নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কি আর বলবো নিজের সম্পর্কে! কিছুই বলার নাই।

I love politics. I want death of those who killed our Army officers.

রিনকু১৯৭৭

দেশ নিয়ে খুব চিন্তায় মগ্ন থাকি। ভালবাসি আমার এই দেশটাকে।

রিনকু১৯৭৭ › বিস্তারিত পোস্টঃ

২০১৭ সালের Jackie Chan এর সিনেমা The Foreigner সিনেমা রিভিউ।

০৮ ই মে, ২০২০ রাত ১০:২৪



Jackie Chan এর সিনেমা আপনাদের কেমন লাগে? আমার কাছে তার সিনেমাগুলো দেখতে ভালই লাগে। সেই যে তার ছবি Rush Hour দেখার পর থেকে তার এক বিশাল ফ্যান হয়ে গেছি আমি। Rush Hour ছবি দেখার আগে তাকে আমি চিনতাম না। ১৯৯৯ বা ২০০০ সালে তার অভিনীত ছবি প্রথমবারের মতো দেখি।

Jackie Chan ছিল দেখেই The Foreigner সিনেমাটি দেখেছি। আমার কাছে বেশ ভালই লেগেছে। তার ছবি মানেইতো মার্শাল আর্টের কারসাজি কিন্তু এই সিনেমাই সেরকম ঠিক একটা ছিল না।

The Foreigner সিনেমার পরিচালক Martin Campbell এর আরো ছবি আপনারা হয়তো দেখে থাকবেন যার মধ্যে উল্লেখযোগ্য হলো: Casino Royale ও The Mask of Zorro। ছবির মারামারির দৃশ্যগুলো বেশ ভালই হয়েছে।



ঘটনাটি খুব সিম্পল। Jackie Chan তার একমাত্র মেয়েকে নিয়ে থাকে লন্ডনে। লন্ডনে তার একটি চাইনিজ রেস্টুরেন্ট রয়েছে। সে তার মেয়েকে নিয়ে একদিন দোকানে যায় কাপড় কিনে দেওয়ার জন্য। মেয়েটি গাড়ি থেকে নেমে দোকানে যায় আর Jackie Chan গাড়ি পার্কিং এর ব্যবস্থা করতে থাকে। ঠিক ঐ সময় হঠাৎ এক বোমা বিষ্ফোরণ হয় যার ফলে তার মেয়ে প্রাণ হারায়।

কারা এই ঘটনার পিছনে জড়িত সেটা জানার চেষ্টা করে Jackie Chan। কোন কিছুতেই সে তার উত্তর খুঁজে পায়না। যার কাছেই যায় সেই বলে এখনো পর্যন্ত তদন্ত চলছে।



আপনারা অনেকেই IRA এর কথা হয়তো শুনেছেন। IRA হলো Irish Republican Army, যারা একটি সময় বৃটিশ শাষন থেকে আলাদা হবার জন্য ইংল্যান্ডের বিভিন্ন জায়গায় সন্ত্রাসী কর্মকান্ড চালাতো। সিনেমার মধ্যে একটু পলিটিকস মিশানো হয়েছে। ভালই লেগেছে ব্যাপারটা।

Jackie Chan নিরুপায় দেখে সে নিজে নিজেই তদন্ত করা শুরু করে। এবং খুব নির্মমভাবে প্রতিশোধ নিতে থাকে। আমি ৮.৫/১০ দেব।

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ০৮ ই মে, ২০২০ রাত ১১:০২

নেওয়াজ আলি বলেছেন: অনেক ছবি দেখেছি তার ।

২| ০৯ ই মে, ২০২০ রাত ১২:১৭

রাজীব নুর বলেছেন: আপনি রিভিউ দিলেই সেই ছবিটা খুব দেখতে ইচ্ছা করে।

০৯ ই মে, ২০২০ রাত ১২:৩২

রিনকু১৯৭৭ বলেছেন: ধন্যবাদ ভাই। সিনেমা দেখেন মন ভালো রাখেন। :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.