নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কি আর বলবো নিজের সম্পর্কে! কিছুই বলার নাই।

I love politics. I want death of those who killed our Army officers.

রিনকু১৯৭৭

দেশ নিয়ে খুব চিন্তায় মগ্ন থাকি। ভালবাসি আমার এই দেশটাকে।

রিনকু১৯৭৭ › বিস্তারিত পোস্টঃ

চাইনিজ কুংফু মুভি Dance of the Drunk Mantis রিভিউ।

০৫ ই মে, ২০২০ রাত ১১:৪৩



Dance of the Drunk Mantis সিনেমাটা দেখার সময় আমি একেবারে হাসতে হাসতে শেষ। চাইনিজ কুংফু সিনেমাগুলো একদিক দিয়ে যেমন মারামারির হয় ঠিক আবার চুড়ান্ত পর্যায়ের কমেডিরও হয়। সেদিন ভাবছিলাম ভিন্ন ধরনের একটা সিনেমা দেখবো। ইউটিউবে ঘাটতে ঘাটতে পেয়ে গেলাম চাইনিজ ছবিগুলোর লিংক। কোনো রকম প্ল্যান ছাড়াই এই সিনেমা দেখে ফেললাম। এর আগে কখনো এই ছবির নাম শুনি নাই। চমৎকার লেগেছে আমার কাছ ছবিটি দেখে। সিনেমাটায় কমেডিতে ভরা। আমি হাসি আর থামায় রাখতে পারছিলাম না। কোনো কথাবার্তা নাই হুট করেই মারামারি আর ঐ মারামারির মধ্যেই হাসির সব কান্ড।

অনেকেই আছেন যারা চাইনিজ কুংফু সিনেমার চরম ফ্যান। আজ থেকে নিজেকেও আমি সেই কাতারে ফেলতে চাই। এখন থেকে অন্য সিনেমা দেখবো আবার চাইনিজ সিনেমাগুলোও দেখবো।



ছবিটির একটা জিনিষ বেশ ভালো লেগেছে, যেহেতু এটি একটি কুংফু ছবি তাই বেশি বেশি মারামারির দৃশ্য থাকাই স্বাভাবিক। কুংফুর দৃশ্যগুলো ছিল দেখার মতো। কোনরকম অস্ত্র নাই, গোলাগুলি নাই, পিস্তল রাইফেল নাই, শুধু হাত ও পায়ের কারসাজি।

এটি ১৯৭৯ সালের সিনেমা। সিনেমার পরিচালক Yuen Woo-ping নিজেও একজন নামকরা martial arts choreographer। এ্যাকশন করিওগ্রাফার হিসেবে তার অন্যান্য সিনেমাগুলো হলো: The Bloody Fists (1972), Lethal Weapon 4 (1998), The Matrix (1999), Crouching Tiger, Hidden Dragon (2000), The Matrix Reloaded (2003), Kill Bill: Volume 1 (2003), Kill Bill: Volume 2 (2004), Kung Fu Hustle (2004), Ip Man 3 (2015), Ip Man 4: The Finale (2019) উল্লেখযোগ্য।



ছবিটি ইউটিউবে আছে আমি লিংক দিয়ে দিলাম। সময় পেলে আপনারা দেখতে পারেন। আমি ৮.৫/১০ দেব।

মন্তব্য ৫ টি রেটিং +০/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ০৫ ই মে, ২০২০ রাত ১১:৫৩

রাজীব নুর বলেছেন: এখনই দেখবো। এখনি।

২| ০৬ ই মে, ২০২০ রাত ১২:০৮

কাজী আবু ইউসুফ (রিফাত) বলেছেন: Drunken Master নামে ওনার একটা মুভি দেখেছিলাম! ভাল লেগেছে।,

৩| ০৬ ই মে, ২০২০ রাত ১:০৬

মা.হাসান বলেছেন: নব্বই এর দশকে ফিতায় ওনার কিছু ছবি দেখেছিলাম। মনে তেমন দাগ কাটেনি।

ক্রাউচিং টাইগারের সেকেন্ড পার্ট একটা আছে। দুটা পার্টই আমার কাছে খুব ভালো লেগেছে। ইউয়েন উ পিঙের ফিস্ট অফ লিজেন্ডও খুব ভালো, এমন কি ফিস্ট অফ ফিউরির চেয়ে আমার কাছে বেশি ভালো লেগেছে। ড্রাঙ্কেন ম্যান্টিসে সম্ভবত বাপ-দুবেটা এক সঙগে অভিনয় করেছে।

কমেডি-কুঙফুর মাঝে আমার কাছে 'প্রজেক্ট এ' সবচেয়ে ভালো লেগেছে। ইউটিউবে প্রচুর কুঙফু মুভি আছে। ইপ ম্যানের সব কটাই ভালো। জ্যাকি চ্যানের বেশির ভাগই ভালো।

৪| ০৬ ই মে, ২০২০ রাত ২:১৯

অনল চৌধুরী বলেছেন: ওস্তাদ ব্রুস লি’র ছবি দেখেছেন?
তিনিই প্রথম ইংরেজী অভিধান চীনা ভাষার কুংফু শব্দটা ঢোকান।

৫| ১০ ই মে, ২০২০ সন্ধ্যা ৭:৪১

সোহানী বলেছেন: আমি চাইনীজ মুভির ফ্যান। বিশেষকরে জ্যাকিচ্যান। তার কোন ছবি আমি মিস করি নাই........

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.