নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কি আর বলবো নিজের সম্পর্কে! কিছুই বলার নাই।

I love politics. I want death of those who killed our Army officers.

রিনকু১৯৭৭

দেশ নিয়ে খুব চিন্তায় মগ্ন থাকি। ভালবাসি আমার এই দেশটাকে।

রিনকু১৯৭৭ › বিস্তারিত পোস্টঃ

The Omen সিনেমা রিভিউ।

২৮ শে জানুয়ারি, ২০১৮ রাত ৯:৫২



রাতের বেলা, ধরেন রাত ১টা---২টা, সেই সময় ঘরের লাইট বন্ধ করে, একা একা কখনো কি কোন হরোর সিনেমা দেখেছেন? Richard Donner এর ছবি The Omen দেখলাম সেরকমই পরিস্থিতি সৃষ্টি করে তবে বেশীক্ষণ টিকতে পারিনি। কিছুক্ষণ পরেই লাইট অন করে সিনেমাটি দেখতে হয়েছিল। যখন থেকেই ভয়ের কর্মকান্ড শুরু হলো তখন থেকেই লাইট জ্বালিয়ে দেখা শুরু করলাম। পারছিলাম না খুবই ভয় লাগছিল। ১৯৭৬ সালের ছবি The Omen একটি supernatural horror সিনেমা। The Omen ফিল্মটি বেশ কয়েকবার নির্মিত হয়েছিল:

১) The Omen: (1976)
২) Damien: Omen II, (1978 sequel to The Omen)
৩) Omen III: The Final Conflict (1981)
৪) Omen IV: The Awakening (1991)
৫) The Omen (2006, 1976 এর remake)

2006 এর The Omen আমার দেখা হয়েছইল কিন্তু এর আগের কোনটি দেখা হয়নি। এক কথায় জটিল লেগেছে পুরো সিনেমাটি দেখে Gregory Peck ও Lee Remick এর দূর্দান্ত অভিনয় ফুটিয়ে তুলেছিল পুরো সিনেমাটিকে। Gregory Peck যে সিনেমায় থাকে সেই সিনেমাকি আর খারাপ হয়?



আমি আপনাদেরকে বলবো, আপনারা কষ্ট করে লাইট বন্ধ করে এই সিনেমাটি দেখুন। এতে দুইটা উপকার আছে। এক. আপনার বিদ্যুৎ সাশ্রয় হবে, দুই. আপনি খুব ভয় পাবেন, যে ভয়েতে আপনি কম্বোলের তলায় গিয়ে রাতে আরামে ঘুম দিতে পারবেন। ;)

আমি ৯/১০ দিব এই ছবিকে।

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২৮ শে জানুয়ারি, ২০১৮ রাত ১০:১১

আবু তালেব শেখ বলেছেন: কোন সাইটে পাওয়া যাবে মুভিটা?
দেখতেই হচ্ছে

২৮ শে জানুয়ারি, ২০১৮ রাত ১০:৪১

রিনকু১৯৭৭ বলেছেন: Click This Link)_720p_BrRip_x264_-_YIF
এখান থেকে নামাতে পারেন

২| ২৮ শে জানুয়ারি, ২০১৮ রাত ১০:৫৬

বিজন রয় বলেছেন: আপনি বোধহয় হররররররর ভালবাসেন।
তাই এটা নিয়ে আপনার কাজ।

৩| ২৮ শে জানুয়ারি, ২০১৮ রাত ১১:০১

কালীদাস বলেছেন: সিনামার ভাল কি মন্দ কি কাহিনীর শর্টেস্ট সামারি কি কোনকিছুরই নামগন্ধ নাই পোস্টে, শিরোনাম একটা দিয়া রাখছেন রিভিউ। বিনোদন =p~

৪| ২৯ শে জানুয়ারি, ২০১৮ রাত ১:০৯

মলাসইলমুইনা বলেছেন: শুধু পুরোনো নয় নতুন সিনেমারও রিভিউও করুন | আর এই রিভিউয়ের ব্যাপারে কালিদাসের সাথে কিন্তু একমত হলাম |

৫| ৩০ শে জানুয়ারি, ২০১৮ রাত ১২:৫২

সুমন কর বলেছেন: এটাকে রিভিউ বলা যায় না !!!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.