![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বাংলালিংক এর একটা অ্যাড আছে, “চায়ে এত চিনি দিচুস ক্যান, চিনি কি বাংলালিংক দামে পাইচুস”। চায়ে চিনি বেশী হতেই পারে তাই বলে এত রাগ করার কি আছে। মিডিয়ার কাছে আমরা ভালো কিছু আশা করি, আমি জানি না মিডিয়া এসব ফালতু অ্যাড কেন প্রচার করে। অনেক সময় মানুষ অকারণে অথবা অল্প কোন কারণ যেটাতে রাগ করার কথা না, তার পর ও মানুষ রাগ করে।
অনেক দিন আগে একটা গল্প শুনেছিলাম, একটা বাগ একটি হরিন শাবকে দেখতে পেয়ে তাকে খাওয়ার চিন্তা করল কিন্তু কোন কারণ পাচ্ছিল না, তাই একটা কারণ খুজে বের করল। হরিণ শাবক নদীর কিনারায় পানি খাচ্ছিল, তখন বাগ বলল তুমি আমার পানি ঘোলা করলে কেন? তখন হরিন শাবক বলল আপানি স্রোতের বিপরীত দিকে, তাহলে তো আমি আপনার পানি কিভাবে ঘোলা করলাম। তারপর বাগ বলল তুমি এক বছর আগে আমাকে গালি দিয়েছিলে তখন হরিণ সাবক বলল আমার তো এক বছর বয়সই না। তখন বাগ বলল তুমি না তোমার মা আমাকে গালি দিয়েছিল, তোমাকে মাপ করা যাবে না।
©somewhere in net ltd.