নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কি আর বলবো নিজের সম্পর্কে! কিছুই বলার নাই।

I love politics. I want death of those who killed our Army officers.

রিনকু১৯৭৭

দেশ নিয়ে খুব চিন্তায় মগ্ন থাকি। ভালবাসি আমার এই দেশটাকে।

রিনকু১৯৭৭ › বিস্তারিত পোস্টঃ

Blade Runner 2049 ভাল লাগার মতো একটি সিনেমা।

১৩ ই অক্টোবর, ২০১৭ রাত ১১:৫৪



হুট করেই সিদ্ধান্ত নিলাম সিনেপ্লেক্সে গিয়ে সিনেমা দেখবো। ব্যস, আর ঠেকায় কে! বাসে উঠে পড়লাম। বসুন্ধরা গিয়ে যোহর পড়ে টিকিট কাটলাম। Blade Runner 2049 সিনেমা দেখব। সিনেপ্লেক্সের ফুড কোর্ট থেকে খাবার কেনাটা ছিল চরম ভুল। এর আগেও এখান থেকে খাবার কিনে পেট খারাপ হয়েছিল আর আজও কয়েকবার টয়লেট সারতে হলো। খাবারটা না কিনলেই পারতাম। Blade Runner 2049 সিনেমা এখন সিনেপ্লেক্সে চলছে।



আপনারা ইচ্ছে করলে দেখে আসতে পারেন তবে সিনেমাটি সবার জন্য নয়। সিনেমার কাহীনিটা অসাধারণ কিন্তু খুব স্লো ঠিক প্রথম Blade Runner সিনেমার মতো। ধীর গতির ছবি এটি তাই এই সিনেমা সকলের জন্য নয়। অনেকেই দেখে মজা পাবেন না। তবে আমি বেশ মজা পেয়েছি। আমার কাছে চমৎকার লেগেছে। ১৯৮২ সালের প্রথম Blade Runner সিনেমা না দেখে আবার Blade Runner 2049 সিনেমাটি দেখেন না! কিছুই বুঝবেননা! ১৯৮২ সালের ছবিটিও বেশ অসাধারণ ছিল তবে সেটিও অনেক স্লো ম্যুভি ছিল। তবে ভালো লাগবে দেখে। Blade Runner 2049 ছবিতে Hans Zimmer এর সাউন্ডট্র্যাকগুলো ছিল জটিল। কাহীনি আমার কাছে বেশ ভালো লেগেছে। আমি ৮ দেব ১০ এ।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১৪ ই অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৭:৩৭

সুমন কর বলেছেন: আগেরটি দেখেছি, এটি দেখবো। তবে দেরীতে।

একটু রিভিট দিতে পারতেন ....

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.