নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কি আর বলবো নিজের সম্পর্কে! কিছুই বলার নাই।

I love politics. I want death of those who killed our Army officers.

রিনকু১৯৭৭

দেশ নিয়ে খুব চিন্তায় মগ্ন থাকি। ভালবাসি আমার এই দেশটাকে।

রিনকু১৯৭৭ › বিস্তারিত পোস্টঃ

Shadow of a Doubt সিনেমা রিভিউ ও সিনেমা দেখার নতুন টেকনোলজি।

১৩ ই জুন, ২০২০ রাত ১০:৪৩



১৯৪৩ সালের ছবি Shadow of a Doubt Alfred Hitchcock এর আরেকটি দূর্দান্ত সিনেমা। এটি psychological thriller ছবি যে ছবি আপনাকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে বাধ্য করবে। অসাধারণ এই সিনেমা আগে দেখা হয়নি। আমরা কয়েকজন বন্ধু মিলে একসাথে গত দুই সপ্তাহ ধরে Alfred Hitchcock এর বিভিন্ন সিনেমা উপভোগ করলাম। 

আপনারা হয়তো ভাবতে পারেন কিভাবে এই করোনার সময়ে একসাথে সিনেমা দেখলাম, তাই না? তাও আবার একেক বন্ধু একেক দেশ থেকে একই সময়ে সিনেমা দেখেছি। আর এসব সবই সম্ভব হয়েছে টেকনোলজির মাধ্যমে। Metastream একটি এ্যাপস। এটি ডাউনলোড করে নিতে হয়। এরপর যে মেইন হোস্ট হবে অর্থাৎ যে সিনেমা ছাড়বে সে এই Metastream এর মাধ্যমে সিনেমাটি ছেড়ে সেটার লিংক সবাইকে দেবে। সবাই তখন সেই সিনেমা পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে একই সময়ে দেখতে পাবে। ব্যাপারটা বেশ ভালই লাগে। 



যাই হোক, গত বেশ কিছুদিন থেকে Alfred Hitchcock এর অনেকগুলো সিনেমা দেখা হয়েছে। Shadow of a Doubt সেদিন করে দেখলাম। খুবই ভালো লেগেছে পুরো সিনেমাটি দেখে। 

Charlie নামের এক মেয়ে থাকে তার বাবা মায়ের সাথে। তার মামা Charles Oakley কিছুদিন পর তাদের বাড়িতে আসলো ঘোরাঘুরির জন্য। মামা আসাতে সবাই বেশ খুশী। Charlie মামা সবার জন্যই গিফট নিয়ে আসে। মামা তার ভাগনীকে একটি দামী এ্যামেরেল্ডের আংটি দেয় যা পেয়ে খুব খুশী হয়ে যায় Charlie। Charlie এর বাবা একজন ব্যাংক কর্মকর্তা। Charlie এর মামা সেই ব্যাংকে যায় এবং $40,000 ডলার ডেপোজিট দেয়। এই টাকা জমা দেওয়া নিয়েই সবার সন্দেহ হয় এতো টাকা সে পেলো কোথা থেকে। 

এদিকে Charlie ধীরে ধীরে জানতে পারে তার মামা Charles Oakleyএর অতীত। তাকে সন্দেহ করতে থাকে। সে মনে করে সে একটি হত্যা মামলার সাথে জড়িত। এভাবেই ঘটনা এগুতে থাকে। খুব নাটকীয়ভাবে শেষ হয় সিনেমাটি। ভালই লেগেছে আমার। আমার রেটিং ৯.৫/১০।



মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১৩ ই জুন, ২০২০ রাত ১০:৪৪

বিজন রয় বলেছেন: আপনার লেখা ভুতের গল্প বা রহস্য গল্প অনেক দিন পড়ি না।

লিখবেন নাকি নতুন করে?

১৪ ই জুন, ২০২০ সন্ধ্যা ৬:২৮

রিনকু১৯৭৭ বলেছেন: লিখছি ভাই, পোস্ট করবো শিঘ্রই

২| ১৪ ই জুন, ২০২০ রাত ১:০৯

শায়মা বলেছেন: তার মানে আমাদেরকেও দেখতে হবে। নিশ্চয় অনেক সুন্দর একটা সিনেমা ভাইয়া!

১৪ ই জুন, ২০২০ সন্ধ্যা ৬:২৯

রিনকু১৯৭৭ বলেছেন: ভালো সিনেমা। দেখে ফেলুন। ভালো লাগবে।

৩| ১৪ ই জুন, ২০২০ রাত ১:৩০

রাজীব নুর বলেছেন: মুভিটা এখনই দেখব।

আগে মুভি নিয়ে যে পোষ্ট গুলো দিয়েছেন সেই মুভিও গুলোও দেখেছি। ভালো লেগেছে।

১৪ ই জুন, ২০২০ সন্ধ্যা ৬:২৯

রিনকু১৯৭৭ বলেছেন: দেখেন সিনেমা। সিনেমা দেখলে ভালো লাগবে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.