|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
দেশ নিয়ে খুব চিন্তায় মগ্ন থাকি। ভালবাসি আমার এই দেশটাকে।

আজকে সিনেমা নিয়ে কোন রিভিউ লিখছিনা।  যেহেতু সবাই এখন বিশ্বকাপ ফুটবল লিয়ে ব্যস্ত তাই ভাবলাম ফুটবল নিয়েই কিছু লিখি।  দীর্ঘ ৪বছর অপেক্ষার পর অবশেষে ২০১৮ বিশ্বকাপ শুরু হলো রাশিয়ায়।  উদ্বোধনী অনুষ্ঠানটা ছিল মোটামুটি। আমার কাছে খুব ভালও লাগেনি আবার খারাপও লাগেনি।  তবে ২০১৪ সালের বিশ্বকাপের উদ্বোধনী থেকে অনেকটাই ভালো ছিল।  রবি উইলিয়ামসের গানগুলো ছিল ভালো।  প্রথম খেলা ছিল রাশিয়া বনাম সৌদি আরবের সাথে।  আমি খেলার আগে প্রেডিকশন করেছিলাম রাশিয়া খুব ভালোভাবে ২--১ গোলে জিতবে।  অসাধারণ খেলা দিয়ে রাশিয়া তাদের বিশ্বকাপ যাত্রা শুরু করলো।  অনেকেই ধারনা করে রেখেছিল যে সৌদি আরবের সাথে খুব বেশী হলে ২--০ বা ২--১ গোলে রাশিয়া জিতবে।  কিন্তু তাই বলে ৫--০!  সৌদি আরবের খেলা দেখে ২০০২ সালের বিশ্বকাপের খেলার কথা মনে পড়ে গেল যখন এই সৌদি আরব জার্মানদের কাছে ৮--০ গোলে হেরেছিল।  আজকের খেলা দেখে সে ১৯৯০ সালের বিশ্বকাপের কথাও মনে পড়ে গেল যখন জার্মান দল ৫--১ গোলে সংযুক্ত আরব আমিরাতকে হারিয়েছিল।  ঐ সময় অনেক ছোট ছিলাম কিন্তু তাও মনে আছে।  রাশিয়া প্রথম থেকেই আক্রমন করে খেলছিল, কোন রকম সুযোগ দিচ্ছিলোনা সৌদি আরবের খেলোয়াড়দের।  ৫টা গোল দিয়ে তারা গ্রুপের শীর্ষে রয়েছে।  দেখা যাক কতো দূর কি করতে পারে।  ৬০ভাগ পজেশন সৌদি আরবের দখলে থাকলেও তারা সেটাকে ঠিকভাবে কাজে লাগাতে পারিনি।  প্রথম গোলটা ছিল গাজিন্সকির, চেরিশেভের দুটো গোলের মধ্যে দ্বিতীয় গোলটা চমৎকার ছিল।  ঝিউবার গোলটাও ছিল ভালো তবে অতিরিক্ত সময়ে গোলোভিনের ফ্রী কিকের গোলটি ছিল সত্যিকার অর্থে অসাধারণ।  
আজকের খেলায় রাশিয়াকে দেব ৫/৫
সৌদি আরবকে দেব ১/৫
ছবি সংগ্রহ: https://www.facebook.com/fifaworldcup/ । 
 ১১ টি
    	১১ টি    	 +০/-০
    	+০/-০২|  ১৫ ই জুন, ২০১৮  রাত ১২:৪৩
১৫ ই জুন, ২০১৮  রাত ১২:৪৩
মোঃ জিদান খান (অয়ন) বলেছেন: আজকের খেলাটা ঠিক মনমতো হয় নি।
সময় পেলে ব্লগটি ঘুরে আসবেন।
৩|  ১৫ ই জুন, ২০১৮  রাত ১:২৫
১৫ ই জুন, ২০১৮  রাত ১:২৫
সেলিম আনোয়ার বলেছেন: রাশিয়া দারুন খেলেছে।ওদের সুবিধা নিজেদের মাঠে খেলছে। পরের খোলায় বেশি সুবিধা করতে পারেবেনা বোধ হয়।
৪|  ১৫ ই জুন, ২০১৮  রাত ১:৩৭
১৫ ই জুন, ২০১৮  রাত ১:৩৭
জগতারন বলেছেন: 
রাশিয়া বিশ্বমানের খেলা দেখাইয়াছে।
আর সৌদি আরব বিশ্বকাপের মাঠে এখনও বালকই রইয়া গেছে। 
তবে অতিরিক্ত সময়ে খেলার ৬ সেকেন্ড বাকি থাকতে গোলোভিনের ফ্রী কিকের গোলটি ছিল সত্যিকার অর্থে অসাধারণ ও বিশ্বকাপ মানের থেকেও উৎকৃষ্ট। 
৫|  ১৫ ই জুন, ২০১৮  রাত ২:০২
১৫ ই জুন, ২০১৮  রাত ২:০২
জগতারন বলেছেন: রাশিয়া বিশ্বমানের খেলা দেখাইয়াছে।
আর সৌদি আরব এখনও বালক বিশ্বকাপের জন্য।
  ১৫ ই জুন, ২০১৮  রাত ২:১৭
১৫ ই জুন, ২০১৮  রাত ২:১৭
রিনকু১৯৭৭ বলেছেন: এখানেই দুঃখটা লাগে যে ইতালি, নেদারল্যান্ডের মতো দলগুলো যেতে পারেনা আর দূর্বল দলগুলো, আরো দূর্বল দলদের সাথে কোয়ালিফাইং ম্যাচ খেলে জিতে বিশ্বকাপে যায়।
৬|  ১৫ ই জুন, ২০১৮  সকাল ৯:১৫
১৫ ই জুন, ২০১৮  সকাল ৯:১৫
কাইকর বলেছেন: খেলাটি দেখেছি। গাই-বাছুর খেলা হয়েছে
৭|  ১৫ ই জুন, ২০১৮  সকাল ৯:২৩
১৫ ই জুন, ২০১৮  সকাল ৯:২৩
মোঃ মঈনুদ্দিন বলেছেন: সৌদি আরবের খেলা দেখে ওদের অসহায়ত্ব দেখে খুব খারাপ লাগলো। বিশেষ করে যে গতি নিয়ে ওরা খেলেছে তাতে তাদের ভবিষ্যত নিশ্চিত ছিলো। রাশিয়া ওদের নিয়ে ছেলে খেলা খেলেছে।
৮|  ১৫ ই জুন, ২০১৮  সকাল ৯:২৮
১৫ ই জুন, ২০১৮  সকাল ৯:২৮
তারেক_মাহমুদ বলেছেন: রাশিয়া স্বাগতিক দেশ হিসাবে এবার অনেক দূর যাবে মনে হচ্ছে,এই গ্রুপে মিশর উরুগুয়ের সাথে জমজমাট লড়াই হবে রাশিয়ার
  ১৫ ই জুন, ২০১৮  সকাল ১০:৫৭
১৫ ই জুন, ২০১৮  সকাল ১০:৫৭
রিনকু১৯৭৭ বলেছেন: ঠিক বলেছেন। মিশর, উরুগুয়ের সাথেও জটিল খেলা হবে।
৯|  ১৫ ই জুন, ২০১৮  সকাল ১০:০৭
১৫ ই জুন, ২০১৮  সকাল ১০:০৭
সেলিম আনোয়ার বলেছেন: শীতের কাছে গরম দেশ হেরে গেছে।
©somewhere in net ltd.
১| ১৫ ই জুন, ২০১৮  রাত ১২:৩৭
১৫ ই জুন, ২০১৮  রাত ১২:৩৭
চাঁদগাজী বলেছেন:
ওকে