নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কি আর বলবো নিজের সম্পর্কে! কিছুই বলার নাই।

I love politics. I want death of those who killed our Army officers.

রিনকু১৯৭৭

দেশ নিয়ে খুব চিন্তায় মগ্ন থাকি। ভালবাসি আমার এই দেশটাকে।

রিনকু১৯৭৭ › বিস্তারিত পোস্টঃ

A Most Wanted Man সিনেমা রিভিউ

১৫ ই মে, ২০২০ রাত ১১:৩১



২০১৪ সালের ছবি A Most Wanted Man সিনেমাটিকে অনেকে বলে থাকে এটি নাকি spy thriller সিনেমাগুলোর মধ্যে অন্যতম সেরা সিনেমা। আমি দেখার পর আমার কাছেও মনে হলো সত্যিই এই সিনেমাটিকে সেরা ৫ spy thriller মুভ্যির তালিকায় রাখা যায়। অনেকেই হয়তো আমার সাথে দ্বিমত পোষণ করতে পারেন কিন্তু আমার কাছে এটাই মনে হয়। সিনেমাটিতে ওতো এ্যাকশান নাই, কিন্তু সাসপেন্স আছে আর আছে কয়েকজন অভিনেতাদের দূর্দান্ত অভিনেতা। থিক তাদেরই একজন হলেন Philip Seymour Hoffman। তার অভিনয়ের কোন তুলনা নেই। তার মৃত্যুর আগে এই ছবিটিই ছিল তার শেষ অভিনীত সিনেমা। চমৎকার অসাধারণ অভিনয় ছিল Philip Seymour Hoffman-এর। সিনেমায় আরো অভিনয় করেছেন Rachel McAdams, Willem Dafo, Robin Wright ও প্রমুখ। সবার অভিনয় ছিল দেখার মতো।



এবার কাহীনিটি সংক্ষেপে বলি। পুরো ঘটনা বললেতো সবকিছু জানা হয়ে যাবে তখন কারোর আর দেখার আগ্রহ থাকবেনা। ২০০১-এ নিউ ইয়র্কের টুইন টাওয়ারে সন্ত্রাসী হামলার পর বিশ্বের অনেক দেশেই কড়া সিকিউরিটি ব্যবস্থা জারী করা হয়। গোয়েন্দা সংস্থারা সদা সর্বদা নজর দিতে থাকে কোন প্রতিষ্ঠানের অর্থ কোথায় কোথায় যাচ্ছে সেসবের দিকে।

ঘটনাটি হচ্ছে ইসা কারপভকে ঘিরে। সে চেচনিয়া থেকে জার্মানিতে অবৈধভাবে প্রবেশ করেছে। তাকে কড়া নজরদারিতে রাখে গোয়েন্দা সংস্থার লোকজন। তার বাবা আবার রাশিয়ান যার রয়েছে বিশাল অর্থ। সে উত্তরাধিকার সূত্রে সেসব অর্থের দাবিদার। তার সেই অর্থ কোথায় যাচ্ছে কে নিচ্ছে সেসব নিয়েই চমৎকারভাবে বানানো হয়েছে পুরো এই সিনেমাটি।

আপনাদের হাতে যদি সময় থাকে, আপনারা যদি মন থেকে মনে করে থাকেন এই সিনেমাটি আপনাদের দেখা উচিত তাহলে দেরী না করে দেখে ফেলেন। দেখলেতো আর ক্ষতি নাই, তাই না?

আমি দেব ৯.৫/১০।

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১৫ ই মে, ২০২০ রাত ১১:৫৭

আমি সাজিদ বলেছেন: আপনার প্রিয় বাকি চারটি স্পাই থ্রিলার কি কি?

১৬ ই মে, ২০২০ রাত ১২:০৫

রিনকু১৯৭৭ বলেছেন: ১) Tinker Tailor Soldier Spy
২) The Bourne Identity
৩) Bridge of Spies
৪) The Manchurian Candidate

২| ১৬ ই মে, ২০২০ রাত ১:১০

রাজীব নুর বলেছেন: গত পোষ্টে দিয়েছিলেন We Need to Talk About Kevin ।
দেখেছি। খুব ভালো লাগে নি।

১৬ ই মে, ২০২০ সকাল ৭:৩৯

রিনকু১৯৭৭ বলেছেন: তাই ভাই! যাক এট লিস্ট দেখেছেনতো সিনেমাটা :)

৩| ১৬ ই মে, ২০২০ রাত ২:০২

নেওয়াজ আলি বলেছেন: বেশ I

৪| ১৬ ই মে, ২০২০ দুপুর ১২:২৫

ভ্রমরের ডানা বলেছেন: শার্লক হোমস আর জেমস বন্ড সিরিজ আপনার সেরা পাচে নেই? আশ্চর্য!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.