নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কি আর বলবো নিজের সম্পর্কে! কিছুই বলার নাই।

I love politics. I want death of those who killed our Army officers.

রিনকু১৯৭৭

দেশ নিয়ে খুব চিন্তায় মগ্ন থাকি। ভালবাসি আমার এই দেশটাকে।

রিনকু১৯৭৭ › বিস্তারিত পোস্টঃ

Logan সিনেমা রিভিউ। অসাধারণ একটা সিনেমা।

০৫ ই জানুয়ারি, ২০১৮ রাত ৮:৫৪



শুক্রবার বাসায় বসে কি করা যায় চিন্তা করছিলাম। সকাল থেকে প্রচন্ড শীতে কাবু হয়ে গিয়েছিলাম। বাইরে যাওয়ার মতো কোন পরিস্থিতি ছিলনা। জুম্মার নামায পড়ে আসা ছাড়া বাইরে আর যাওয়া হয়নি। ভাবলাম Hugh Jackman এর Logan সিনেমাটা এখনো দেখা হয়নি তাই সেটাই দেখি। যেমন ভাবা তেমন কাজ। Hugh Jackman এমনিতেই আমার প্রিয় একজন অভিনেতা। Logan হলো ২০১৭ সালের American superhero ছবি। X-Men film series এটি দশম পর্ব।

X-Men সিনেমার সবক'টি সিরিজ আমার দেখা এবং সবক'টিই আমার কাছে বেশ অসাধারণ লেগেছে। সেই ২০০০ সাল থেকে শুরু হওয়া X-Men সিরিজ এখনও জনপ্রিয় সবার কাছে।

1) X-Men (2000)
2) X2 (2003)
3) X-Men: The Last Stand (2006)
4) X-Men Origins: Wolverine (2009)
5) X-Men: First Class (2011)
6) The Wolverine (2013)
7) X-Men: Days of Future Past (2014)
8) Deadpool (2016)
9) X-Men: Apocalypse (2016)
10) Logan (2017)



Logan সিনেমার ডাইরেক্টর James Mangold ভালই পরিচানা করেছেন। Hugh Jackman Logan চরিত্রে ছিল এবং সেটা আমরা সবাই জানি যে ১৭ বছর ধরে এই চরিত্রে সেই অভিনয় করে আসছে। Logan এর চরিত্রে আসলে অন্য কাউকে মানাতো না। Hugh Jackman কেই মানায়।



ছবিতে Logan তার মেয়ের সাথে সাক্ষাৎ পায়। তার মেয়েও তার মতো মিউট্যান্ট। দুর্দান্ত অভিনয় ছিল ছোট্ট মেয়েটার। শেষের দিকে করুণ পরিনতি ভোগ করতে হয় Logan কে। সেটা বিস্তারিত বললে যদি আবার spoiler হয়ে যায় তাই না বলাটাই শ্রেয়। Sound Composition-এ Marco Beltrami-র কাজ প্রশংসার দাবী রাখে।

সবশেষে এই সিনেমাকে আমি দেব ৯.৫/১০-এ। শীতে কম্বলের তলায় চুপচাপ বসে থেকে আপনারা এই ছবি উপভোগ করতে পারেন।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৫ ই জানুয়ারি, ২০১৮ রাত ৯:০১

প্রতিভাবান অলস বলেছেন: এই মুভির শেষে লোগান মরে যায় :-P

২| ০৫ ই জানুয়ারি, ২০১৮ রাত ১১:১৮

অাব্দুল্লাহ অাল কাফি বলেছেন: দেখার চেষ্টা করব।এখন একটা মিষ্টি শীতসকালের অপেক্ষা...

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.