নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দেশ নিয়ে খুব চিন্তায় মগ্ন থাকি। ভালবাসি আমার এই দেশটাকে।
Guillermo del Toro-র সিনেমা The Shape of Water দেখলাম এবং সত্যিকার অর্থে আমাকে স্বীকার করতেই হবে যে এই সিনেমা ২০১৭ এর সেরা ৫ সিনেমার একটি। অসাধারণ লেগেছে পুরো সিনেমাটি দেখে। ইতোমধ্যে সবাই জেনে গিয়েছি যে এই ছবি ১৩টি অস্কারের জন্য মনোনীত হয়েছে।
প্রধান চরিত্রে থাকা Sally Hawkins এর অভিনয় ছিল দেখার মতো। পুরো ঘটনা আর বলছিনা কারণ সেটা spoiler হয়ে যাবে। অনেকে হয়তো এখনো দেখিনি এই ছবি। Sally Hawkins দুর্দান্ত অভিনয় করেছে। সেরা অভিনেত্রীর পুরষ্কারটা হয়তো সে পেয়েও যেতে পারে।
Best Picture ক্যাটাগরীতে The Shape of Water জিতে যেতে পারে যদিও আমি চাই Christopher Nolan এর Dunkirk জিতুক। জানি না কি হবে। Best Director Guillermo del Toro হবে নাকি Christopher Nolan হবে তাও বলাটা দুষ্কর। Christopher Nolan এর Dunkirk ছবিটা ছিল অসাধারণ। সেটাকে কি The Shape of Water টপকাতে পারবে?
The Shape of Water দেখার আগ মুহুর্ত পর্যন্ত আমি ধরেই নিয়েছিলাম আমার প্রিয় সাউন্ড কম্পোজার Hans Zimmer অস্কার জিতবে Dunkirk ছবির সাউন্ডট্র্যাকের জন্য। কিন্তু The Shape of Water সিনেমায় Alenxandre Desplat-এর সাউন্ডট্র্যাক শুনার পর মনে হচ্ছে আবারো হয়তো Hans Zimmerকে হতাশ হতে হবে।
আমি The Shape of Water কে ৯.৫/১০ দেব। আপনারা যারা দেখেন নাই এখনো তারা জলদি এই সিনেমা দেখে ফেলুন।
২| ২৮ শে জানুয়ারি, ২০১৮ রাত ৯:২৫
রিনকু১৯৭৭ বলেছেন: প্রথম পাতায় যেত। কয়েক দিন আগে Baby Driver সিনেমা রিভিউ লিখেছিলাম। সেটা মুছে ফেলা হয়েছিল ও আমাকে জেনারেল করা হয়েছিল। এখন অবশ্য ঠিক হয়ে গেছে।
৩| ২৮ শে জানুয়ারি, ২০১৮ রাত ৯:৫০
হাসান মাহবুব বলেছেন: বড় আশা করে এসেছিলাম। কিন্তু আপনি কিছুই তো লিখলেন না বলতে গেলে। এটাকে রিভিউ বলে!
©somewhere in net ltd.
১| ২৮ শে জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:৪২
আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: ভালো। ভাই আপনার লেখা কি প্রথম পাতায় যায়?