নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দেশ নিয়ে খুব চিন্তায় মগ্ন থাকি। ভালবাসি আমার এই দেশটাকে।
আচ্ছা, আমরা বুড়া হতে চাইনা কেনো? এটাতো সত্য কথা মানুষের বয়স বাড়তে বাড়তে সে বুড়াও হতে থাকে। মানুষের যে যৌবন সেটা সে কখনই ধরে রাখতে পারেনা বা পারাটাও সম্ভব নয়। এই সত্য কথাটা জেনেও মানুষ চিন্তা করতে চায়না যে সে একদিন বুড়া হবে। আর ঐদিকে আরেকটা জগত রয়েছে যাকে আমরা গ্ল্যামারস মিডিয়া জগত বলি সেই জগতেও আমরা মানতে চাইনা যে কেউ বুড়া হয়ে যেতে পারে। আমরা আশা করি একজন শিল্পী সব সময় একই করম থাকবে। আর এই একই রকম নিজেকে রাখতে গিয়ে সেই শিল্পী যত কিছু করা দরকার সবই করে থাকে। এই যেমন ধরেন প্লাস্টিক সার্জারীর কথাই ধরা যাক! নিজের আসল চেহারা ঠিক রাখতে গিয়ে বিকৃত চেহারা হয়ে যায় অনেকের।
ঠিক এরকই একটি সিনেমা The Substance। ফরাসী পরিচালক Coralie Fargeat এর পরিচালিত সিনেমা The Substance-এ রয়েছে Demi Moore, Margaret Qualley ও Dennis Quaid সহ আরো অনেকে। Elisabeth Sparkle (Demi Moore), একজন ৫০ বছর বয়সের ফিটনেস ট্রেইনার। কিন্তু তার বয়স হয়ে যাচ্ছে দেখে তার টিভি অনুষ্ঠানের প্রডিউসার Harvey (Dennis Quaid) তাকে আর রাখতে চায়না। সে চায় নতুন কেউ আসুক যার বয়স ২৫ এর ঘরে। এরই মধ্যে Elisabeth Sparkle একটি বিশেষ মেডিসিনের সন্ধান পায় যার নাম The Substance। এটি ব্যবহারের ফলে সে এক নতুন টগবগে নারী, যার নাম Sue (Margaret Qualley) রুপান্তরিত হয়। এর পরই ঘটতে থাকে সব অনাকাঙ্ক্ষিত সব ঘটনা।
সিনেমাটি অবশ্যই বড়দের জন্য। বাচ্চাদের নিয়ে দেখার মতো সিনেমা নয় এটি। আমি ৯/১০ দেব।
©somewhere in net ltd.
১| ২৭ শে নভেম্বর, ২০২৪ রাত ২:০০
এসো চিন্তা করি বলেছেন: ভাই ভালো লিখেছেন, আমার বগ্ল ঘুরে আসার আমন্ত্রণ রইলো ধন্যবাদ