নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দেশ নিয়ে খুব চিন্তায় মগ্ন থাকি। ভালবাসি আমার এই দেশটাকে।
সেদিনের ঘটনা। কি সিনেমা দেখা যায় ঠিক সিদ্ধান্ত নিতে পারছিলাম না। বড় ছেলে মাহির বললো সেও একটা সিনেমা দেখতে চায়। সে নিজেই নেটফ্লিক্স ঘেটে বের করলো The Boy in the Striped Pyjamas সিনেমাটি। আমাকেও বললো তার সাথে বসে সিনেমা দেখতে। আমি এই সিনেমার নাম অনেকবার শুনেছি কিন্তু দেখা হয়ে উঠেনি।
দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন সময়ে ইহুদীদের ওপর জার্মানীর নাৎসী বাহিনী যে তান্ডব চালায় সেটাই দেখানো হয় এই সিনেমাটিতে। ঘটনাটি মূলত দুটি ছোট ছেলেকে নিয়ে। এক ছেলের বাপ হলো নাৎসী বাহিনীর অফিসার আর আরেকটি ছেলে হলো ইহুদি যাকে লেবার ক্যাম্পে আটকিয়ে রাখা হয়। নাৎসী বাহিনীর অফিসারের ছোট ছেলের নাম ব্রুনো ও ইহুদি ছেলেটির নাম শ্মুয়েল। ব্রুনোর বাবা একটি জায়গায় বদলি হয় যেটা কিনা একটি লেবার ক্যাম্পের বেশ কাছে।
একদিন ব্রুনো বাসা থেকে বের হয়ে হাটতে হাটতে সেই লেবার ক্যাম্পের সন্ধান পায়। গোটা ক্যাম্প তার দিয়ে ঘেরা। সে দেখতে পায় ছোট্ট একটি ছেলে বাউন্ডারির কাছে মন খারাপ করে বসে আছে। দুই ছেলের মধ্যে দারুণ বন্ধুত্ব তৈরী হয়। ব্রুনো বোঝার চেষ্টা করে কেনো তারই বয়সের এক ছেলেকে আটকিয়ে রাখা হয়েছে সেখানে। সে শ্মুয়েলের জন্য লুকিয়ে লুকিয়ে খাবার নিয়ে আসে।
এখানে বলে রাখা ভালো যে ইহুদি ক্যাম্পগুলোতে যাদের রাখা হতো তারা প্রত্যেকে স্ট্রাইপ ধরনের পোষাক পরতো। ব্রুনো তাদের ক্যাম্পের ভেতর ঢুকে দেখতে চায় কি হয় সেখানে। একদিন তারা প্ল্যান করলো যে ব্রুনোর জন্য ঐ ধরনের একটি পোষাক সংগ্রহ করবে শ্মুয়েল।
এরপর যা ঘটে তা ব্রুনোর বাবা মাকে কান্নার সাগরে ভাসিয়ে দেয়। মোটামুটি ভালই লেগেছে সিনেমাটি। আমার স্কোর: ৮/১০।
২| ২৪ শে এপ্রিল, ২০২০ ভোর ৬:০৮
নতুন বলেছেন: শেষে চোখে জল এসেছিলো।
৩| ২৪ শে এপ্রিল, ২০২০ ভোর ৬:৩৭
নেওয়াজ আলি বলেছেন: দেখবো
৪| ২৪ শে এপ্রিল, ২০২০ সকাল ১০:৩৭
রাজীব নুর বলেছেন: দারুন মুভি। দেখেছি।
৫| ২৪ শে এপ্রিল, ২০২০ দুপুর ২:২১
ব্লগার_প্রান্ত বলেছেন: আমি এই মুভিটি দেখবোনা, কেননা বইটি পড়েছি।
৬| ২৪ শে এপ্রিল, ২০২০ দুপুর ২:২৪
ক্ষুদ্র খাদেম বলেছেন: নেওয়াজ আলি বলেছেন: দেখবো
অতি অবশ্যই দেখবেন ভাই দ্বিতীয় বিশ্বযুদ্ধের একটা ভয়ংকর দিক এই মুভিতে উঠে এসেছে
৭| ২৬ শে এপ্রিল, ২০২০ ভোর ৫:৪৮
Anirudhy২৭Kabya বলেছেন: নাম শুনলেও দেখা হয়ে ওঠেনি,এখন ভাবছি দেখবো।
©somewhere in net ltd.
১| ২৪ শে এপ্রিল, ২০২০ ভোর ৫:২৬
লাইফবার্গ বলেছেন: অতি অবশ্যই ভীষণ সুন্দর একটি সিনেমা। দ্বিতীয় বিশ্বযুদ্ধ নিয়ে সম্পূর্ণ ভিন্ন একটি গল্প।