নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কি আর বলবো নিজের সম্পর্কে! কিছুই বলার নাই।

I love politics. I want death of those who killed our Army officers.

রিনকু১৯৭৭

দেশ নিয়ে খুব চিন্তায় মগ্ন থাকি। ভালবাসি আমার এই দেশটাকে।

রিনকু১৯৭৭ › বিস্তারিত পোস্টঃ

টিভি সিরিজ রিভিউ: The Man in the High Castle

২০ শে মে, ২০১৭ সকাল ৯:০৭



৪--৫ মাস পর রিভিউ লিখতে বসলাম। অনেক ম্যুভি রিভিউ লেখার কথা ছিল কিন্তু সময়টা যে বের করবো সেটাই হচ্ছিলো না। তবে আজকে কোন সিনেমা রিভিউ লিখবো না। আজকে একটি টিভি সিরিজের ওপর লেখার চেষ্টা করবো। ইন্টারনেটের মাধ্যমে জানতে পারলাম The Man in the High Castle নামের একটি চমৎকার টিভি সিরিজের কথা। টিভি সিরিজের রেটিং অনেক ভালো। কালক্ষেপন না করে তাড়াতাড়ি ডাউনলোড করতে দিলাম। টিভি সিরিজটার গল্পটি পড়ে এতটাই ভালো লাগলো যে আর সহ্য করতে পারছিলাম না না দেখে থেকে। অবশেষে যখন ডাউনলোড শেষ হলো তখন আর দেরি না করে দেখা শুরু করলাম। সত্যিই অসাধারণ একটি টিভি সিরিজ। একটার পর একটা পর্ব না দেখে থাকতে পারছিলাম না। প্রথমে ভেবেছিলাম দিনে একটি করে পর্ব দেখবো কিন্তু টানা যে দেখতে থাকবে সেটা ভাবিনি।



টিভি সিরিজটার ঘটনাটা সংক্ষেপে বলি। একবারের জন্য ভাবুনতো পৃথিবীটা কেমন হতো যদি দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মানী আর জাপান জিততো? দেখানো হয় যে যুদ্ধে আমেরিকা হেরে যাবার পর আমেরিকার এক অংশ জার্মানীর আর আরেক অংশ জাপানের অধীনে। সেখানে চলতে থাকে সব ধরনের স্বৈরাতান্ত্রিক কর্মকান্ড। হিটলার জীবিত আছে এবং হিটলারের নাৎসী বাহিনী ঠিক যেভাবে আতংক বিরাজ করতো সর্বত্র ঠিক সেইভাবেই তারা আমেরিকায় শাষন করতে থাকে। সবাইকি আর মুখ বুজে সবকিছু সহ্য করে নেয়? ঘটনা বিস্তারিত আর জানাতে চাইনা। আপনারা দেখবেন আশাকরি।

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২১ শে মে, ২০১৭ রাত ১:৫২

বিচার মানি তালগাছ আমার বলেছেন: ওয়াও। মনে হচ্ছে ভালোই হবে কাহিনী। দেখতে হবে...

২| ২৫ শে মে, ২০১৭ সন্ধ্যা ৬:১৯

সালমান মাহফুজ বলেছেন: টিভি সিরিজের প্রতি আগ্রহ কম । তবু লেখাটা পড়ে মনে হচ্ছে টপিকটা বেশ ইন্টারেস্টিং ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.