নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কি আর বলবো নিজের সম্পর্কে! কিছুই বলার নাই।

I love politics. I want death of those who killed our Army officers.

রিনকু১৯৭৭

দেশ নিয়ে খুব চিন্তায় মগ্ন থাকি। ভালবাসি আমার এই দেশটাকে।

রিনকু১৯৭৭ › বিস্তারিত পোস্টঃ

The Shawshank Redemption--সিনেমা রিভিউ

১৭ ই অক্টোবর, ২০১৮ সকাল ৮:০৬



The Shawshank Redemption। সিনেমাটি কেন এতো বছর দেখলাম না? ছবিটি দেখার পর নিজের কাছে নিজেই এই প্রশ্নটি করলাম। ১৯৯৪ সালের ছবি দেখবো দেখবো করে ২০১৮তে এসে দেখা হলো। অনেকবার প্রস্তুতি নিয়েছিলাম সিনেমাটি দেখবো বলে। আর দেখা হয়ে উঠেনি।



আরো করুন ব্যাপার হলো এি সিনেমাটি বাংলাদেশে থাকাকালিন ফ্রি ডাউনলোড করে রেখেছিলাম কিন্তু দেখা হয়ে উঠেনি। আর আমেরিকায় এসে ২.৯৯ ডলার দিয়ে ইউটিউবে দেখতে হলো। আফসোস!

যাই হোক, অসাধারন একটা সিনেমা উপভোগ করলাম। Tim Robbins ও Morgan Freeman অভিনিত এই সিনেমা এতোটাই চমৎকারভাবে নির্মাণ করা হয়েছে যে এই ছবিটির মধ্যে আমি কোন খুত পাইনি। খুন করার অভিযোগে Andy Dufresne (Tim Robbins)কে জেলে পাঠানো হয়। সেখানে তার সাথে সাক্ষাৎ হয় Ellis Boyd "Red" Redding (Morgan Freeman)এর সাথে। তাদের বন্ধুত্ব ভালোই গড়ে উঠে। অন্যান্য কয়েদিদের থেকে Tim Robbins এর আচরন আলাদা। তাকে কখনো আক্রমনাত্মক স্বভাবে দেখা যায় না। শান্ত স্বভাবের মানুষ সে। সে যে খুন করতে পারে সেটা বোঝাই যায় না।

ছবিটির কাহিনি, সাউন্ড সবকিছুই ভালো লেগেছে।

১০/১০ দেব এই সিনেমাকে।

মন্তব্য ৯ টি রেটিং +২/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ১৭ ই অক্টোবর, ২০১৮ সকাল ৮:১৩

চাঙ্কু বলেছেন: সেইরাম সিনেমা!! এতপরে হলেও দেখলেনতো :)

২| ১৭ ই অক্টোবর, ২০১৮ সকাল ৯:১৭

রাজীব নুর বলেছেন: দেখেছি।
সুন্দর মুভি।

৩| ১৭ ই অক্টোবর, ২০১৮ সকাল ১১:৩৯

আকতার আর হোসাইন বলেছেন: আমারর দেখা সেরা মুভি এটা। এই রেডকে লেখা ডুফ্রেইনের চিঠির একটা বাণী মগজে আজিবনের জন্য বিঁধে গেছে। চাইলেও সেটা নিওরন থেকে সরানো যাবে না।

'Hope is a good thing, maybe the best of things, and no good thing ever dies."

৪| ১৭ ই অক্টোবর, ২০১৮ সকাল ১১:৫৮

দিপু দিপু বলেছেন: some birds aren't meant to be caged. Their feathers are just too bright. And when they fly away, the part of you that knows it was a sin to lock them up does rejoice. Still, the place you live in is that much more drab and empty that they're gone....

৫| ১৭ ই অক্টোবর, ২০১৮ দুপুর ২:২৬

ব্লগার_প্রান্ত বলেছেন: IMDb এর ১নাম্বার মুভি

৬| ১৭ ই অক্টোবর, ২০১৮ দুপুর ২:৫৯

সাইন বোর্ড বলেছেন: ছবিটি দেখার অাকাঙ্খা রইল ।

৭| ১৭ ই অক্টোবর, ২০১৮ রাত ১১:৪১

আখেনাটেন বলেছেন: ঠিক আপনার মতোই আমারও মনে হয়েছিল যখন আমি প্রথম সিনেমাটা দেখি। কেন আগে এই সিনেমা দেখি নি?

কি অসাধারণ সিনেমাটোগ্রাফি? টান টান উত্তেজনা।

৮| ১৮ ই অক্টোবর, ২০১৮ রাত ২:৫৯

রিনকু১৯৭৭ বলেছেন: আবারো দেখার অপেক্ষায় আছি। সত্যিকার অর্থে একটা চমৎকার ছবি।

৯| ১৯ শে অক্টোবর, ২০১৮ রাত ৮:২৬

মলাসইলমুইনা বলেছেন: আমি সিনেমা তেমন দেখিনা, একেবারেই সিনেমা গাই না।
কিন্তু এই সিনেমাটা অনেকবারই দেখেছি I খুব ভালো লেগেছে সব সময়ই |

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.