষ্টেক বড় সড় দ্বীপ আর কিছু খুচরো দ্বীপের অবয়ব ভেসে উঠল। ছোট বড় পুঁতি মিলিয়ে গাঁথা মালার মত এক সুবিশাল দ্বীপমালা। এই সব মিলিয়েই ক্যানারি আইল্যান্ড। ভূগোলের ভাষায় তাকে আদর করে ডাকা হয় ‘আর্কিপেলাগো’ বলে। তারই একটা লালচে দ্বীপ বরাবর ছুটে চলছে আমাদের বিমান।
ক্যাপ্টেন আর বিমানবালাদের তাড়ায় পড়ে সিটবেল্ট বাঁধছি। হঠাৎ মনে হল, টেনেরিফে নিয়ে অনেক আগে কোথাও কিছু একটা পড়েছি বা ডকুমেন্টরি দেখেছি যেন। ঘটনা বা দুর্ঘটনা। হাজার স্মৃতি ঘেটেও লাভ হল না। ওদিকে প্লেন নাক নামিয়ে মাটি ছুঁলো বলে। আর তখনি মনে পড়ল ব্যাপারটা।
টেনেরিফে এয়ারপোর্ট, ১৯৭৭। রানওয়েতে হালকা কুয়াশা কেটে ৭৪৭ জাম্বো জেট টেক অফের জন্যে দৌড়াচ্ছে। কেউ কিচ্ছু টের পেল না যে আরেকটা ৭৪৭ উল্টো দিক থেকে নাক বরাবর ঘন্টায় দুইশ মাইল গতি নিয়ে ছুটে আসছে। শেষ মুহুর্তের কোনো চেষ্টাই কাজে এল না। স্ফুলিঙ্গ তুলে ঘটে গেল বিমান ইতিহাসের সবচেয়ে বড় দুর্ঘটনা। মিনিটের ব্যবধানে প্রায় ছয়শ মানুষ হারিয়ে ছাই।
কাহিনী মনে পড়ার আর ভাল সময় পেল না। আমাদের রায়ান এয়ারের পলকা প্লেনটাও প্রকান্ড এক ঝাঁকি মেরে রানওয়ে ছুঁয়ে প্রায় ছেঁচড়ে যেতে থাকলো। ‘পাগলা ঘোড়া ক্ষেপেছে, চাবুক ছুড়ে মেরেছে’ অবস্থা। অস্বস্তিতে কলিজা খামচে বসে থাকলাম।
অবশ্য মিনিট খানেক বাদেই ভয় উবে গেল। ধুলো উড়িয়ে পাগলা ঘোড়ার খুর থেমেছে। কিন্তু এ কোথায় এসে পড়েছি? চারিদিক আলোয় আলোয় ঝলসে যাচ্ছে। মিউনিখের মেঘে ঢাকা ঘোলাটে গুমোট দিন দেখে অভস্ত্য চোখে তাতানো রোদ সইছে না। পিটপিট চোখে হাতড়ে হাতড়ে বেরিয়ে আসলাম একে একে।
৩.
ভাড়া করা গাড়িটা মসৃন হাইওয়ে ধরে দুর্বার গতিতে ছুটছে। ইচ্ছে করেই হোটেল অনেক দূরে নেয়া হয়েছে। লোকালয় থেকে দূরে থাকা যাবে। হাতুড়ি বাটালি পিটিয়ে গড়া শহরে দেখার কি আছে? রঙ বেরঙের ইটকাঠ আর সুরকি ছাড়া? তার চেয়ে পাহাড়, সাগর, খোলা আকাশ ঢের ভাল। তাছাড়া, বহুদিন শীতের দেশে থেকে খানিকটা নবাব হয়ে গিয়েছি। সামান্য গরমেই ননীর পুতুল ঘেমে গলে যাই। টেনেরিফের নভেম্বরকে রীতিমত কাঠাফাটা জুলাই বলে ভুল হচ্ছে। সাগরপাড়ে হয়ত গরমটা কম হবে।
ড্রাইভার নিজে উদ্যোগে আলাপী হয়ে কথা জুড়েছে। আমরা পথের ক্লান্তিতে কুপোকাৎ। মাঝে মাঝে হ্যাঁ-হুঁ করছি ভদ্রতার খাতিরে। আর সে বকেই চলছে। পুরো ক্যানারি আইল্যান্ড নাকি আগ্নেয়গিরির অগ্ন্যুতপাতের ফল। আগ্নেয়গিরি এই দ্বীপমালাকে সাগর থেকে টেনে তুলেছে। বলা যায় না, কবে আবার আগ্নেয়গিরির মাথা বিগড়ে যায় আর দ্বীপগুলোকে গলন্ত লাভার স্রোতে তলিয়ে ফেলে। সবই প্রকৃতির লীলা। আসতে না আসতেই গরম লাভায় ডুবিয়ে মারার কথায় সামান্য চুপসে গেলাম। এ কেমন অভ্যর্থনা রে বাবা!
টেনেরিফে পেশাদার পর্যটন অঞ্চল। পাহাড়ি পথের দুপাশে ক্লাব আর অল-ইনক্লুসিভ রিসোর্টের ছড়াছড়ি। মোট কথা, প্রমোদ দ্বীপ। সেখানে ছাও-পাও নিয়ে গিয়ে কতখানি আমোদ করা যাবে, ভেবে কপালে তিন-চারটে ভাঁজ পড়লো।
প্রায় এক ঘন্টা পর হোটেলে পৌঁছে অবশ্য মুচকি হাসি ফুটলো। সামনেই উথাল পাথাল ঢেউ আছড়ে পড়েছে সৈকতে। জায়গাটা কোলাহল থেকে বহু দূরে। আমোদ-প্রমোদের মত চটুল শব্দগুলো ঢেউয়ের ঝাপটায় কই যে ভেসে চলে গেলো, হদিসই পেলাম না। তাজা নোনা বাতাস নিমিষেই ক্লান্তি ঘুঁচিয়ে কর্পূরের মত উড়িয়ে দিল। দীর্ঘ যাত্রার শেষে শুরু হল আসল ভ্রমন। (চলবে)
ছবি কৃতজ্ঞতায়ঃ আদিবা আমাথ
২০ শে জুলাই, ২০২০ ভোর ৪:৪১
রিম সাবরিনা জাহান সরকার বলেছেন: স্যার, আমি বেশিরভাগ সময়ে পাতালরেল কিংবা সাইকেলে থাকি। তবে গাড়ি বা প্লেনে চাপার বিরল সুযোগ পেলে ফেনিয়ে লিখতে ছাড়ি না।
২| ২০ শে জুলাই, ২০২০ ভোর ৪:৫৬
চাঁদগাজী বলেছেন:
আপনার দৌড়ের সাথে তাল মিলাতে গিয়ে আপনার স্বামীর কি অবস্হা, জুতার তলা মেরামত করাতে হচ্ছে নাতো?
২১ শে জুলাই, ২০২০ রাত ১:৫১
রিম সাবরিনা জাহান সরকার বলেছেন: জুতার তলা ক্ষয়ে গেলে সারিয়ে দেবো। আগে তো ক্ষয়ে গিয়ে দেখাক।
৩| ২০ শে জুলাই, ২০২০ ভোর ৪:৫৬
মা.হাসান বলেছেন: ফ্রাউ আদিবা কি এই ভ্রমনেও সঙ্গি ছিলেন? আরো ছবি হলে ভালো হয়।
বাঙলার ঘরে ঘরে আজকাল সব ছেলেরাই মনে হয় তাফসুর মতো 'নিরীহ'; এমনকিপরিচিত দু একজনের মেয়েরাও-- কাজেই সুখ্যাতি করে অভিনন্দন পাবেন বলে মনে হয় না।
টেনেরিফের অনেক নাম শুনেছি (কিছুটা সুনাম- অনিন্দ সুন্দর সাগরের জন্য, কিছুটা দুর্নাম মাতাল ব্রিটিশদের জন্য), আপনাদের সুবাদে এই সুযোগে যদি একটু ঘুরে আসতে পারি!
২১ শে জুলাই, ২০২০ রাত ২:০৫
রিম সাবরিনা জাহান সরকার বলেছেন: ফ্রাউ আদিবাকে ধরে ছবি যোগাড়ের চেষ্টা চলছে। নিজে কিছুটা উদাসীন ছবি তোলা বা আর্কাইভ করার ব্যাপারে। স্বভাবটা গেল না।
৪| ২০ শে জুলাই, ২০২০ ভোর ৬:০৮
নেওয়াজ আলি বলেছেন: সুন্দর বর্ণনা করেছেন । ভালো লাগলো
২১ শে জুলাই, ২০২০ রাত ২:০৬
রিম সাবরিনা জাহান সরকার বলেছেন: অনেক ধন্যবাদ!!
৫| ২০ শে জুলাই, ২০২০ ভোর ৬:০৯
ইসিয়াক বলেছেন: পরবর্তী পর্বের অপেক্ষায়.......
সুপ্রভাত
২১ শে জুলাই, ২০২০ রাত ২:০৭
রিম সাবরিনা জাহান সরকার বলেছেন: দিন শেষের ক্লান্তি টপকে লিখে যাবার চেষ্টা করছি।
৬| ২০ শে জুলাই, ২০২০ সকাল ৯:০৯
বিদ্রোহী ভৃগু বলেছেন:
দ্বীপ থেকে দ্বীপান্তরে
দেশ থেকে দেশান্তরে
দারুন ভ্রমন চলুক অমন
ভার্চুয়ালী সংগী মোরা, কেমন!
+++
২১ শে জুলাই, ২০২০ রাত ২:০৮
রিম সাবরিনা জাহান সরকার বলেছেন: হা হা। তোফা বলছেন!! হ্যাটস্ অফ!
৭| ২০ শে জুলাই, ২০২০ সকাল ১০:১২
শেরজা তপন বলেছেন: আপনার ব্লগে প্রথমবার আসা। বর্ণনা চমৎকার- একটানে পড়লাম। ভালো লাগল- আরো লিখুন
২১ শে জুলাই, ২০২০ রাত ২:১৪
রিম সাবরিনা জাহান সরকার বলেছেন: অনেক কৃতজ্ঞতা। ব্লগ বাড়ির দোর হাট করে খোলা রইল।
৮| ২০ শে জুলাই, ২০২০ দুপুর ১:২১
রাজীব নুর বলেছেন: আপনার পোষ্ট পড়লেই মনে হয়- জীবন আনন্দময়।
২১ শে জুলাই, ২০২০ রাত ২:১৭
রিম সাবরিনা জাহান সরকার বলেছেন: জীবন আসলে প্যারাময়। কিন্তু আনন্দময় ভেবে নিয়ে এগোতে হয়। নইলে জীবন তার ভার দিয়ে গুড়িয়ে দিতে চায়।
৯| ২০ শে জুলাই, ২০২০ বিকাল ৪:৫৩
মোহামমদ কামরুজজামান বলেছেন: আহা কি চমতকার,বাংলাদেশের "লেডি বতুতা" টেনেরিফের প্রমোদ দ্বীপে - সাথে ক্ষুদে পালোয়ান তাপসু মিয়া(মিয়াও না ) ও তাদের অসহায় স্থানীয় অভিভাবক!!!!!!!!!!!
প্রমোদ দ্বীপে প্রমোদ না হোক ,আমোদ যে হবে এটা নিশ্চিত (প্রমোদে তাফসু মিয়ার কিছুটা ব্যাঘাত ঘটাইবার সম্ভাবনা মাথায় রেখে)।
তবে , আমরা পাঠকরা যে চমতকার একটা ভ্রমণ গল্প পাব এটা নিশ্চিত।তো শুরু হয়ে যাক "লেডি বতুতা" র আসল ভ্রমণ ।
আর আমরাও দেখতে থাকি আপনার চোখে টেনেরিফের সৌন্দর্য (ছবি অনেক হবে)।
২১ শে জুলাই, ২০২০ রাত ২:২১
রিম সাবরিনা জাহান সরকার বলেছেন: আজকে কাজের ফাঁকে আপনার মন্তব্যটা পড়ে অনেক হেসেছি একা একাই।
অনেক শুভ কামনা। পরের পর্বের সঙ্গী হবার নিমন্ত্রন রইল।
১০| ২১ শে জুলাই, ২০২০ বিকাল ৫:১৮
করুণাধারা বলেছেন: বাহ্! চমৎকার কাহিনী। একটানে পড়ে ফেললাম। এখন পরের পর্বের অপেক্ষা...
২১ শে জুলাই, ২০২০ সন্ধ্যা ৬:০১
রিম সাবরিনা জাহান সরকার বলেছেন: হঠাৎ অসুস্থ হয়ে লটোপটো অবস্থা। সামান্য সেরে উঠলেই লিখে ফেলবো। দোয়া করবেন আপু।
১১| ১৯ শে আগস্ট, ২০২০ সকাল ১০:৪৩
এস সুলতানা বলেছেন: দীর্ঘদিন সামুতে আসা হয়ে ওঠে না কাজের চাপে। আজ এসে ব্লাগের গেটাপ কেমন এলোমেলো মনে হচ্ছে। কোনো ছবি দেখতে পাচ্ছিনা কোনো ছবি পোস্ট ও করতে পারছিনা। এটা কি আমার কমপিউটারের সমস্যা নাকি ব্লাগের সেটাপের জন্য এমন দেখাচ্ছে কেউ বলবেন কি আমাকে?
২৩ শে আগস্ট, ২০২০ রাত ৩:০৮
রিম সাবরিনা জাহান সরকার বলেছেন: আপু, বিলম্বিত উত্তরের জন্যে ক্ষমাপ্রার্থী। কিন্তু এই বিষয়টা আমার জ্ঞানের বাইরে। আপনি ফেসবুকের সামু গ্রুপে পোস্ট দিয়ে দেখতে পারেন।
১২| ২৪ শে আগস্ট, ২০২০ বিকাল ৩:৪০
রোকনুজ্জামান খান বলেছেন: হাজারো কাজের ভিরে জীবন হয়ে উঠুক আনন্দময় এবং ভ্রমনময়। ভালো লাগা রইলো।
২৮ শে আগস্ট, ২০২০ রাত ১:৫৪
রিম সাবরিনা জাহান সরকার বলেছেন: অনেক ধন্যবাদ। আপনার জন্যেও রইল শুভ কামনা। সুস্থ আর নিরাপদে থাকবেন।
©somewhere in net ltd.
১| ২০ শে জুলাই, ২০২০ ভোর ৪:২৩
চাঁদগাজী বলেছেন:
আপনি কি প্লেন ও গাড়ীতে থাকেন সব সময়?