|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
দেশ নিয়ে খুব চিন্তায় মগ্ন থাকি। ভালবাসি আমার এই দেশটাকে।

জাপান বনাম বেলজিয়ামের ম্যাচ রিভিউ খেলাটি শেষ হবার পরপরই লিখতে চেয়েছিলাম কিন্তু পারিনি।  দেরী হয়ে গিয়েছে জানি কিন্তু তা শত্বেও লিখে ফেললাম কারণ নিজের অনুভূতিটাকে খুব জানাতে ইচ্ছে করছিলো।  আমি মনে করি বিশ্বকাপে যতগুলো খেলাকে ক্ল্যাসিক ম্যাচ হিসেবে ধরা হয় এই খেলাটিকেও সেরকম ক্ল্যাসিক ম্যাচ হিসেবে ধরা হবে।  আমি নিশ্চিত এই খেলাটি ক্ল্যাসিক ম্যাচের তালিকায় থাকবে। একটি অসাধারণ খেলা উপভোগ করলাম।  খেলার প্রতিটি মূহুর্তে সাসপেন্স ছিল।  
এখনও ২০১৮ এর বিশ্বকাপ শেষ হয়নি তবে এখনো পর্যন্ত যতোগুলো ম্যাচ হয়েছে তার মধ্যে এটি সবচেয়ে সেরা ম্যাচ।  গ্রুপ পর্বে স্পেন--পর্তুগালের খেলাটিকে ধরা হচ্ছিলো সেরা ম্যাচ হিসেবে, তারপর আর্জেন্টিনা--ফ্রান্স খেলাটিকেও ধরা হচ্ছিলো সেরা ম্যাচ হিসেবে তবে শ্রেষ্ঠত্বের দিক থেকে জাপান--বেলজিয়ামের খেলাটি এক নাম্বারে রয়েছে।  আক্রমণ পাল্টা আক্রমণে ভরপূর ছিল গোটা খেলাটি।  আমার মনে হয় বেলজিয়ামের খেলোয়াড়রাও কল্পনা করতে পারিনি যে তাদেরকে এতোটা শ্রম দিতে হবে জাপানের বিপক্ষে।  এ রকম গতিময় ম্যাচ দেখটে চমৎকার লাগে।  
ভেবেছিলাম যখন আর্জেন্টিনা, পর্তুগাল, জার্মানী, স্পেন বাদ পড়েছে হয়তো খেলাগুলো বেশ বিরক্তিকর হবে কিন্তু সেটা মোটেও এখন মনে হচ্ছেনা।  জাপানের খেলা দেখে মনে হচ্ছিলো ইউরোপের কোনো ভালো দেশ ফুটবল খেলছে।  জাপানের পক্ষে ৪৮ মিনিটে হারাগুচি যখন গোল দিল এবং ঠিক কয়েক মিনিট পরেই ৫২ মিনিটে তাকাশি ইনুই গোল দিলো তখন ১০০% নিশ্চিত ধরে নিয়েছিলাম জাপান যাচ্ছে কোয়ার্টার ফাইনালে।  বেলজিয়াম যে ২--০ গোল পিছিয়ে থেকেও ৩টা গোল দিবে সেটা ১ সেকেন্ডের জন্যও ভাবতে পারিনি।  অসাধারণ!
এরকম খেলা দেখতে সত্যই ভালো লাগে।     
 ১০ টি
    	১০ টি    	 +৩/-০
    	+৩/-০  ০৪ ঠা জুলাই, ২০১৮  রাত ২:০৭
০৪ ঠা জুলাই, ২০১৮  রাত ২:০৭
রিনকু১৯৭৭ বলেছেন: ঐতো বললাম আবেগে লিখতে পারি নাই।    
২|  ০৪ ঠা জুলাই, ২০১৮  রাত ২:৫৭
০৪ ঠা জুলাই, ২০১৮  রাত ২:৫৭
সেলিম আনোয়ার বলেছেন: সত্যি দারুন খেলা হয়েছে। আজকে সুইডেন জিতে গেছে ।
৩|  ০৪ ঠা জুলাই, ২০১৮  ভোর ৫:৩৯
০৪ ঠা জুলাই, ২০১৮  ভোর ৫:৩৯
রিফাত হোসেন বলেছেন: ফিফা না ইউরো তে যেন এমনটি একটা খেলা দেখার কথা মনে পড়ল ৩টা দেবার পর ৪টা একাধারে খেয়ে হারতে।  খেলা তো খেলাই।
 খেলা তো খেলাই।
৪|  ০৪ ঠা জুলাই, ২০১৮  সকাল ৮:১৪
০৪ ঠা জুলাই, ২০১৮  সকাল ৮:১৪
তারেক_মাহমুদ বলেছেন: বড়ই আফসোস জাপান জিততে পারলো না।
৫|  ০৪ ঠা জুলাই, ২০১৮  সকাল ৯:৩৯
০৪ ঠা জুলাই, ২০১৮  সকাল ৯:৩৯
গরল বলেছেন: জাপানের ৫ জন খেলোয়ার ইউরোপের লীগগুলোতে নিয়মিত খেলে তাই ওদেরকে আন্ডার ডগ ভেবে ভুল করেছে সবাই।
  ০৪ ঠা জুলাই, ২০১৮  সকাল ১১:৫৪
০৪ ঠা জুলাই, ২০১৮  সকাল ১১:৫৪
রিনকু১৯৭৭ বলেছেন: ঠিক বলেছেন। ভেবেছিলো যা ইচ্ছে তাইভাবে হয়তো হারানো যাবে!
৬|  ০৪ ঠা জুলাই, ২০১৮  সকাল ৯:৪৫
০৪ ঠা জুলাই, ২০১৮  সকাল ৯:৪৫
রাজীব নুর বলেছেন: খেলা দেখে মুগ্ধ হয়েছি।
৭|  ০৫ ই জুলাই, ২০১৮  সকাল ৮:৪৪
০৫ ই জুলাই, ২০১৮  সকাল ৮:৪৪
শেয়াল বলেছেন: জাপানের জন্য ভালবাসা রইল ।
৮|  ০৫ ই জুলাই, ২০১৮  রাত ৯:০৩
০৫ ই জুলাই, ২০১৮  রাত ৯:০৩
ৎৎৎঘূৎৎ বলেছেন: জাপানের জন্য কষ্ট লেগেছে। আমার নজর কেড়েছে তাদের প্রতিপক্ষ থেকে বল বাগিয়ে নেবার ব্যাপারটা। অসাধারণ ফ্রি কিক আর বেলজিয়ামের জ্যামিতিক গোলে ছিনিয়ে নেয়া । অসাধারণ
©somewhere in net ltd.
১| ০৪ ঠা জুলাই, ২০১৮  রাত ২:০৩
০৪ ঠা জুলাই, ২০১৮  রাত ২:০৩
রাকু হাসান বলেছেন: ভাগ্য বলে একটি কথা আছে । এত ভাল খেলেও শেষ তীরে এসে তরী ডুবলো । জাপান ভাল লেখেছে নতুন দল হিসাবে । রিভিউটা অারও আগে দিলে ভাল হত অামার মনে হয় ।