নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কি আর বলবো নিজের সম্পর্কে! কিছুই বলার নাই।

I love politics. I want death of those who killed our Army officers.

রিনকু১৯৭৭

দেশ নিয়ে খুব চিন্তায় মগ্ন থাকি। ভালবাসি আমার এই দেশটাকে।

রিনকু১৯৭৭ › বিস্তারিত পোস্টঃ

And Then There Were None সিনেমা রিভিউ

২০ শে জুন, ২০২০ রাত ১:২৭



নিউ ইয়র্কে এখন টোটাল লকডাউন থেকে আংশিক লকডাউন শুরু হয়েছে। আস্তে আস্তে সব কিছু খুলে দেওয়া হচ্ছে। লোকজন ধীরে ধীরে কাজে ফিরছে। একটু হলেও স্বস্তি ফিরে আসছে সকলের মাঝে। লোকজন বাতাস খাওয়ার জন্য বাসার বাইরে বের হয়। তবে মাস্ক ছাড়া বাইরে বের হওয়া একদম নিষেধ। টোটাল লকডাউন হউক আর আংশিক লকডাউনই হউক সিনেমা দেখাতো আর বন্ধ থাকেনা। ১৯৪৫ সালের সিনেমা And Then There Were None দেখলাম। সিনেমার গল্পটি Agatha Christie এর লেখা বই থেকে নেওয়া। ১৯৩৯ সালে প্রকাশিত বই এর গল্পের অবলম্বনে নির্মিত এই ছবিতে রয়েছে Barry Fitzgerald, Walter Huston, Louis Hayward সহ প্রমুখ।



আমার কাছে বেশ ভালই লেগেছে সিনেমাটি দেখে। আটজন লোক। কেউ কাউকে চিনেনা। সবাই অপরিচিত। সবাইকে আমন্ত্রণ জানানো হয়েছে ছোট্ট একটি দ্বীপে। তাদেরকে আমন্ত্রণ জানায় Mr. and Mrs. Owen। তারা যে দ্বিপে যায় সেখানে আছে একটি বাড়ি। তাদেরকে স্বাগতম জানায় সেই বাড়িতে থাকা দুইজন কাজের লোক।

তবে যারা দাওয়াত দিয়ে নিয়ে গিয়েছিল তারাই অনুপস্থিত। এদিকে কেউ কাউকে চিনেনা। এরপর ঐ আটজনের একজন রাতের খাবারের পর সবাই মিলে যখন এক সাথে এক জায়গায় বসে আছে ঐ সময় গ্রামীনফোনে একটি রেকর্ড ছাড়ে। ঐ রেকর্ডে একজন বলতে থাকে ঐ আটজন প্রত্যেকে বিভিন্ন হত্যা মামলার সাথে জড়িত। সবাই অবাক হয়ে যায়। একে অন্যের দিকে তাকাতে থাকে।

এরপর আরো অঘটন ঘটতে থাকে। এক এক করে সবাই খুন হতে থাকে। কেউ জানে না কিভাবে একেক জন খুন হচ্ছে। সর্বশেষে একজনই জীবিত থাকে।

জটিল সিনেমা। ৯/১০ দেব।

সময় পেলে দেখতে পারেন আপনারা।

মন্তব্য ৭ টি রেটিং +৩/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ২০ শে জুন, ২০২০ রাত ২:০০

নেওয়াজ আলি বলেছেন: চমৎকার

২| ২০ শে জুন, ২০২০ সকাল ৭:১০

বিজন রয় বলেছেন: আচ্ছা, সময় পেলে দেখবো।
আপনাকে ধন্যবাদ এখানে শেয়ার করার জন্য।

৩| ২০ শে জুন, ২০২০ সকাল ১১:২৮

রাজীব নুর বলেছেন: দেখব।

৪| ২০ শে জুন, ২০২০ দুপুর ১২:৫৯

মাহমুদ০০৭ বলেছেন: ধন্যবাদ শেয়ার করার জন্য। দেখার ইচ্ছে আছে/

৫| ২০ শে জুন, ২০২০ বিকাল ৫:৫৪

সেলিম আনোয়ার বলেছেন: সময় করে দেখা যাবে ।

৬| ২০ শে জুন, ২০২০ রাত ১১:৪৩

প্রবালরক বলেছেন: এ প্লট নিয়ে লেখা হয়েছিল সেবা প্রকাশনী থেকে প্রকাশিত "দ্বীপ ভয়ন্কর"। চমৎকার উপভোগ্য ছিল বইটি।

৭| ০৫ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ১১:৪২

জাহিদ হাসান বলেছেন:

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.