|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
দেশ নিয়ে খুব চিন্তায় মগ্ন থাকি। ভালবাসি আমার এই দেশটাকে।

জয়া আহসান খুবই উচু মানের একজন অভিনেত্রী। এই কথাটি লেখার মাধ্যমেই আজকের সিনেমা রিভিউ শুরু করছি। তার অভিনীত গেরিলা সিনেমা দেখে যেমন অভিভূত হয়েছিলাম ঠিক তার প্রযোজনায় নতুন ছবি দেবী দেখেও মুগ্ধ হয়েছি। অসাধারণ ছিল তার অভিনয়। আসলে পুরো সিনেমাটা দেখেই আমার বেশ ভালো লেগেছে। 
দেবী সিনেমা যখন বাংলাদেশে রিলিজ হয় তখন মনটা একটু খারাপ হয়ে গিয়েছিল যে আপেরিকায় এই সিনেমা দেখতে পারবো কিনা। আমেরিকায় এই সিনেমা দেখাবে কিনা সেটাতো জানতামনা। তবে মনের আশাটা পূরণ হলো। আমেরিকায় বসে যে বাংলাদেশের সিনেমা দেখতে পারবো সেটা এক অন্য করম ভালোলাগার অভিজ্ঞতা ছিল। জামাইকা মাল্টি পেল
হুমায়ুন আহমেদের অসাধারণ গল্প দেবি নিয়ে নির্মিত হয়েছে এই ছবি। চমৎকার ছিল পুরো সিনেমাটি। চঞ্চল চৌধুরীর অভিনয়ও প্রশংসার দাবিদার রাখে। সে যে উচুমানের একজন অভিনেতা সেটা আবারো প্রমান করলো চঞ্চল চৌধুরী। 
পরিচালক অনাম বিশ্বাস বেশ ভালোভাবে ভয়ের দৃশ্যগুলো ফুটিয়ে তুলতে পেরেছেন। বেশ কয়েকটি দৃশ্য রয়েছে যেটা দেখে বেশ আতকে উঠেছিলাম। সাসপেন্স তৈরী করতে শতভাগ সক্ষম হয়েছে পরিচালক। 
যেকোন সিনেমার যে জিনিষটা আমাকে আকর্ষণ করে সেটা হলো সিনেমাটির সাউন্ডট্র্যাক। দেবী সিনেমার সাউন্ডট্র্যাক ছিল চমৎকার। ভয়ের দৃশ্যের সাথে ঠিক যেরকম ভয়ের সাউন্ড যাওয়া উচিত ঠিক সেটাই করতে পেরেছে। আমি ৯/১০ দেব। 
এরকম সিনেমাই আমরা চাই।      
 ৩ টি
    	৩ টি    	 +০/-০
    	+০/-০২|  ১৪ ই নভেম্বর, ২০১৮  সকাল ১০:০১
১৪ ই নভেম্বর, ২০১৮  সকাল ১০:০১
নজসু বলেছেন: 
পোড়ামন-২ ইউটিউবে এসেছে।   দেখলাম।
দেবী আসলে দেখার প্রতীক্ষায় রইলাম।
৩|  ১৪ ই নভেম্বর, ২০১৮  সকাল ১০:১৪
১৪ ই নভেম্বর, ২০১৮  সকাল ১০:১৪
⓪ বলেছেন: দেবী অত ভালো সিনেমা হয়নি - রানুর অতি অভিনয় বিরক্তি উৎপাদন করেছে।
©somewhere in net ltd.
১| ১৪ ই নভেম্বর, ২০১৮  সকাল ৮:০৯
১৪ ই নভেম্বর, ২০১৮  সকাল ৮:০৯
রাজীব নুর বলেছেন: ঠিক আছে আমি বলে দিব পরিচালকদের- এরকম সিনেমা আরও বানাতে।
কিন্তু আপনি শিরোনামের দেবী বানান টা ঠিক করুন।