নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কি আর বলবো নিজের সম্পর্কে! কিছুই বলার নাই।

I love politics. I want death of those who killed our Army officers.

রিনকু১৯৭৭

দেশ নিয়ে খুব চিন্তায় মগ্ন থাকি। ভালবাসি আমার এই দেশটাকে।

রিনকু১৯৭৭ › বিস্তারিত পোস্টঃ

House of the Dragon সিরিজ দেখা শুরু করেছি।

০১ লা সেপ্টেম্বর, ২০২২ সন্ধ্যা ৭:৪৮



তিন বছর আগে যখন Game of Thrones শেষ হয় তখন থেকেই অনেকে বলা শুরু করেছিল এই টিভি সিরিজের কোনো sequel বা prequel থাকবে কিনা। তখন থেকেই অনেক রিউমার শুনা যাচ্ছিলো যে হয়তো ভবিষ্যতে হতেও পারে আবার না হবার সম্ভাবনাও বেশী। অবশেষে সব জল্পনা-কল্পনা শেষে Game of Thrones এর prequel House of the Dragon শুরু হয়েছে HBO-তে। এই House of the Dragon মূলত Targaryen বংশধর নিয়ে। Targaryen বংশ বহু বছর ধরে শাষন করে আসছে এবং সর্বত্র শান্তি শৃঙ্খলা বজায় রেখে চলছে। সেই Targaryen বংশের ধ্বংশ কিভাবে শুরু হয় সেটাই দেখানো হবে এই টিভি সিরিজে। Game of Thrones এ আমরা Targaryen বংশের উত্তরাধীকারি Daenerys Targaryen-কে দেখেছিলাম। তার জন্মেরও ১৭২ বছর আগের ঘটনা নিয়ে নির্মিত এই House of the Dragon সিরিজ।



ইতোমধ্যে মাত্র ২টা পর্ব হয়েছে তাতেই চমৎকারভাবে ঘটনা এগিয়ে যাচ্ছে। দুটো পর্ব দেখেই বুঝা যাচ্ছে যে খুব সংঘাতের দিকে এগুচ্ছে ঘটনাটি। রাজা Viserys এর আপন ভাই Prince Daemon সিংহাসনে বসতে চায়। সে উপর দিয়ে উপর দিয়ে দেখায় যে সে তার ভাইয়ের খুব আপন কিন্তু সে মোটেও তার ভাইয়ের ভালো চায়না। সে নিজে একজন ভালো সৈনিক ও তার অনেক অনুসারী রয়েছে। সিংহাসনে বসার জন্য তাকে যদি যুদ্ধও করতে হয় সে তা করতে রাজি।

রাজা Viserys এর এক মেয়ে আছে Princess Rhaenyra, ধরে নেওয়া হয় সেই হবে তার বাপের উত্তরাধীকারীনি। কিন্তু রাজার কাউন্সেলের অনেকেই মনে করে যে উত্তরসূরি কোনো ছেলের হওয়া উচিত। রাজা Viserys এর স্ত্রী ঐদিকে গর্ভবতী। রাজা আশায় থাকে যে তার ছেলে সন্তান হবে। অবশেষে তার এক ছেলে সন্তানও জন্মলাভ করে কিন্তু রাজার স্ত্রী ও সেই সন্তান মারা যায়। রাজার পরে Princess Rhaenyra-কেই উত্তরাধিকারী হিসেবে গণ্য করা হয়।

ঘটনার আরো মারপ্যাচ রয়েছে যা না দেখলে বুঝা যাবেনা। দেখতে পারেন আপনারা অবশ্যই ভালো লাগবে। এখনো পর্যন্ত আমি ৯/১০ দেব।

মন্তব্য ০ টি রেটিং +১/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.