নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কি আর বলবো নিজের সম্পর্কে! কিছুই বলার নাই।

I love politics. I want death of those who killed our Army officers.

রিনকু১৯৭৭

দেশ নিয়ে খুব চিন্তায় মগ্ন থাকি। ভালবাসি আমার এই দেশটাকে।

রিনকু১৯৭৭ › বিস্তারিত পোস্টঃ

চলুন ফুটবল খেলা দেখি মাঠে গিয়ে।

১০ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১২:২২



আমি যদিও মোহামেডানের সাপোর্টার কিন্তু সেদিনের আবাহনীর খেলা দেখে খুবই মুগ্ধ হয়েছি। যথেষ্ট ভালো খেলে ২--১ গোলে আবাহনী জিতে প্রিমিয়ার ফুটবলের গোপালগঞ্জ পর্ব শেষ করলো। আজ শনিবার থেকে ঢাকার বঙ্গবন্ধু স্টেডিয়ামে আবার খেলা শুরু হবে। আজকের খেলা শেখ জামাল বনাম ব্রাদার্স ইউনিওন ও শেখ রাসেল বনাম আবাহনী। অনেকে চ্যাম্পিয়নস লীগ, লা লীগা, ইংলিশ প্রিমিয়ার লীগ, বুন্দেসলিগা বা সিরি আ্য দেখায় ব্যস্ত থাকে কিন্তু আমি চরমভাবে পছন্দ করি আমাদের দেশের ফুটবল লীগ। ফুটবল প্রেমীদের মাঠে গিয়ে খেলা দেখা উচিত। প্রিমিয়ার ফুটবলের গোপালগঞ্জ পর্বের অনেকগুলো খেলাই আমার দেখা হয়েছে। বেশ ভালো লেগেছে। মাঠে দর্শকদের দেখে এতটুকুই বুঝতে পারলাম যে আমরা হয়তো ফুটবলের সেই সোনার দিনগুলিতে ফিরে যাচ্ছি। দেশের ফুটবলকে সে সোনালি দিনগুলি ফিরে পেতে হবে আর এই দায়িত্ব শুধু খেলোয়ারদের নয় সেটি আমাদের সবারই। খেলোয়াড়দের যদি মাঠে না গিয়ে সমর্থন দেই তাহলে তারা উৎসাহ পাবে কোথায়? আজকে ক্রিকেট যে অবস্থানে রয়েছে সেটার পিছনে কিন্তু দর্শক ও ক্রিকেট প্রেমীদের সমর্থন বেশ বড় ভূমিকা রেখেছে।

বেশী বেশী দেশের ফুটবল দেখি কারণ এবারে যে কয়টি খেলা আমি দেখিছি আমার কাছে মনে হয়েছে যে আমাদের দেশের ফুটবল উন্নতি করছে। তাও সময় লাগবে বড় বড় টুর্ণামেন্টে চ্যান্স পেতে গেলে কিন্তু নিজেদের মধ্যে যদি বেশী করে না খেলা হয় তাহলে খেলোয়াড়রা কিভাবে নিজেদের প্রস্তুত করবে?

আসুন মাঠে গিয়ে ফুটবল দেখি, দেশের ফুটবল কে বিশ্ব-দরবারে পৌছাই।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.