নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কি আর বলবো নিজের সম্পর্কে! কিছুই বলার নাই।

I love politics. I want death of those who killed our Army officers.

রিনকু১৯৭৭

দেশ নিয়ে খুব চিন্তায় মগ্ন থাকি। ভালবাসি আমার এই দেশটাকে।

রিনকু১৯৭৭ › বিস্তারিত পোস্টঃ

হীরক রাজার দেশে---সিনেমা রিভিউ।

০১ লা জানুয়ারি, ২০২২ রাত ১১:১২



সবাইকে আবারো নতুন বর্ষের শুভেচ্ছা, শুভ নববর্ষ। ২০২২ যেন সফলতা বয়ে আনে সেই কামনা করি। নতুন বছরে কি সিনেমা নিয়ে রিভিউ লেখা যায় সেটা নিয়ে অনেক্ষণ ধরে চিন্তা-ভাবনা করছিলাম। পরে ভাবলাম আমার দেখা সেরা সিনেমাগুলোর মধ্যে অন্যতম সিনেমা হলো হীরক রাজার দেশে, এই সিনেমা নিয়ে লেখা হয়নি তাই এই সিনেমা নিয়েই রিভিউ লিখবো।

এমন কাউকে কি খুঁজে পাওয়া যাবে যে সত্যজিৎ রায়ের এই অসাধারণ সিনেমা দেখেননি? আমারতো মনে হয় না। আর আপনারা কি ভাবছেন এই সিনেমা আমি এখন দেখেছি? সেটা মোটেও নয়। আমি সেই ১৯৮৭ সালে প্রথমবার এই সিনেমাটি দেখি। তখনতো সিনেমা দেখা যেতো ভিসিআর ক্যাসেটে। সেইবার যে দেখলাম এরপর বহুবার দেখা হয়েছে চমৎকার এই সিনেমা।



তপেন চ্যাটার্জি, সৌমিত্র চ্যাটার্জি, রবি ঘোষ, উৎপল দত্তের মতো বাঘা বাঘা সব অভিনেতারা এই সিনেমায় রয়েছেন। সিনেমার কাহীনি এতটাই বাস্তবসম্মত যা কিনা যেকোনো যুগের সাথে তাল মিলাতে পারে। সিনেমায় দেখা যায় এক অত্যাচারী রাজা যে কিনা জুলুম করে তার দেশের জনগনকে তার কিভাবে পতন হলো।

১৯৮০ সালে রিলিজড হওয়া গোপি গাইন, বাঘা বাইন চরিত্রে তপেন চ্যাটার্জি, রবি ঘোষকে দেখা যায় যাদের অভিনয় ছিল এক কথায় দেখার মতো। কাহীনিটা নিয়ে বিস্তারিত আলাপ করতে চাইনা কারণ আমি মোটামুটি ধরেই নিচ্ছি যারাই এই ব্লগটা পড়বে তারা সকলেই সিনেমাটি দেখেছেন।

সিনেমাটির সংলাপ থেকে শুরু করে, ডিরেক্শন, গান-বাজনা, অভিনেতাদের অভিনয়, লোকেশন সব কিছুই ছিল নিখুঁত। ১০/১০ পাবার মতো একটি সিনেমা এটি।

মন্তব্য ৬ টি রেটিং +৪/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০১ লা জানুয়ারি, ২০২২ রাত ১১:১৭

ইসিয়াক বলেছেন: আমার প্রিয় সিনেমা। অনেকবার দেখেছি।

২| ০১ লা জানুয়ারি, ২০২২ রাত ১১:২৮

মরুভূমির জলদস্যু বলেছেন: বেশ কয়েকবার দেখেছি এই সিনেমা।

৩| ০২ রা জানুয়ারি, ২০২২ রাত ১২:১১

রাজীব নুর বলেছেন: পথের প্যাচালি আর হীরক রাজার দেশে এদুটা মুভি মনে হয় সব বাঙ্গালী দেখেছে। এবং অনেক বার করে দেখেছে।

৪| ০২ রা জানুয়ারি, ২০২২ রাত ১২:৫৯

শায়মা বলেছেন: এই সিনেমার গানগুলো তো সিনেমার চাইতেও সেরা। গানের গায়ক যারা তারা আরও সেরা। সোজা কথা সব কিছুই একে অন্যের চাইতে সেরা। আজও মাঝে মাঝে দেখি।

৫| ০২ রা জানুয়ারি, ২০২২ রাত ৯:১৪

আখেনাটেন বলেছেন: কালজয়ী সিনেমা......এই সিনেমায় কাল্ট কিছু ডায়ালগ আছে..

ভরপেট নাও খাই, রাজকর দেওয়া চাই;

যায় যদি যাক প্রাণ, হিরকের রাজা ভগবান;

অনাহারে নাহি খেদ, বেশি খেলে বাড়ে মেদ;

লেখা পড়া করে যে, অনাহারে মরে সে ইত্যাদি....

এতবছর পরেও হিরকের রাজা রানীরা আসীন......



৬| ০৩ রা জানুয়ারি, ২০২২ সকাল ১০:৩৯

বিটপি বলেছেন: গুপী আর বাঘা বিশ্বাসঘাতক। রাজা তাদের অনেক সমাদর করল, তাদের গানের মূল্যায়ন করল, আর তারা কিনা রাজার বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করল, তাদেরকে সাহায্য করে হিরো বনে গেল।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.